WB Krishok Bondhu Prokolpo -2023 Form [PDF] Online Application, Check Status

পশ্চিমবঙ্গ সরকারের এই Krishok Bondhu Prokolpo দ্বারা ন্যূনতম ৪,০০০ থেকে সর্বোচ্চ 10,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের PDF Form এবং Online Application Status Check করার পদ্ধতি নিচে বর্ণিত করা হলো। যিনি নিন ফর্ম ফিলাপ করার সঠিক পদ্ধতি।

Krishok Bondhu Prokolpo

Scheme Name কৃষক বন্ধু প্রকল্প
Department NameDepartment of Agriculture
State NameWest Bengal
Beneficiary nameকৃষক 
মোট মূল্য₹4,000 to ₹10,000
Official Websitehttps://krishakbandhu.net/

১৭ ই জুন ২০২১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি প্রকল্প বাস্তবায়ন করেন যা কৃষকদের  আর্থিকভাবে কৃষিকাজের জন্য স্বাবলম্বী করে তোলে।এই আর্থিক সংস্করণ অনুযায়ী  কৃষকরা প্রতিবছর সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।

এই প্রকল্পের নাম হল ‘krishok bondhu prokolpo’। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কৃষকদের প্রতিবছর ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় এই নয়, পাশাপাশি এই প্রকল্পের নথিভুক্ত কোন কৃষক যদি মারা যান সেই ক্ষেত্রে এককালীন ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় সেই মৃত কৃষক পরিবারকে। 

এই প্রকল্প দ্বারা পশ্চিমবঙ্গের বহু দরিদ্র কৃষক উপকৃত হয়েছে। এবং কৃষি কাজের ক্ষেত্রে সাফল্য লাভ করেছে। কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী, খারিফ এবং রবিশস্যের জন্য দুই কিস্তিতে ন্যূনতম ৪,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয়।

এক একরের কম জমি কৃষকেরা ন্যূনতম ৪০০০ টাকা এবং এক একরের বেশি জমির মালিকরা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকেন। 

এই ‘krishok bondhu prokolpo’ কৃষকেরা নিজের নাম নিবন্ধনের জন্য তাদের ব্লক সহকারী পরিচালক অফিসের সাথে সত্তর যোগাযোগ করুন। 

আধার প্যান লিংক চেক

নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী 

এবার জেনে নিই এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে:

  1. কৃষকের নিজস্ব চাষের জমি থাকতে হবে। (পাট্টা জমি/ বর্গাদার জমি হলেও হবে) 
  2. কৃষকের বয়স ১৮ বছর থেকে ৬০ বছর হতে হবে। 
  3. কৃষক যেন অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন।
  4. কৃষকের অবশ্যই  নিজস্ব সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

krishok bondhu prokolpo সুবিধা:

  1.  ‘krishok bondhu prokolpo’ প্রকল্পের নথিভুক্ত কৃষকের বার্ষিক ভাবে ন্যূনতম ৪০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে থাকেন। 
  2. এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কোনো কৃষকের  যদি কোনো কারণবশত মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে কৃষকের পরিবারকে সামাজিকভাবে সাহায্যের জন্য এককালীন ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হয়। এই দুই লক্ষ টাকার অনুদানকে ‘জীবন বীমা’ বা ‘ফসল বীমা‘ বলা হয়।
  3.  পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে যে সকল কৃষকদের নাম নথিভুক্ত থাকবে তারা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘ধান সংগ্রহ‘ প্রকল্পে অগ্রাধিকার পাবে। 
  4. এক একর জমির মালিকরা প্রতিবছর রবি শস্য এবং খারিফ শস্য উৎপাদনের জন্য মোট ২ কিস্তিতে ন্যূনতম ৪০০০ টাকা এবং এক একরের বেশি জমির মালিকরা রবি শস্য এবং খারিফ শস্য উৎপাদনের জন্য দুই কিস্তিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি আর্থিক সাহায্য পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা।

krishok bondhu prokolpo লক্ষ্য ও উদ্দেশ্য:

  1. আর্থিকভাবে পিছিয়ে থাকা কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের কৃষি কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। 
  2. বছরে কিস্তিতে দুইবার খারিফ শস্যের মৌসুমে এবং রবিশস্যের মৌসুমে ন্যূনতম ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান প্রদানের মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধি করা। 
  3. কোন কৃষকের মৃত্যু ঘটলে সেই কৃষক পরিবারকে সামাজিকভাবে সহায়তা করার জন্য এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান প্রদান। 
  4. পূর্বে পুরো অর্থের পরিমাণ ছিল প্রতিবছর ন্যূনতম ২০০০ টাকা থেকে ৫,০০০ টাকা। বর্তমানে অর্থাৎ ১৭ জুন ২০১৯ সাল থেকে রাজ্য সরকার তা দুই গুণ বৃদ্ধি করেছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে প্রদেয় অর্থের পরিমাণ প্রতিবছর ন্যূনতম ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়েছে। 
  5. পূর্বে জমের মালিকরাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারতেন। কিন্তু বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের নবীকরণ করেছেন। ‘krishok bondhu prokolpo এখন জমির মালিক সহ ভাগ চাষিরাও কৃষি কাজের জন্য এই আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন।

krishok bondhu prokolpo আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

  • কৃষকের জমির দলিল। 
  • কৃষকের ভোটার কার্ডের জেরক্স কপি। 
  • কৃষকের আধার কার্ডের জেরক্স কপি। 
  • কৃষকের পাসপোর্ট সাইজ ছবি। 
  • ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি।

krishok bondhu prokolpo form pdf download:

আমরা ধাপে ধাপে আপনাকে krishok bondhu prokolpo form fill up করার সহজ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। 

krishok bondhu form pdf download
krishok bondhu form pdf download
  1. Government Of West Bengal Department Of Agriculture Application For Registration Under “Krishak Bandhu” (Notun) Scheme অনুমোদিত ‘কৃষক বন্ধু’ ফ্রম এর একদম উপরে ডান দিকে Enrollment No(for office use only)  লেখা জায়গাটি আপনাকে ফাঁকা রাখতে হবে। এখানে কিছু করতে হবে না এটি অফিসের কর্মীরা করে নেবেন। 
  2. এর ঠিক নিচে একটি Passport Size Photo  এর স্থানে   আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। 
  3. এরপর ফর্মের বামদিকে ‘এ’ বিভাগে পার্সোনাল ডিটেলস এর নিচে, আপনার ব্যক্তিগত বিবরণ দিতে হবে। সেখানে Name এর স্থানে নিজের নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। এরপর Name as per Parcha এই স্থানে আপনার নাম লিখুন আপনার পর্চায় যে নাম আছে ওই অনুসারে বাংলায় কিংবা দেবনাগরী হরফে লিখতে হবে। 
  4. এর পর Residential Address এর নিচে Village -এ নিজের গ্রামের নাম,  Gram panchayat  এ নিজের গ্রাম পঞ্চায়েতের নাম।  P.O তে আপনার পোস্ট অফিসের নাম, P. S এ পুলিশ স্টেশনের নাম, Pin Code  এর স্থানে আপনার পিন কোড লিখুন।
  5. আপনি আপনার স্বামীর এরপর Father’s/Husband’s Name এর স্থানে যদি আবেদনকারী মহিলা কৃষক হন, তবে আপনি আপনার স্বামীর নাম দেবেন এবং যদি আপনি পুরুষ হন তাহলে এই স্থানে আপনার বাবার বা পিতার নাম লিখবেন।
  6. উপরে এরপর Date of Birth এর স্থানে আবেদনকারীর জন্ম তারিখ লিখুন, Age এর স্থানে আবেদনকারীর বয়স লিখুন (০১/০১/২০২3) অনুযায়ী ।  
  7. Gender এর স্থানে  যদি আবেদনকারী পুরুষ হন তবে Male  এর আগের বক্সে টিক চিহ্ন দিন। যদি আবেদনকারী মহিলা হন তবে Female এর স্থানে দিন টিক চিহ্ন দিন।
  8. এরপর Category (Caste) -এর স্থানে আবেদনকারী  যদি সাধারণ হন তবে General এর আগের বাক্সে টিক চিহ্ন  দিন। যদি  তপশিলি জাতি অন্তর্গত হন তবে SC এর আগের স্থানে টিক দিন। যদি তপশিলি উপজাতি হন তবে ST এর আগের বাক্সে টিক চিহ্ন দিন। যদি অনগ্রসর জাতি বা OBC হন তবে OBC এর আগের বাক্সে টিক মারুন।
  9. এরপর ‘Type Of Farmer‘ স্থানে যদি আবেদনকারী জমির মালিক হন তবে ‘Owner‘ এর আগের বাক্সে টিক মারুন। যদি আবেদনকারী বর্গাদার হন তবে ‘Bargadar‘ আগের বাক্সে টিক মারুন। যদি আবেদনকারী পাট্টাদার হন তবে ‘Pattadar‘ এর আগের বাক্সে টিক মারুন।
  10.  ‘Mobile Number‘ স্থানে এমন একটি ফোন নম্বর দিতে হবে যেটি আবেদনকারীর ব্যাংক এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। এর পাশে Alternative Mobile No. স্থানে আপনি আরেকটি ফোন নাম্বার দিতে পারেন।
  11. এরপর Bank Account Details একবার ব্যান্ড অ্যাকাউন্ট এই স্থানে ব্যাংকের বই অনুসারে আপনার নামটি লিখুন। এরপর Account Number এ আপনার ব্যাংকের একাউন্ট নাম্বারটি লিখুন। IFSC Code -আপনার ব্যাংকের IFSC code লিখুন। Bank Name -ব্যাংকের নাম লিখুন। Branch Name এ ব্যাংকের শাখার নাম লিখুন। Account Type – যদি আপনার অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হয় তবে SB এর আগের বাক্সে টিক মারুন। যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তবে Current এর আগের বাক্সে টিক মারুন।
  12. D. Nominee Details বিভাগে Name Of Nominee এ নমিনির নাম লিখুন। Relationship With Applicant  এ আবেদনকারীর সঙ্গে নমীনীর সম্পর্ক লিখুন। Nominee’s Father’s/Husband এ নমীনীর স্বামী / পিতার নাম লিখুন। Date OF Birth এ নমীনীর জন্ম তারিখ লিখুন। Age এ নমিনির বয়স লিখুন। Name Of The Guardian এ নমীনীর অভিভাবকের নাম লিখুন। 
  13. এবং একদম নিচে Applicant’s Signature এ আবেদনকারীর সই কিংবা টিপসই দিন।

Download PDF Form Here

download

Krishok Bondhu Prokolpo Status Check

আসুন জেনে নিন কিভাবে Online আপনারা আপনাদের krishok Bondhu Status Check করতে পারবেন। আপনারা অনলাইনে স্মার্টফোনের, কম্পিউটারের মাধ্যমে কিংবা নিকটবর্তী ক্যাফে গিয়েও আপনার আবেদনটির অবস্থা দেখতে পারেন। নিচে কয়েকটি সহজ পদ্ধতি বর্ণনা করা হলো যার দ্বারা আপনারা খুব সহজেই আপনাদের আবেদন পত্রটির কোন অবস্থায় রয়েছে অর্থাৎ Status টি check করার পদ্ধতিটি জানতে পারবেন।

krishok bondhu status
krishok bondhu status
  1. প্রথমে আপনি ‘Krishok Bondhu Prokolpo’ অফিসিয়াল ওয়েবসাইটে যান। এই অফিসিয়াল ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হল – https://krishakbandhu.net/
  2. অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি প্রোফাইল খুলবে। সেই প্রোফাইলটিতে নথিভুক্ত কৃষকের তথ্য নামক নীল রং-য়ের বাটানটিতে তে ক্লিক করবেন। 
  3.  নীল রংয়ের বাটন ক্লিয়ার করলে আপনার সামনে আরেকটি প্রোফাইল খুলে যাবে। 
  4. প্রোফাইলটিতে আপনার ভোটার কার্ড নাম্বার লিখুন এবং I’m not a robot এর আগে বাস্কে টিক চিহ্ন মারুন এবং নীল রংয়ের সার্চ বাটনটি ক্লিক করুন। 
  5. এরপর আপনার সামনে আরেকটি প্রোফাইল খুলে যাবে। 
  6. ছক আকারে একটি তথ্য আপনার সামনে উঠে আসবে। এই ছকের প্রথমেই থাকবে AKD ID (Acknowledge ID) তার পাশে  KB ID(Krishak Bandhu Id) তার পাশে Farmers name, তার পাশে District, তারপর Block, ইহার পর Gram panchayat, তার পর Village, ইহার পর Total Land, এর পর Status, এবং Application Status । 
  7. যদি আপনার Application Status দিয়ে থাকে Approved তাহলে Application Status – এর পরের ছকে Transaction Status দেখাবে।
  8. নিম্নলিখিত এই সহজ ধাপ গুলি অনুসরণ করে অতি সহজেই আপনি আপনার Krishok Bondhu Prokolpo Online Status Check সম্পর্কে অবগত হতে পারবেন।

জেনে নিন- কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে

krishok bondhu prokolpo online application Status

উপরের আলোচনায় আমরা জানতে পারলাম কিভাবে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনারা আপনাদের krishok bondhu prokolpo online application Status পর্যবেক্ষণ করতে পারবেন। এবং এই আবেদনের অবস্থা দেখার সময়  আপনাদের আবেদনের বিভিন্ন রকম application Status দেখতে পাবেন। 

আমরা এখানে আলোচনা করব যে আপনারা কি কি রকম application Status দেখতে পাবেন এবং সেই স্ট্যাটাসগুলো অর্থ কি।

আপনাদের অনেকেরই আবেদনের অবস্থা সম্পর্কে দেওয়া বিবরণ গুলি বুঝতে অসুবিধা হতে পারে। আপনাদের application টি অর্থাৎ আবেদনটি মঞ্জুর হয়েছে কিনা কিংবা সেদিকে গিয়ে বাতিল করা হয়েছে কিনা সে সম্পর্কে আলোচনা করব এবং এর পাশাপাশি আপনাদের krishok bondhu prokolpo এর টাকা ঢুকেছে কিনা তা আপনারা কি করে বুঝবেন সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।

Krishok bondhu Prokolpo Application Status:

  1. যদি আপনার Application Status ‘No data found‘ দেখায় তবে ইহার অর্থ হলো আপনার আবেদনপত্রটি কৃষি আধিকারিক দপ্তরের হাতে এখনো পৌঁছায়নি। 
  2. যদি আপনার Application Status ‘Pending‘ দেখায়। তবে ইহার অর্থ হলো আপনার আবেদনপত্রটি কৃষি আধিকারিক দপ্তরে পৌঁছে গিয়েছে এবং কাজ চলছে।
  3. যদি আপনার Application Status ‘Approved‘ দেখায়। তবে ইহার অর্থ হলো আপনার আবেদন পত্রটির কাজ সম্পন্ন হয়েছে এবং আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে।
  4. যদি আপনার Application Status ‘Rejected’ দেখায়। তবে ইহার অর্থ হলো আপনার আবেদন পত্রটি বাতিল করা হয়েছে। 

যদি আপনার আবেদন পত্রটির Application Status ‘Approved‘ হলে  আপনাকে ”Approved” নামক আরেকটি ছক দেখতে পাবেন।

Krishok bondhu Prokolpo Transaction Status:

  1. ১.যদি আপনার Transaction Status  “ADA  Uploaded” দেখায় তবে ইহার অর্থ হলো Assistant Director of Agriculture কৃষি দপ্তর থেকে আপনার তথ্য DDA এর কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছেন।
  2. ২.যদি আপনার Transaction Status  “DDA Approved” দেখায় তবে ইহার অর্থ হলো- Deputy Director of Agriculture কৃষি দপ্তর থেকে আপনার তথ্য verify অর্থাৎ যাচাই  করে Approved করে দিয়েছেন। 
  3. ৩.যদি আপনার Transaction Status “DDA Revert” দেখায় তবে ইহার অর্থ হলো Deputy Director of Agriculture কৃষি দপ্তর থেকে আপনার তথ্য পুনরায় ADA এর কাছে পাঠানো হয়েছে।
  4. ৪.যদি আপনার Transaction Status “Account Valid” দেখায় তবে ইহার অর্থ হলো আপনার আবেদনটি ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি আপনার ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। 
  5. ৫.যদি আপনার Transaction Status “Account Invalid” দেখায় তবে ইহার অর্থ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট টিতে কোনো সমস্যা রয়েছে। অতি সত্ত্বর কৃষি দপ্তর কিংবা ব্যাংকে যোগাযোগ করুন। 
  6. ৬.যদি আপনার Transaction Status “Transaction Successful” দেখায় তবে ইহার অর্থ হলো আপনার  একাউন্টে টাকা ঢুকে গেছে আপনি চাইলে ব্যাংক থেকে এই  টাকা তুলতে পারবেন । 
  7. ৭.যদি আপনার Transaction Status “Transaction Failed“দেখায় তবে ইহার অর্থ হলো আপনার  ব্যাংক অ্যাকাউন্টে  কোন সমস্যা জনিত কারণে টাকা ঢুকতে পারেনি। আপনি অতিসত্বর কৃষি দপ্তর অথবা ব্যাংকে গিয়ে এই সম্বন্ধে যোগাযোগ করুন।

যদি আপনার আবেদনটির স্ট্যাটাস নিম্নরূপ দেখায় তবে আপনার আবেদনটি কোনো সমস্যা ছাড়া  সঠিক পথে অগ্রসর হচ্ছে এবং আপনি অতি দ্রুত আপনার প্রাপ্য টাকা পেয়ে যাবেন।

Approved → ADA Uploaded → DDA Approved → Account Valid → Transaction Successful

কৃষক বন্ধু প্রকল্প বেনি ফিসারি লিস্ট

কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্টটি দেখার জন্য আপনাদেরকে www.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আপনারা সকলে যদি আপনার form টি সঠিকভাবে পূরণ করে থাকেন এবং আপনার form টি যদি approved হয়ে যায়।

অ্যাকাউন্ট account valid দেখায় সেক্ষেত্রে যে সকল কৃষকদের এপ্রুভ হয়ে রয়েছে তাদের সকলেরই নাম তালিকা দেখতে পাবেন এবং তারা সকলে ব্যাংক একাউন্টে টাকা পাওয়ার যোগ্য বলে গণ্য করা হবে।


আপনাদের অন্যান্য কোন যদি আপনাদের কোন জিজ্ঞাসা যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানান কমেন্টে এবং আপনারা krishok bondhu prokolpo এর স্ট্যাটাস চেক এবং ফর্ম কিভাবে ফিলাপ করবেন তা আপনারা জানতে পেরেছেন পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রকল্পের দ্বারা কৃষকেরা সর্বনিম্ন কত টাকা পাবে?

এই কৃষক বন্ধু প্রকল্পে দ্বারা কৃষকদের ন্যূনতম 4 হাজার টাকা করে কিস্তির মাধ্যমে দেওয়া হবে।

প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ কত টাকা করে পাবেন?

এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা কৃষকদের সর্বোচ্চ 10 হাজার টাকা করে দেওয়া হবে কিস্তির মাধ্যমে।

Next: Pm SVANidhi Application form

Leave a Comment