IPS Full form in Bengali | IPS ফুল ফর্ম, বেতন, যোগ্যতা

এই পোস্টটিতে IPS কি এবং IPS এর ফুল ফর্ম কি (IPS full form in Bengali) এই নিয়ে আলোচনা করা হলো।

আইপিএস অফিসারদের চাকরি ভারতের সবচেয়ে সম্মানিত এবং দায়িত্বশীল চাকরিগুলির মধ্যে একটি।  আইপিএস অফিসারেরা আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ-প্রতিরোধ প্রভৃতির দায়িত্ব নিয়ে ভারতের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চিত করে থাকেন। 

IPS ফুল ফর্ম 

IPS এর ফুল ফর্ম হলো Indian Police Service বা ভারতীয় পুলিশ পরিষেবা। একজন আইপিএস অফিসার হতে গেলে প্রার্থীদেরকে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

IPS full form in Bengali

IPS এর পূর্ণরূপ হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। 

IPS full form in Bengali

  • I: Indian
  • P: Polish
  • S: Service

IPS অফিসার যোগ্যতার মানদণ্ড :- 

একজন IPS হতে হলে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে- 

  • আপনাকে একজন ভারতীয় নাগরিকের প্রমাণ দিতে হবে।
  • আপনার বয়স 21 এর উর্দ্ধে হতে হবে। SC/ST candidates: (21-37) বছর, OBC: candidates (21-35) বছর, এবং General candidates: (21-32) বছর।
  • যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক উপাধি প্রাপ্ত হতে হবে। 
  • UPSC exam এ আপনি 6 টির বেশি EWS ও unreserved এর জন্য চেষ্টা করতে পারবেন না। 
  • এই পরীক্ষার জন্য যে যে বই গুলো সাজেস্ট করা থাকে সেগুলোর জে ফিজিক্যাল নিয়ম গুলো আছে সেটিকে অবশ্যই মেনে চলতে হবে। 

IPS Exam pattern

IPS এর exam এ দুটি প্যাটার্ন থাকে-

  1. Preliminary examination বা প্রাথমিক পরীক্ষা।
  2. Main examination বা প্রধান পরীক্ষা। 

A) Preliminary examination

এই পরীক্ষায় দুটি পেপার থাকবে, যেখানে আপনাকে এক একটি পেপার 200 নম্বর বাধ্যতামূলক হিসাবে দেওয়া হবে। 

  • দুটি পেপারেই অবজেক্টিভ ধরনের প্রশ্ন দেওয়া থাকবে।
  • Civil service এর একটি part হলো জেনারেল স্টাডিজ পেপার। যেখানে একটি পার্সেন্টেজ নির্ধারিত করা থাকে। এর যোগ্যতা মূলক পার্সেন্টেজ টি হলো 33%। 
  • প্রশ্ন পত্রটি কেবল মাত্র ইংলিশ এবং হিন্দি তে করা হয়ে থাকে। 

B) Main examination

লিখিত পরীক্ষার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা থাকে – 

  • পেপার-1 এ সাধারণ ইংরেজি বা general English 300 marks এর থাকবে। 
  • পেপার-2 তে সাধারণ জ্ঞান বা general knowledge 300 marks এর থাকবে। 
  • পেপার 3,4,5,6 – এ অপশনাল সাবজেক্ট দেওয়া থাকবে যেখান থেকে আপনাকে যেকোনো দুটি বেছে নিতে হবে। 
  • প্রত্যেকটি সাবজেক্ট এর জন্য আপনাকে 2 টি করে পেপার দেওয়া হবে এবং প্রত্যেকটি পেপার এ 200 করে marks দেওয়া হবে। 

Interview

Main exam এ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটি personal interview এর জন্য ডেকে পাঠানো হবে। এই interview টি সাধারণত 45 মিনিটস এর হয়ে থাকে। 

এই interview টি একটি প্যানেল এর সামনে হয়ে থাকে। interview হয়ে যাওয়ার পর সেই ক্যান্ডিডেট এর একটি মেরিট লিস্ট তৈরি করা হয়। এই মেরিট লিস্ট তৈরি করার সময় এখানে লিখিত পরীক্ষার কোনো নম্বর যোগ করা হয় না। 

IPS এর সিলেবাস

এবার দেখা যাক IPS এর সিলেবাস কিভাবে করা হয় 

প্রেলিমস এক্সামিনেশন

IPS exam পেপার 1

– এই পেপারটি 200 নম্বর এর মধ্যে সেট করা হয়ে থাকে। এই প্রশ্ন পত্র টিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা থাকে –  

  • National ও international এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স।
  •  ভারতের ইতিহাস এবং ভারতের সমস্ত জাতীয় আন্দোলন সম্পর্কিত বিষয়।
  •  ভারত ও ভূগোল 
  • ভারতের বিভিন্ন রাজতন্ত্র এবং শাসন ব্যবস্থা ( রাজনীতি, জনোনিতি, পঞ্চায়েত ব্যাবস্থা, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা )।
  • আর্থিক ও সামাজিক ভাবে দেশের উন্নয়ন। 
  •  এনভায়রনমেন্টাল ইকোলজি, জীব বিদ্যা, জলবায়ুর পরিবর্তন
  • জেনারেল নলেজ।

 Exam পেপার 2 (IPS full form in Bengali)

এই প্রশ্ন পত্র টির সর্বোচ্চ নম্বর দেওয়া থাকে 200। এখানে নিম্নলখিত বিষয় গুলো নিয়ে প্রশ্ন তৈরি করা হয় – 

  • নিজের নিজের comprehension।
  • আপনার interpersonal skills।
  • আপনার যুক্তি প্রদান এবং বিশ্লেষণের ক্ষমতা ।
  • যেকোনো অবস্থায় আপনার সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের ক্ষমতা।
  • আপনার মেন্টালি ক্যাপাসিটি ও বেসিক জেনারিলিটি। 
  • data এর ব্যাখ্যা (chats, graphs, tables)। 

Main examination

  • সিভিল সার্ভিস এর main exam লিখিত পরীক্ষা ও interview এর সংযোগে নেওয়া হয়ে থাকে। 
  • লিখিত পরীক্ষার মধ্যে মোট 9 পেপার দেওয়া হয়ে থাকে, যার মধ্যে পেপার A ও পেপার B সিলেক্ট করা হয় আপনাকে কোয়ালিফাই করার জন্য। এবং বাকি যে 7 টি পেপার থাকে সেগুলো ব্যবহার করা হয় আপনার মেরিট লিস্ট তৈরি করার জন্য। 

IPS অফিসারদের ভূমিকা

একজন IPS officer হিসাবে আপনাকে অবশ্যই দেশের সুরক্ষা, তদন্ত এবং সীমান্ত এগুলোর দায়ভার তো নিতেই হবে এবং এছাড়াও আপনাকে আরো নানান কাজের সাথে যুক্ত হতে হবে। সেই সমস্ত কাজ গুলির ভূমিকা নিচে আলোচনা করা হলো :- 

  • শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা – একজন IPS officer এর একটি প্রধান দায়িত্ব হলো সবসময় দেশের অপরাধমূলক কাজ গুলিকে বন্ধ রেখে সমাজে শান্তি বজায় রাখা। 
  • বর্ডার সার্ভিস – IPS officer বর্ডার এর নিয়ম নীতি কুশল ভাবে চালানোর দায়িত্বে থাকে। 
  • রেলওয়ে পুলিশিং – IPS officer রা ভারতীয় রেলের সুরক্ষার জন্য ও কাজ করে থাকে।
  • VIP security – কোনো অনুষ্ঠানে যখন নামি, ব্যাক্তিরা আসেন তখন সেখানে সেই সমস্ত ব্যক্তিদের নিরাপত্তার জন্যেও IPS officer দের নিয়োগ করা হয়।
  • Investigation – তদন্ত করে দেশের রক্ষার ক্ষেত্রে নিরাপত্তার তথ্য জোগাড় করা ও সংগ্রহ করা। 
  • একজন IPS officer হিসাবে তাদের অন্যতম একটি কাজ হলো ভারতের সমস্ত IB, CBI, CAPF, গবেষণা কেন্দ্র ও analysis team গুলিকে লিড এবং কমান্ড দেওয়া। 
  • IPS officer দের ডিউটি এর প্রতীক হলো তারা যেখানেই কাজ করুক না কেনো সেখানে সর্বদা সততা ও সম্প্রীতি বজায় রাখা।
  • IPS officer দের বিভিন্ন ডিপার্টমেন্ট এর নির্দেশে কখনও কখনও HOD হিসাবেও কাজ করতে হয়। 

IPS অফিসারদের স্যালারি

বর্তমানে যতো গুলি পোস্ট উপলব্ধ আছে তাদের মধ্যে IPS হলো এমন একটি পজিশন যেখানে তাদের ইউনিফর্ম এর একটি করে কোড থেকে। IPS officer দের নিম্নলিখিত salary list অনুযায়ী বেতন দেওয়া হয় – 

According to postSalary
Deputy Superintendent of Police56,100
Additional Superintendent of Police67,700
Senior Superintendent of Police78,800
Deputy Inspector General of Police 1,31,100
Inspector-General of Police1,44,200
Director-General of Police2,05,400
Director-General of Police/ Director of IB or CBI2,25,000

এই ছিল আজকে আমাদের সব আলোচিত তথ্য। আশা করি আপনারা সবাই ভালো ভাবে বুঝতে পেরেছেন IPS আইপিএস সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে এবং আমাদের এই পোস্ট টি আজ আপনাকে অনেক সাহায্য করেছে।

পড়ুন-

IPS কি

IPS এর বাংলা মানে হলো ভারতীয় পুলিশ পরিষেবা। এটি এমন একটি পরিষেবা যা আপনাকে আপনার ক্ষমতা, দায়িত্ব, কর্মজীবন এবং নিজের দেশের প্রতি জে শ্রদ্ধা ও ভালোবাসা সেটা প্রমাণ করতে সাহায্য করে। IPS হলো দেশের শীর্ষ স্থানীয় কর্মসংস্থান গুলির মধ্যে একটি। 

এই দেশের প্রশাসনের দায়ভার দেওয়া হয়েছে আইপিএস এর কর্মীদের। একজন IPS officer কে একটি Superintendent of police বা SP এর পদে নিয়োগ করা হয়। এছাড়াও একটি জেলার সব থেকে ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নির্বাচন করা হয়। এখানে IPS officer রা এবং IFS officer রা দেশের আরও উন্নতি করার জন্য একসাথে কাজ করে। 

ভারতবর্ষে ব্রিটিশ রুল চলাকালীন সময়ে IPS পরিষেবা তখন দেশের স্বাধীনতার সাথে যুক্ত হয়নি। পূর্বব্তী সময় এই পরিষেবার নাম ছিল ইম্পেরিয়াল পুলিশ সার্ভিস এবং পরবর্তী সময়ে অর্থাৎ 1948 সালে ইম্পেরিয়াল পুলিশ সার্ভিস বদলে এর নাম হয় IPS বা ভারতীয় পুলিশ পরিষেবা

ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই পরিষেবার উপর অধিকার ছিল শুধু মাত্র ব্রিটিশ সরকার এর, কিন্তু পরবর্তী কালে ভারত স্বাধীন হওয়ার পর এই পরিষেবা তে অধিকার পাওয়ার জন্য ভারত সরকার কেউ কিছু কিছু নিয়ম কার্যকর করতে হয়েছিল। 

Civil Services Exam এর প্রস্তুতির জন্য কয়েকটি Book এর উল্লেখ করা হলো। যা পরীক্ষার question pattern কে বুঝতে আপনাদের HELP করবে। বইগুলো check করতে পারেন, Exam preparation এ খুবই সাহায্য করবে।

Q. আইপিএস অফিসারের বেতন কত?

আইপিএস অফিসার দের বেতন তাদের পোস্ট এর উপর নির্ভর করে। সর্বনিম্ন বেতন 56,100 থেকে শুরু এবং সর্বোচ্চ পোস্ট এ যারা রয়েছে তাদের বেতন 2,25,000 টাকা। এই আর্টিকেলে প্রত্যেক আইপিএস অফিসার দের বেতন পোস্ট(rank) অনুযায়ী লিস্টের মাধ্যমে দেওয়া রয়েছে।

Q. আইপিএস অফিসার যোগ্যতা?

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রী। সর্বনিম্ন বয়স 21 বছর। বলাটা অবশ্যক- এই বয়স গুলি SC, ST, OBC দ্বের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে এবং তাদের ফিজিক্যাল ability নির্ভর করে। IPS অফিসারের সম্পূর্ণ যোগ্যতাটি আর্টিকেল এর মধ্যে রয়েছে।

1 thought on “IPS Full form in Bengali | IPS ফুল ফর্ম, বেতন, যোগ্যতা”

Leave a Comment