অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বড় প্রশ্ন এবং তার MCQ প্রশ্নগুলি নিচে দেওয়া হল।
মাধ্যমিক পরীক্ষা কে নজরে রেখে এখানে কেবল সে সকল প্রশ্ন গুলি দেওয়া হয়েছে যা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই প্রশ্ন সংখ্যা কম।
Table of Contents
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা প্রশ্ন উত্তর
শ্রেণী | দশম শ্রেণী (মাধ্যমিক) |
বিষয় | মাধ্যমিক বাংলা |
কবিতা | অস্ত্রের বিরুদ্ধে গান |
কবি | জয় গোস্বামী |
প্রশ্নের ধরন | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
Created By | Moneygita Team |
এখানে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে ১৬টি mcq/saq প্রশ্ন দেওয়া হলো এবং মাত্র দুটি বড় প্রশ্ন দেওয়া হলো।
জয় গোস্বামী : অস্ত্রের বিরুদ্ধে গান : সাজেশন
অস্ত্রের বিরুদ্ধে গান MCQ
1. “মাথায় কত শকুন বা চিল” – শকুন বা চিল কিসের প্রতীক?
উত্তর: হিংস্রতা এবং নৃশংসতার প্রতীক।
2. ঋষিবালকের মাথায় কি গোঁজা?
উত্তর: ময়ূর পালক।
3. গান তো জানি – একটা দুটো।
4. “গান বাঁধবে সহস্র উপায়ে” – কে গান বাঁধবে?
উত্তর: কোকিল।
5. “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”- কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে?
উত্তর: গানের দুটি পায়ে।
6. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি গায়ে কি পড়েছেন ?
উত্তর: গানের বর্ম।
7. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়াই?
উত্তর: হাত নাড়িয়ে বুলেট তারান।
8. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি রক্ত কোথায় মোছেন ?
উত্তর: গানের গায়ে।
9. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি ?
উত্তর: জয় গোস্বামীর ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
10. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির মাথার উপর কি?
উত্তর: শুকুন চিল
11. “বর্ম খুলে দেখ…”- বর্ম খুলে কি দেখা যায়?
উত্তর: বর্ম খুলে দেখা যায় গান দাঁড়িয়ে রয়েছে ঋষিবালকের মতো।
12. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি হাজার হাতে পায়ে কি করেন?
উত্তর: হাজার হাত পায়ে এগিয়ে আসেন, উঠে দাঁড়ান।
13. “আমরা শুধু একটা কোকিল”- কোকিল টি কি করে ?
উত্তর: গান বাঁধে সহস্র উপায়ে।
14. কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: পাতার পোষাক জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ।
15. ” তোমায় নিয়ে বেড়াবে গান”— গান কোথায় বেড়াবে?
উত্তর: গান নদীতে, দেশগাঁয়ে, উদার উন্মুক্ত পরিবেশে তথা প্রকৃত উদার মানুষদের কাছে বেড়াবে।
16. “রক্ত মুছি শুধু গানের গায়ে”—কথাটির অর্থ কী?
উত্তর: হিংসা, আগ্রাসনের অস্ত্রাঘাতে মানবতা আজ রক্তাক্ত। মনুষ্যত্বের এই রক্তক্ষয়ী অপচয়কে একমাত্র গানের মতো সৃষ্টিশীলতা দিয়েই প্রশমিত করা সম্ভব। তাই কবি গানকে অবলম্বন করেই লড়াই চালিয়ে যেতে বলেছেন।
অস্ত্রের বিরুদ্ধে গান বড় প্রশ্ন উত্তর
প্রসঙ্গা নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও। প্রশ্নমান- ৩/5
1. “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কবি কী বোঝাতে চেয়েছেন ?
উত্তর: উদ্ধৃত উক্তিটি কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে গৃহিত। কবি গান কে অবলম্বন করে হিংসাশ্রয়ী পৃথিবীর রক্তক্ষরণ থেকে মুক্তির উপায় খুঁজছেন। তাই “অস্ত্রের বিরুদ্ধে গান “কবিতায় কবি গানের গায়ে রক্ত কে মোছার কথা বলেছেন। তিনি গানের দ্বারা মানুষের হিংসা এবং রক্তক্ততাকে ভুলে যেতে চান।
2. “মাথায় কত শকুন বা চিল”- উধৃতিটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? বা “আমরা শুধু একটা কোকিল ” -উধৃতিটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন?
উত্তর – উদ্ধৃত উক্তিটি কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে গৃহিত ।
3) অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল বিষয় বস্তু?
****অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বিষয় বস্তু কে তোমরা ভালো করে পড়বে। কবিতাটিকে ভালো করে বুঝে নিলে এখান থেকে আসা বড় প্রশ্নের উত্তর গুলি তোমরা নিজে থেকেই উত্তর দিতে পারবে। তাই একটাই বেশি বড় প্রশ্ন দিলাম না। তোমরা এই কবিতার বড় প্রশ্নের জন্য কবিতার বিষয় বস্তু ভালো করে পড়বে। আমি চাই বড় প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে লেখ।
Next:
অস্ত্রের বিরুদ্ধে গান FAQ
জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ কোনটি?
জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ হলো পাতার পোষাক।
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কাব্যগ্রন্থের নাম কি?
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কাব্যগ্রন্থের নাম পাতার পোষাক।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.