[PDF] অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর 2024 Suggestion | Ashukhi Ekjon Question Answer

Class 10 বাংলা পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর এবং অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তরের PDF। 

২০২৪ সালের বাংলা মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ‘অসুখী একজন’ কবিতার কেবলমাত্র সাজেশন ভিত্তিক highly important প্রশ্ন এবং তাদের উত্তরগুলি নিয়ে আলোচনা করা হলো।  এখানে MCQ ও SAQ প্রশ্ন মিলিয়ে টোটাল প্রশ্ন রয়েছে 20 টি এবং তিন নম্বরে প্রশ্ন 3 টি এবং পাঁচ নম্বরের প্রশ্ন 1 টি রয়েছে।

সাজেশন: কবিতা: অসুখী একজন : পাবলো নেরুদা

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর 2024

শ্রেণীদশম শ্রেণী (মাধ্যমিক)
বিষয়মাধ্যমিক বাংলা
কবিতাঅসুখী একজন
লেখকপাবলো নেরুদা
প্রশ্নের ধরনOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024

দেখে নাও ‘অসুখী একজন‘ কবিতা থেকে কোন কোন ইম্পরট্যান্ট প্রশ্নগুলি রয়েছে যা ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার জন্য় খুবই গুরুত্বপূর্ণ।

অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উত্তর MCQ & SAQ

কমবেশি ২০টি শব্দে উত্তর দাও (প্রশ্নমান-১)

১। “তারপর যুদ্ধ এল”—যুদ্ধ কেমনভাবে এল ? 

উত্তর: যুদ্ধ এল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।

2। “শিশু আর বাড়িরা খুন হলো”—“শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ?

উত্তর: স্পেনে সংঘটিত গৃহযুদ্ধের কারণে শিশু আর বাড়িরা খুন হয়েছিল।

3। “তারা আর স্বপ্ন দেখতে পারল না। ” কারা স্বপ্ন দেখতে পারল না?

উত্তর: শান্ত হলুদ দেবতারা।

4। “যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল”—কী ছড়িয়ে রইল?

উত্তর: কাঠকয়লা

5। ‘অসুখী একজন’ কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?

উত্তর: ‘অসুখী একজন’ কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্য বাংলায় তরজমা করেছেন।

6। “আমি তাকে ছেড়ে দিলাম”- কথক ছেড়ে দিয়েছেন– একজন মেয়েকে। 

7। “একটা কুকুর চলে গেল, হেঁটে গেল”– গির্জার এক নান। 

8। “তারপর যুদ্ধ এল”- যুদ্ধে খুন হল—  শিশু আর বাড়িরা।

9। “সেই মেয়েটির মৃত্যু হলো না।” ‘সেই মেয়েটি’ বলতে বোঝানো হয়েছে—–  কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে।

10। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল—- হাজার বছর ধরে।

11। ‘শান্ত হলুদ দেবতারা’ হাজার বছর ধরে— ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন।

12। “মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা”- পাথরের মূর্তিটি—- দেবতার।

13। “অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে…।”- ‘অসুখী একজন’ কবিতায় কথক কাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলেন?

উত্তর: কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় কথক তাঁর প্রেয়সীকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহুদূর চলে গেলেন।

14। “বৃষ্টিতে ধুয়ে দিল…” বৃষ্টি এসে কি ধুয়ে দিল?

উত্তর: কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের পায়ের দাগ ধুয়ে দিল।

15। “নেমে এল তার মাথার ওপর।” ‘মাথার ওপর’ কি নেমে এল?

উত্তর: অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারতা নারীর মাথার ওপর একটার পর একটা বছরের নেমে আসার কথা বলা হয়েছে।

16। “সেই মেয়েটির মৃত্যু হলো না।” কোন মেয়েটির মৃত্যু হল না?

উত্তর: অসুখী একজন কবিতায় যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না।

17। “শান্ত হলুদ দেবতারা”  হাজার বছর ধরে কি করছিলেন?

উত্তর: ‘অসুখী একজন’ কবিতার শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, যেন স্বপ্ন দেখছিলেন।

18। “উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে”- কী উল্টে পড়ল?

উত্তর: ‘অসুখী একজন’ কবিতায় হাজার বছর ধরে ধ্যানস্থ, স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের অভিঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ল।

19। “সব চূর্ণ হয়ে গেল”- কিভাবে, কী চূর্ণ হয়ে গেল?

উত্তর: কবিতায় যুদ্ধের প্রচণ্ডতায় কথকের ফেলে-আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল।

20। “যেখানে ছিল শহর…”- সেখানে আজ কোন দৃশ্য?

উত্তর: যেখানে শহর ছিল, যুদ্ধ-পরবর্তী ধ্বংসপরিকীর্ণ সেই শহরে আজ শুধু ছড়িয়ে আছে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ।

অসুখী একজন কবিতার বড় প্রশ্ন উত্তর

প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর: (প্রশ্নমান-৩)

1। “তারা আর স্বপ্ন দেখতে পারল না।” – “তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারল না? (১+২)

উত্তর:  পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে ‘তারা’ বলতে শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখতে পারলো না।

যুদ্ধ হলে সমাজের স্থিরতার অবসান ঘটে। যুদ্ধ হল রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো, যাতে শিশুমৃত্যু ঘটে, মানুষ নিরাশ্রয় হয়। সমতলে যেন আগুন ধরে যায়। এই অবস্থায় যে ঈশ্বরেরা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন ছিল তারাও ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে। তাদের স্বপ্ন দেখা, বিশ্ববিধানকে নিয়ন্ত্রণ করা ইত্যাদির শেষ হয়। 

২। “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।” ‘সে’ কে? ‘আমি আর কখনো ফিরে আসব না’ বলার কারণ কী? (১+২)

উত্তর: পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে ‘সে’ বলতে কবির প্রিয়তমার কথা বলেছেন।

কবি এখানে যুদ্ধক্ষেত্র থেকে তাঁর না ফেরার কথা জানিয়েছেন। মুক্তিসংগ্রামের লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেছে যে মানুষ, স্বাধীনতা কিংবা শোষণমুক্তিই তার লক্ষ্য। এই লড়াইয়ের পথ কখনোই মসৃণ নয়। তাই বিরুদ্ধ শক্তির প্রবল বাধা এবং প্রত্যাঘাতে মৃত্যুকেই সেখানে স্বাভাবিক বলে গ্রহণ করতে হয়। এই কারণেই কবি ফিরে না আসার কথা বলেছেন।

3। “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”—কোন্ কোন্ জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কী?

উত্তর:  ‘অসুখী একজন’ কবিতায় কবির ফেলে আসা সুন্দর বাড়ি, বারান্দা যেখানে কবি ঝুলন্ত বিছানায় ঘুমাতেন, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি জিনিস চূর্ণ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

বিপ্লবের পথ আসলে যুদ্ধের পথ। এ হলো স্থিতাবস্থার বিরুদ্ধে যুদ্ধ, সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ। সেই প্রবল লড়াইয়ে ভেঙে পড়ে কবির ফেলে আসা যুদ্ধ-পূর্ববর্তী জীবনের স্মৃতি সবই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। যুদ্ধের তাণ্ডবের অনিবার্যতায় সবকিছুই ভেঙে পড়ে চূর্ণ হয়ে যায়।

কমবেশি ১৫০টি শব্দে উত্তর দাও: প্রশ্নমান-৫

1। “যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।” – “অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো।

উত্তর: পাবলো নেরুদার ‘অসুখী একজন’ কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে একটা শহরের মর্মান্তিক পরিণতির কথা বর্ণিত হয়েছে। শান্ত সমাহিত পরিবেশে যুদ্ধ অস্থিরতা আর ধ্বংসকে আবাহন করে আনে। ঠিক তেমনই এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। এভাবেই যুদ্ধের তাণ্ডবে আস্ত একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

_________________________________________________________________________

Next:

  1. আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর

(****এই প্রশ্ন গুলির লিস্ট থেকে পরবর্তী কালে 2024 মাধ্য়মিকের সাজেশন প্রশ্ন গুলি কে লক্ষ রেখে কিছু প্রশ্ন বাদ দিতে অথবা নতুন important প্রশ্ন যোগ হতে পারে। তার জন্য অবশ্যই moneygita পোস্টটিকে তোমরা save রাখবে নতুন আপডেটের জন্য।***)

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর সাজেশন PDF 2024

ওপরের এই সকল প্রশ্ন উত্তর গুলির অর্থাৎ ‘অসুখী একজন’ কবিতার প্রশ্ন উত্তর গুলির সাজেশন এর PDF file ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সংগ্রহ করতে পারবে।

আমার বিশ্বাস এই প্রশ্নগুলি থেকে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তোমরা ইতিবাচক ফল দেখতে পারবে।  এই প্রশ্নগুলির সাথে তোমরা অবশ্যই কবিতাটি কে ভালো করে পড়বে এবং কবিতার বিষয়বস্তুকে ভালো করে বুঝে নেবে। 

এতে শর্ট কোশ্চেন গুলি তো করতে পারবেই সাথে বড় প্রশ্নে বিস্তারিত উত্তর লেখার অংশটিতে তোমরা নিজে থেকে উত্তর লিখতে সক্ষম হবে। এছাড়া অন্যান্য কোন প্রশ্নের সমাধানের জন্য আমাদের WhatsApp গ্রুপ জয়েন করতে পারো। 

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর 2024 Suggestion wise (Ashokhi Ekjon Question Answer) article টি এখানে শেস করলাম।

Some FAQ On অসুখী একজন

অসুখী একজন কবিতার লেখক কে?

অসুখী একজন কবিতার লেখক হলেন প্রখ্যাত কবি পাবলো নেরুদা।

পাবলো নেরুদার প্রকৃত নাম কি ছিল?

পাবলো নেরুদার প্রকৃত নাম হল নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো।

অসুখী একজন কবিতা অসুখী কে কেন?

অসুখী একজন কবিতায় অসুখী বলতে কবির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা বলা হয়েছে।

Leave a Comment