দশম শ্রেণী উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন | Class 10 Upogroho Chitro O Bhuboichitro Suchok Manchitro

ক্লাস 10 ভূগোল ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র সাজেশন প্রশ্ন উত্তর

দশম শ্রেণী উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন গুলি নিচে দেওয়া হল সবকটা প্রশ্নই ইম্পরট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যা সাজেশন কে মাথায় রেখে করা হয়েছে

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন

শ্রেণীমাধ্যমিক দশম শ্রেণী
বিষয়মাধ্যমিক ভূগোল
অধ্যায়ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক
প্রশ্নের ধরণOnly সাজেশন ভিত্তিক
Targetমাধ্যমিক 2024
Created ByMoneygita Team

উপগ্রহ চিত্র ভূবৈচিত্রসূচক মানচিত্র সাজেশন- প্রশ্নের মান এক প্রশ্নের মান ২ এবং প্রশ্নের মান তিনের সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিচে দেয়া হয়েছে খুবই সুন্দরভাবে

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন প্রশ্নমান – 1 

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি        প্রশ্নমান – 1 

1. একটি জিও স্টেসনারি উপগ্রহের উদাহরণ দাও – a) INSAT  b) IRS  c) LANDSAI d) এর সবগুলি।

উত্তর: a) INSAT।

2. 1:250000 স্কেল বিশিষ্ট মানচিত্র হলো – a) মিলিয়ান সিট b) ডিগ্রি সিট c) ১৫ মিনিট সিট d) এর কোনোটিই নয়।

উত্তর: b) ডিগ্রি সিট।

3. ISRO সদর দপ্তর অবস্থিত – a) কলকাতা b) চেন্নাই c) হায়দ্রাবাদ d) বেঙ্গালুরু

উত্তর : d) বেঙ্গালুরু

4. 1° × 1° অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল – a) 1 : 1 000000 b) 1 : 250000 c) 1 : 100000 d) 1 : 25000 

উত্তর: b) 1 : 2500,00 

5. ভারতীয় উপমহাদেশে 4° × 4° ডিগ্রীর সংখ্যা – a) ১৬৫ টি b) ১০০ ti c) ১২৫টি d) ১৩৫টি

উত্তর: d) ১৩৫টি

6. একটি কৃত্রিম উপগ্রহ – a) চাঁদ b) IRS c)  বুধ  d)  টাইটান

উত্তর: b) IRS।

7. টোপম্যাপের সমন্বিত রেখার রং – a)  বাদামি b) সবুজ c)  হলুদ d) আকাশি

উত্তর: a)  বাদামি।

8. ২ সেমি = ১ কিমি । এখানে R:F কত ? – a) 1:75000 b) 1:60000 c) 1:50000 d) 1:100000 

উত্তর: c) 1:50000

9. পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট কোনটি – a) মঙ্গল b) বুধ c) শুক্র d) চাঁদ

উত্তর: d) চাঁদ

10. ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ – a) INSAT b) আর্যভট্ট  c) বানভট্ট c) বরাহমিহির

উত্তর: b) আর্যভট্ট

11. টোপোমানচিত্রে RF মানে –  a) সংরক্ষিত বনভূমী b) অভয়ারণ্য c)  নদ নদী d) জাতীয় উদ্যান

উত্তর: a) সংরক্ষিত বনভূমী

12. একটি বৃহৎ স্কেলের মানচিত্র – a) ভারতের মানচিত্র b) মৌজা মানচিত্র b) রাজ্যের মানচিত্র d) শহরের মানচিত্র

উত্তর: b) মৌজা মানচিত্র।

13. ভূবৈচিত্রসূচক মানচিত্রে R.F – a) 1:50000 b) 1:75000 c) 1: 100000 d) 1:40000 

উত্তর: a) 1:50,000।

14. ভূবৈচিত্রসূচক মানচিত্রের আন্তর্জাতিক স্কেল – a) 1:1000000 b) 1:200000 c) 1:100000 d) 1:50000

উত্তর: a) 1:1000000

15. মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল – a) স্পট b) সেন্সর c) প্ল্যাটফর্ম d) ল্যান্সম্যাট

উত্তর: c) প্ল্যাটফর্ম 

16. সূর্য সমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় থাকে – a)  ৫০০ থেকে ৭০০ কিমি উপরে b) ৭০০ থেকে ৯০০ কিমি উপরে c) ৪০ হাজার কিমি উপরে d) ৩৬০০ কিমি উপরে

উত্তর: b) ৭০০ থেকে ৯০০ কিমি উপরে

17. উপগ্রহ চিত্রে ছদ্মরঙে সবুজ উদ্ভিদকে যে রঙে দেখা যায় – a) লাল b) নীল c) সবুজ d) হলুদ

উত্তর: a) লাল

18. ভূবৈচিত্রসূচক মানচিত্র আঁকা হয় – a) উপগ্রহ চিত্র থেকে b) জরিপ থেকে  c) বিমান চিত্র থেকে d) কোনোটিই নয়

উত্তর: b) জরিপ থেকে

19. ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় – a) ১৯৬৭ সালে b) ১৮০০ সালে c) ১৮৬৭ সালে d) ১৭৬৭ সালে

উত্তর: d) ১৭৬৭ সালে।

_______________________________________________

শূন্য়স্থান পূরন করো      প্রশ্নমান- 1

1. আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হল –  ভূসমলয় উপগ্রহের সাহায্যে।

2. ISRO র প্রধান কার্যালয় অবস্থিত – বেঙ্গালুরু

3. একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল – গ্লোব

4. R.F কথার অর্থ হল – Representative Fraction

5. একটি বৃহৎ স্কেলের মানচিত্র হল – মৌজা

6. ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি বেঙ্গালুরু স্থানে অবস্থিত।

7. বালুকাময় এলাকায় – উপগ্রহ চিত্রে হলুদ রঙের হয়।

8. সমোন্নতি রেখা সাহায্যে – ভূমিরূপ এর বর্ণনা পাওয়া যায়।

9. টোপম্যাপ সঠিক ও নির্ভুল – জরিপের মাধ্যমে তৈরি হয়।

10. আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের R.F – 1:1000000

11. ক্ষুদ্র স্কেলের হয় না – ভূবৈচিত্র সূচক মানচিত্র।

12. প্রধান দূর সংবেধানযোগ্য রশ্মি হল অবহেলিত রশ্মি

13. অতি বেগুনি রশ্মি ওজন স্তর দ্বারা পুরোপুরি শোষিত হয় বলে দূর সংবেদনে ব্যবহৃত হয় না।

14. ১৯৮৮ সালে ভারত IRS উপগ্রহ নামে উৎক্ষেপণ শুরু করে।

15. দূর সংবেদন ব্যবস্থায় উপগ্রহ এর ব্যবহার সবচেয়ে বেশি

16. INSAT এক ধরনের উপগ্রহ

17. বস্তু সংস্পর্শে না এসে দূর থেকে কোন বস্তুর ছবি তোলা কে দূর সংবেদন বলে

18. আন্তর্জাতিক সিরিজে দুই গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা ২২২২টি

19. মানচিত্রে তিন ধরনের স্কেল ব্যবহৃত হয়, যথা – বিবৃতিমূলক, ভগ্নাংশ সূচক, লৈখিক স্কেল

20. শত্রু পক্ষের মিসাইল, সেনাবাহিনীর গতি প্রকৃতি সম্পর্কে তথ্য ও চিত্র সরবরাহ করে স্পাই ক্যামেরা

21. পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক

22. উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের পিক্সেল বলে।

23. স্পেকটাম বরাবর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের যে একক ব্যবহার করা হয় তা হলো মাইক্রোমিটার।

_______________________________

একটি বা দুটি শব্দে উত্তর দাও   প্রশ্নমান- 1

1. ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করা হয় – GPS দ্বারা।

2. ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর – দেরাদুন।

3. মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো – প্ল্যাটফর্ম। 

4. উপগ্রহ চিত্র প্রকাশ হয় –  ছদ্ম রং ।

5. ভারতে প্রথম জিও স্টেশনারি উপগ্রহ – APPLE।

6. ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন  করা হয় যে রং দিয়ে তা হলো – বাদামি রং

7. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল- IRS।

8. বৃহৎ স্কেলের মানচিত্র R.F – 1 : 50,000 

9. দূর সংবেদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় –  স্যাটেলাইট।

10. উপগ্রহের সবুজ উদ্ভিদ কে দেখানো হয় – লাল রং দ্বারা

11. ভারতে ভুসমলিত কৃত্রিম উপগ্রহ – Kalpana -1 , GSAT-2 ।

12. একটি নিষ্ক্রিয় সেন্সর হল – ইলেকট্রনিক ক্যামেরা।

13. উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক – পিক্সেল ( pixel) । 

14. সক্রিয় সংবেদকের উদাহরণ – RADAR

15. ভারতে আবহাওয়া অফিস অবস্থিত – নিউ দিল্লি।39. ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করে ? 

উত্তর: Survey of India ( SOI ) 

16. উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ? 

উত্তর: ডিজিটাল বা সাংখিক রূপে

17. ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ? 

উত্তর: দেরাদুন।

18. কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় ?

উত্তর: ভূবৈচিত্র সূচক মানচিত্রে।

19. ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর: শ্রীহরিকোটায়।

20. কত সালে প্রথম উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয় ?

উত্তর: ১৯৪৬ সালে।

21. ভারতের ভুসমলয় উপগ্রহের নাম কি ?

উত্তর:  INSAT 

22. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? 

উত্তর: ISRO

23. স্বাভাবিক উদ্ভিদকে টোপোশিটে কি রংয়ের দেখানো হয়? 

উত্তর: সবুজ । 

24. টোপোশিটে অনিত্যবহ নদীকে কি রংয়ের দেখানো হয়? 

উত্তর: কালো।

25. টোপো মানচিত্রে জাতীয় সড়কের নির্দেশক চিহ্ন কি ? 

উত্তর: NH শব্দ দ্বারা।

26. টোপোশিটে P.S চিহ্ন এর  অর্থ কি ? 

উত্তর: পুলিশ স্টেশন বা থানা

27. সার্ভে অফ ইন্ডিয়ায় শাখা দপ্তর কোথায় রয়েছে ?

উত্তর: কলকাতা উড স্ট্রিট

28. টোপো মানচিত্রের ইঞ্চি শিটের R.F কত ?

উত্তর: 1:50000।

29. মিলিয়ন শিট বা 4° শিটের বিস্তার কত ?

উত্তর: 4° × 4° ( অক্ষাংশ × দ্রাঘিমাংশ )

30. ডিগ্রী শিটের টোপো মানচিত্রের বিস্তার কত?

উত্তর: 1° × 1°

31. ডিগ্রি শিটের মেট্রিক স্কেল কত ?

উত্তর: ১ সেমিতে ২.৫ কিমি বা 1:250000।  

32. নিরক্ষীয় তল বরাবর যেসব উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘরে তাকে কি বলে?

উত্তর : ভূসমলয় উপগ্রহ। 

33. যেসব টোপোশিটে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তার যথাক্রমে 1° সেই টোপোশিট কি নামে পরিচিত ?

উত্তর: ডিগ্রী শিট

34. টোপোশিটে লাল রং দিয়ে কি কি দেখানো হয়? 

উত্তর: জনবসতি ও রাস্তাঘাট

_____________________________________________

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন প্রশ্নমান – 2

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন       প্রশ্নমান – 2

1. উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।

উত্তর: পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহের সাহায্যে গৃহীত সংখ্যামান (ডিজিটাল পরিসংখ্যান) বিশ্লেষণ করে যে সাংকেতিক তথ্যচিত্র পাওয়া যায় তাকে উপগ্রহ চিত্র বলে।

2. দূর সংবেদনের সংজ্ঞা দাও।

উত্তর: কোন বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে ওই বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের পদ্ধতিকে দূর সংবেদন বলা হয়।

3. ভূবৈচিত্রসূচক মানচিত্রে সংজ্ঞা দাও।

উত্তর: যে মানচিত্রে কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান গুলি কে বিভিন্ন প্রচলিত চিহ্ন ব্যবহারের মাধ্যমে আঁকা হয় সেই মানচিত্র কে ভূবৈচিত্রসূচক মানচিত্র বলে।

4. জিওস্টেশনারি উপগ্রহ কাকে বলে?

উত্তর: যে উপগ্রহ গুলি ভূপৃষ্ঠ থেকে ৩৫০০০ কিমি থেকে ৩৬০০০ কিমি উপরে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেই উপগ্রহগুলিকে জিওস্টেশনারি উপগ্রহ বলা হয়।

উদাহরণ: INSAT উপগ্রহ।

5. সান সিনক্রোনাস উপগ্রহ কাকে বলে? 

উত্তর: যে উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে ৭০০ থেকে ৮০০ কিমি উপরে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর সূর্যের আপতন কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে আবর্তন করে তাকে সান সিনক্রোনাস উপগ্রহ বলে।

উদাহরণ: IRS উপগ্রহ।

11. সেন্সর বলতে কী বোঝো?

উত্তর: সংখ্যামান  (ডিজিটাল পরিসংখ্যান)  আকারে বিভিন্ন বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের যন্ত্র বা ক্যামেরাকে সেন্সর বলে। 

_____________________________________________________

উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র সাজেশন প্রশ্নমান – 3

ব্য়খ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন       প্রশ্নমান – 3

1. ভগ্নাংশ সূচক স্কেলের ( R:F ) ব্যবহার উল্লেখ কর।

উত্তর: ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার :-  

  1. ভগ্নাংশে সূচক স্কেলকে সহজে বিবৃতিমূলক বা রৈখিক স্কেলে তৈরি করা যায়।
  2.  এটি একক বিহীন স্কেল বলে এর সর্বজনীন ব্যবহার করা হয়।

2. জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ।

উত্তর: 

বিষয়জিও স্টেশনারিসান সিনক্রোনাস
সংজ্ঞা যে উপগ্রহ গুলির ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ কিমি থেকে ৩৬০০ কিমি উপরে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে সেই উপগ্রহগুলিকে জিও ষ্টেশনারী উপগ্রহ বলা হয় ।যে উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে ৭০০ থেকে ৮০০ কিমি উপরে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর সূর্যের আপতন কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে আবর্তন করে তাকে সান সিনক্রনাস উপগ্রহ বলে।
উচ্চতাভূপৃষ্ঠ থেকে ৭০০ থেকে ৮০০ কিমি উপরে।ভূপৃষ্ঠ থেকে ৩৫০০০ কিমি থেকে ৩৬০০০ কিমি উপরে ।
তথ্য প্রদানসকল প্রকার সম্পদ।যোগাযোগ এবং মূলত পরিবেশ সংক্রান্ত তথ্য।

3. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা কর।

উত্তর: উপগ্রহ চিত্রের ব্যবহার:

ক) আবহাওয়ার পূর্বাভাস – উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য নিখুঁত পাওয়া যায়। যেমন – মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, আর্দ্রতার পরিমাণ, উষ্ণতা ইত্যাদি।

খ) ভূমি ব্যবহারের পরিবর্তন – কৃত্রিম উপগ্রহগুলি যেহেতু কোন নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের ব্যবধানের ছবি তোলে তাই খুব সহজেই ছবিগুলি বিশ্লেষণ করার মাধ্যমে স্তরে স্তরে ভূমি ব্যবহারে পরিবর্তন দেখানো সম্ভব। যেমন- জনবসতি ক্ষেত্র মান বৃদ্ধি, সময়ের সাথে সাথে পরিবর্তিত শহর বা নগরের বিস্তার।

গ) কৃষি ক্ষেত্রে ব্যবহার – নষ্ট হয়ে যাওয়া ফসল চিহ্নিত করতে, কতটা এলাকা জুড়ে ফসল উৎপাদন হয়েছে, ফসলের অবস্থা: পাকা ফসল ও কাঁচা ফসল সম্পর্কে জানতে।

4. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্রের মধ্যে পার্থক্য।

উত্তর: 

বিষয়উপগ্রহ চিত্রভূ বৈচিত্র সূচক
সংজ্ঞাপৃথিবীর চারিদিকে প্রদক্ষিণকারী কৃত্রিম উপগ্রহের সাহায্যে গৃহীত সংখ্যামান (ডিজিটাল পরিসংখ্যান) বিশ্লেষণ করে যে সাংকেতিক তথ্যচিত্র পাওয়া যায় তাকে উপগ্রহ চিত্র বলে।যে মানচিত্রে কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান গুলি কে বিভিন্ন প্রচলিত চিহ্ন ব্যবহারের মাধ্যমে আঁকা হয় সেই মানচিত্র কে ভূবৈচিত্রসূচক মানচিত্র বলে।
প্রতীক চিহ্নবিভিন্ন বিষয়গুলিকে প্রকৃত রং বা ছদ্ম রঙে প্রকাশ করা হয়।প্রচলিত প্রতীক চিহ্ন ব্যবহারের মাধ্যমে আঁকা হয়।
তথ্য সংগ্রহের সময়দিন ও রাত্রি উভয় সময়ে তথ্য সংগ্রহ করা যায়।কেবল দিনের বেলা তথ্য সংগ্রহ করা হয়।
সময় ও মূলধন উপগ্রহ মানচিত্র প্রস্তুত করতে সময় কম লাগে কিন্তু মূলধন বেশি লাগে।ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করতে সময় বেশি কিন্তু তুলনামূলক মূলধন কম লাগে।

5. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।

উত্তর: উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য :- 

  1. দুর্গম স্থানের তথ্য লাভ – দূর সংবেদকের সাহায্যে তথ্য সংগ্রহ করায় দুর্গম স্থানের মানচিত্র প্রস্তুত করা সম্ভব হয়।
  2. সঠিক তথ্য- পৃথিবীপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য সঠিকভাবে পাওয়া সম্ভব।
  3. তথ্যের বিশ্লেষণ- উপগ্রহ চিত্র প্রস্তুত করা কালীন যেহেতু তথ্য গুলি ডিজিটাল রূপে সংগ্রহ করা হয় সেহেতু আধুনিক প্রযুক্তির সাহায্যে কম্পিউটারে একে বিশ্লেষণ করা হয়।

6. দূর সংবেদন ব্যবস্থা / রিমোট সেন্সিং এর সুবিধা ও অসুবিধা লেখ ।

উত্তর: দূর সংবেদন ব্যবস্থার সুবিধা:- 

  1. দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ভূপৃষ্ঠের বৃহৎ অঞ্চলের ফটোচিত্র তৈরি করা সম্ভব।
  2. যে অঞ্চলে মানুষ যাতায়াত করতে পারে না সেই সকল দুর্গম অঞ্চলে তথ্য পাওয়া যায়।

দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা:- 

  1. দূর সংবিধান ব্যবস্থা দ্বারা একসঙ্গে বৃহৎ অঞ্চলে তথ্য সংগ্রহের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্য সংগৃহীত হয় না। 
  2. ভূপৃষ্ঠের একই রকম দুটি বস্তুকে পৃথকভাবে চিহ্নিত করার সময় অসুবিধা হয়।
  3. দূর সংবিধান ব্যবস্থার প্রাথমিক ব্যয় বেশি হাওয়ায় সকল দেশে ব্যবহার হয়নি।

7. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কি কি ধরনের স্কেল ব্য়বহার করা হয়?

অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্য়বহিত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি?

উত্তর: ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্য়বহিত বিভিন্ন ধরনের স্কেলগুলি নিচের টেবিলের মাধ্য়মে দেখনো হলো-

শিটের নাম R.F.বিবৃতিমূলক স্কেল বিস্তার(অক্ষাংশ  দ্রাঘিমা) মানচিত্রের নম্বরের উদাহরণ
মিলিয়ন শিট1 : 10000001 ইঞ্চিতে 16 মাইল 4° x 4° 73
সিকি ইঞ্চি বা ডিগ্রি শিট1 : 2500001 ইঞ্চিতে 4 মাইল 1° x 1° 73M
আধ ইঞ্চি বা অর্ধ ডিগ্রি শিট1 : 1000001 ইঞ্চিতে 2 মাইল 30’ x 30’73M/NE
ইঞ্চি শিট1 : 500001 ইঞ্চিতে 1 মাইল 15’ x 15’ 73M/5
বিশেষ ধরনের ম্যাপ1 : 250004 সেমিতে 10 কিমি15’ x 7’30”73M/5/2

ওপরে থাকা উপর চিত্র ভূবৈচিত্রসূচক মানচিত্রের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভূগোল পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে। পোস্টটি ভালো লাগবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে।

Leave a Comment