UPI full form in Bengali | ইউপিআই ফুল ফর্ম কি?

আমরা আজকে কথা বলবো UPI full form in Bengali বা  ইউপিআই ফুল ফর্ম এবং ইউপিআই কি ইউপিআই ব্যবহারের সুবিধা সম্পর্কে। এখনকার দিনে তো প্রায় সবাই নেট ব্যাংকিং ব্যবহার করে। এর ফলে টাকা ট্রান্সফার করা খুবই সহজ হয়ে গেছে। 

এরকমই আরেকটি নতুন প্রসেস বর্তমানে চালু করা হয়েছে যার নাম UPI payment। সুতরাং আজকে আমরা এই UPI কি, ইউ পি আই ফুল ফর্ম কি, এটা কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় গুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আর দেরি না করে প্রথমে দেখা যাক UPI কি?। 

UPI full form in Bengali

UPI এর পূর্ণরূপ হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface)। UPI হলো একধরনের ইন্টারফেস, যার মাধ্যমে আপনি একটি মাত্র উইন্ডো থেকে আপনার ব্যাংক একাউন্ট গুলির মাধ্যমে কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এর মানে হলো আপনি এই UPI এর মাধ্যমে যে কারোর কাছে থেকে টাকা নিতে বা পাঠাতে পারেন।

  • U: Unified
  • P: Payments
  • I: Interface

ইউ পি আই ফুল ফর্ম কি

ইউপিআই (UPI) ফুল ফর্ম হলো Unified Payments Interface। ইউপিআই এর মাধ্যমে QR code স্ক্যান করে আপনি খুব দ্রুতই কোন ব্যবসায়ী পরিবারের সদস্য বা  অন্য কোনো ব্যক্তির ইউপিআই id তে টাকা লেনদেন করতে পারবেন খুব সহজে।

ইউ পি আই কি

National payments corporation of India (NPCI) সংস্থা দ্বারা UPI ভারতে প্রথম বার চালু করা হয় 2016 সালে। যার প্রধান উদ্দেশ্য হলো ভারতে খুচরো অর্থ প্রদানের সুবিধা চালু করা। NPCI বর্তমানে কেন্দ্রীয় ব্যাঙ্কিং কর্তৃপক্ষ, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে আসছে। এর প্রদান উদ্দেশ্য হলো এই যে ভারতীয় অর্থনীতি কে ডিজিটাল অর্থনীতি তে পরিণত করা।

একটি QR code কে স্ক্যান করে খুব দ্রুতই কোনো ব্যবসায়ী, পরিবারের সদস্য বা আরও যে কাউকে টাকা পাঠাতে পারবেন।

UPI সুবিধা

UPI ব্যাবহারের সুবিধা গুলো হলো:

  1. সবথেকে বড় সুবিধা হলো আপনি আপনার ফোনের মাধ্যমেও এই পেমেন্ট সিস্টেম চালু রাখতে পারেন।
  2. ঘরে বসেই টাকার লেনদেন করতে পারবেন কেবল UPI app থাকা দরকার।
  3. এর জন্য আপনার প্রথমেই দরকার একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ফোনের মধ্যে একটি মোবাইল পেমেন্ট অ্যাপ্লিকেশন (যার জন্য আপনি Paytm ব্যবহার করতে পারেন) থাকতে হবে।
  4. এরপর আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার ভার্চুয়াল অ্যাড্রেস। 
Open করুন আর ১০০ টাকার Cashback পেয়ে যান

এইগুলি থাকলেই আপনি খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে টাকাড় লেনদেন করতে পারবেন। এখানে কোনো প্রকার এর পুনরাবৃত্তি পদক্ষেপ কে কাজে লাগানো হয় না, যেমন ধরুন প্রত্যেক বার টাকা পাঠানোর সময় আপনাকে নতুন করে ব্যাংক ডিটেইলস এবং Others যে যে documents গুলি লেগে থাকে টাকা পাঠানোর জন্য সেগুলো দিতে হয় না। 

পড়ুন-

UPI account processing

UPI account তৈরি করতে হলে আপনাকে নিম্নলিখিত 8 টি পদক্ষেপ সঠিক ভাবে অনুসরন করতে হবে। 

  • আপনি যদি ক্যাশ ছাড়া অনলাইন transaction করার সুবিধা ভোগ করতে চান। তাহলে আপনাকে দুটি জিনিস অবশ্যই থাকতে হবে – প্রথমত একটি স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন এবং দ্বিতীয়ত ব্যাংক একাউন্ট । 
  • আপনার মোবাইল নম্বর টি অবশ্যই আপনার ব্যাংক একাউন্টের ডিটেইলস এর সাথে যুক্ত থাকতে হবে। UPI যখন প্রথম বার চালু করা হয় মানে 2016 সালে, তখন ভারতে 21 টি ব্যাংক UPI গ্রহণ করেছিল কিন্তু 2021 সালে ভারতের 216 টি ব্যাংক এটি গ্রহণ করেছে। 
  • এর পরের স্টেপ হলো আপনাকে আপনার স্মার্ট ফোনে যেকোনো একটি UPI payment অ্যাপ download করতে হবে। UPI কে সাপোর্ট করে এমন কয়েকটি অ্যাপ হলো phone pay, Paytm, google pay, BHIM, Mobikwik, Uber, SBI pay এবং BOB UPI ইত্যাদি। 
  • যখনই একবার আপনি আপনার ফোনে UPI অ্যাপ টি download করে নেবেন তখনই আপনাকে সেই অ্যাপ এর মধ্যে নিজের একটি virtual আইডি তৈরি করতে হবে। এর মানে হলো আপনি আপনার এই আইডি এর মাধ্যমেই যে কাউকে টাকা পাঠাতে বা নিতে পারবেন। 
  • অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি Open করার সময়, সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার (যে ফোন নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে) দিয়ে OTP Verification করতে হবে। 
  • এরপর “Add Bank Account” এ ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এর সাথে যুক্ত Bank Account টি সিলেক্ট করে নিন।
  • Bank Account টি লিংক হওয়ার পর, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনার card এর Last 6 Digit নাম্বারটি এবং Valid Up to date টি ফিলাপ করতে হবে।
  • প্রসেস কমপ্লিট করার পর, আপনার ফোনে একটি OTP আসবে OTP টি দেওয়ার পর আপনি আপনার UPI পিন সেট করতে পারবেন।

UPI তে virtual payment address এর গুরুত্ব 

  • ভার্চুয়াল পেমেন্ট নেটওয়ার্ক অনেকটা এখন কার ইমেইল আইডি গুলির মতো দেখতে হয়। যেমন ধরুন xyz@merabank । VPA বা ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস আপনাকে নানান ব্যাক্তিদের কাছ থেকে অর্থ প্রদান করা এবং গ্রহণ করতে সাহায্য করে থাকে। তাহলে বলা যায় যে VPA হলো সেই প্রধান রাস্তা যার মাধ্যমে আপনি UPI payment এর সুবিধা পাচ্ছেন। 
  • আরেকটি মুল বিষয় হলো এই যে একটি VPA এর মধ্যে আপনি অনেক গুলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। 
  • VPA আপনাকে এবং আপনি যাকে টাকা পাঠাচ্ছেন উভয় ব্যক্তি কে প্রত্যেক লেনদেনের সময় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলি প্রত্যেকবার  ফিলাপ করতে হয় না। তখন UPI পিন দিলেই কাজটি হয়ে থাকে।
  •  এবং এটি অবশ্যই আপনার ব্যাংক ডিটেইলস গুলো সম্পূর্ণ সুরক্ষিত রাখে। বর্তমানে UPI এত popular হচ্ছে বা বলা যায় UPI অনলাইন পেমেন্ট এর জন্য একটি ভালো প্ল্যাটফর্ম এর মূল কারনই হলো VPA। 

UPI Payment security

NPCI এর মতে এখনও পর্যন্ত Unified Payments Interface হলো সবথেকে secure একটি platform অনলাইন পেমেন্ট করার জন্য। এটা বলার পিছনে UPI এর যথাযথ কয়েকটি বৈশিষ্ট্য আছে। 

Safety during verification 

এর মধ্যে প্রথম ফিচার টি হলো রেজিস্টার করার সময় আপনার ফোন নম্বর ভালো ভাবে verification করা হয়। এরপর আপনার UPI account এর সাথে আপনার ফোন নম্বর যুক্ত করা হয়। এবার যদি আপনি কখনো আপনার ফোন নম্বর চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আবার প্রথম থেকে সব verification এর পদ্ধতি গুলি করতে হবে।

যদি কখনো আপনার ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে আপনি আপনার ফোন নম্বর টি ব্লক করে দিতে পারেন এর ফলে আপনার ফোন কোনো ভুল ব্যক্তির হাতে পড়লেও আপনার account থেকে কোনো টাকা ট্রান্সফার করা যাবে না। 

Safety during transaction

 আপনি যখন UPI তে sing in করবেন তখন আপনার কাছে MPIN বলে একটি অপশন আসবে যেখানে আপনাকে -6 ডিজিট এর মধ্যে একটি নম্বর দিতে হবে। একবার এই প্রসেস টি হয়ে গেলে আপনি যেকোনো payment এ authenticate করতে পারবেন। এর ফলে কোন দ্বিতীয় ব্যক্তি কখনো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো বা নেওয়া কোনোটাই করতে পারবেন না, কারণ MPIN শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ জানবে না। 

এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। আশা রাখি আপনারা UPI এর সম্পর্কে UPI full form in Bengali বা  ইউপিআই ফুল ফর্ম আজ অনেক কিছু তথ্য জানতে পারলেন। আজকে এই পোস্ট টি আপনাকে অনেক সাহায্য করেছে।

Leave a Comment