পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পরিবেশ ও বনভূমি ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
(1) নরম কাণ্ডের গাছ কোনগুলি?
উত্তর: কলা, পেঁপে নরম কান্ডের গাছ।
(2) লতানো গাছের নাম?
উত্তর: শাঁকালু লতানো গাছ।
(3) গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যায় না।
(4) লোকালয়ের মাঝে ছোট ছোট বনগুলোকে বলে সমাজভিত্তিক বন।
(5) মানুষ গন্ডার মারে খড়গের জন্য।
(6) হাতি মারে তার লম্বা দুটো দাঁতের জন্য।
পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পরিবেশ ও বনভূমি ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর PDF
পরিবেশ ও বনভূমি থেকে ছাত্রছাত্রীরা জানবে বন জঙ্গলের গাছ, বনে থাকা পশুপাখি সম্পর্কে। বন থেকে আমরা কি কি পায়, বনে কত প্রকারের গাছ থাকে, আগের তুলনায় বনভূমি হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বনের পশুপাখি, গাছ লাগানোর প্রয়োজনীয়তা, বন জঙ্গল হারিয়ে যাওয়ার কারণ, বনের পশু-পাখি তথা বাঘ কমে যাওয়ার কারণ। এই সকল বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা গল্পের মাধ্যমে পঞ্চম অধ্যায় পরিবেশ ও বনভূমি থেকে জানতে পারবে।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.