মাধ্যমিক প্রতিবেদন রচনা সাজেশন 2024, মাধ্যমিক সংলাপ সাজেশন Class 10.
এই আর্টিকেলে মাধ্যমিক ২০২৪ বাংলা পরীক্ষার জন্য ইম্পরট্যান্ট সাজেশন ভিত্তিক পাঁচটি সংলাপ ও ছয়টি প্রতিবেদন রচনা এখানে দেওয়া হল। এখানে যেকটি প্রতিবেদন রয়েছে তা তোমরা মন দিয়ে প্র্যাকটিস করলে প্রতিবেদনে পাঁচ মার্কশে পাঁচ পেয়ে যাবে।
একটু সুন্দরভাবে গুছিয়ে লিখলে প্রতিবেদনে পাঁচে পাঁচ পাওয়া যায়। মাধ্যমিক 2024 এর বাংলা পরীক্ষায় কোন কোন প্রতিবেদন আসতে পারে তাই নিয়ে এই পোস্টে আলোচনা।
Madhyamik Sanglap / Protibedon Suggestion
শ্রেণী | দশম শ্রেণী (মাধ্যমিক) |
বিষয় | মাধ্যমিক সংলাপ/প্রতিবেদন রচনা |
প্রশ্নের ধরন | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
Created By | Moneygita Team |
মাধ্যমিক প্রতিবেদন রচনা সাজেশন 2024
- ডেঙ্গু ম্যালেরিয়া বা কোন রোগের প্রকোপ ? ***
- চন্দ্রযান 3 বিষয়ে প্রতিবেদন রচনা কর।***
- তোমার বিদ্যালয়ে পালিত অনুষ্ঠান (আন্তর্জাতিক স্বাধীনতা দিবস / মাতৃভাষা দিবস পালন / প্রজাতন্ত্র দিবস পালন / বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান / বৃক্ষরোপণ অনুষ্ঠান / সাংস্কৃতিক অনুষ্ঠান) এর বিষয়ে প্রতিবেদন রচনা করো।***
- বন্যা/ ক্ষরা/ অতিবৃষ্টি/ দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা করো।***
- তোমাদের এলাকার কোন একটি সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান ( রক্তদান শিবি, ডেঙ্গু সচেতনতা শিবির, বইমেলা) ইত্যাদি। ***
(এই কটা প্রতিবেদন প্রাকটিস করলে তোমরা সহজেই প্রতিবেদন রচনা লিখে আসতে পারবে পরীক্ষায়।)
মাধ্যমিক সংলাপ রচনা সাজেশন 2024
- পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?***
- রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?***
- মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?***
- চারিদিকে অরণ্যবিন্যাশে বিপন্ন প্রকৃতি এই নিয়ে সংলাপ ?***
- শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?***
- প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ রচনা করো?***
(এই কটা সংলাপ প্রাকটিস করলে তোমরা সহজেই প্রতিবেদন রচনা লিখে আসতে পারবে পরীক্ষায়।)
Next সাজেশন:
তোমরা জানো এই প্রতিবেদন রচনায় ৫ নম্বর থাকে। তোমরা খবরের কাগজ পড়বে তা থেকে প্রতিবেদনের স্ট্রাকচারটি বুঝতে পারবে এবং নিজে থেকে প্রতিবেদন লিখতে সক্ষম হবে।
মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রতিবেদন ও সংলাপ থেকে দুটি প্রশ্ন আসবে। একটি প্রতিবেদন থেকে এবং অপরটি সংলাপ থেকে। এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদের একটির উত্তর লিখতে হয়, যার নম্বর থেকে ৫।
কোন ক্ষেত্রে প্রতিবেদন যদি অসুবিধা হয় সে ক্ষেত্রে তোমরা সংলাপটি লিখতে পারো। সংলাপের উত্তর লেখাটা তুলনামূলকভাবে সহজ। সংলাপ মানে দুই বন্ধুর মধ্যে কোন একটি বিষয়ের ওপর কথোপকথন। এটি তোমরা নিজেরাই বানিয়ে সুন্দর ভাবে লিখে আসতে পারবে।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.
Pls Bengali pratibedan 2024 er jonno jegulo important segulo pdf e din.
ok, join wp group our
Whatsapp group e join hote parchi na
Pls Bengali pratibedan 2024 er jonno jegulo important segulo pdf e din.