শুক্রবাড়ের থেকেও আশ্চার্যজনক ও বিড়ল দৃশ্য দেখা যাবে ২8 মার্চের আকাশে. দৃশ্যটি মিশ না করে জানুন কি এই 5 Planets Alignment ঘটনা, এই দৃশ্য টি দেখার সঠিক সময় কখন ও এরম টি কেনো হচ্ছে।
Table of Contents
5 Planets Alignment: ২৮ মার্চ, ২০২৩
আপনারা যারা রাতের তারা দেখতে পছন্দ করেন। তাদের জন্য আজকের ২৪ শে মার্চ ২০২৩ এর রাতের আকাশের দৃশ্য খুবই অদ্ভুত থাকবে। এটি জানা যাচ্ছে যে খালি চোখেও আপনারা এই সুন্দর দৃশ্যটিকে দেখতে পারবেন।
তবে আপনার কাছে যদি টেলিস্কোপ বা কোন প্রকার দূরবীন থাকে তাহলে দৃশ্যটি আরো বেশি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। 24 মার্চে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস মোট পাঁচটি গ্রহকে পৃথিবীতে থেকে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর ভাবে।
আপনারা বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি গ্রহ দেখার সাথে সাথে ইউরেনাস গ্রহকেও ৫০ থেকে ৭০ ডিগ্রির মধ্যে দেখা যেতে পারে। অনুমান করা হয়েছে এই পাঁচটি গ্রহ পরপর চাদের নিচে সোজাসুজি একসাথে দেখা যাবে এবং এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য দূরবীন বা কোন প্রকার টেলিস্কোপ এর প্রয়োজন হবে না।
শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ বেশি আলোকিত থাকায় এই গ্রহ দুটিকে বেশি ক্লিয়ার ভাবে দেখা যাবে এবং মঙ্গল গ্রহ কিছুটা আবঝা থাকবে, বুধ গ্রহকে দেখার জন্য আকাশে মেঘ থাকলে হবেনা। পরিষ্কার হলে খুবই মজার সাথে দেখতে পারবেন তবে এই দৃশ্যটিকে দূরবীনের দ্বারা ২৪ শে মার্চের পরও দেখতে পারবেন যারা 28 মার্চ দেখেন নি তাদের জন্য়।
তবে ২8 মার্চের মত এই দৃশ্য গুলি থাকবে না। CNN রিপোর্ট অনুযায়ী california institute of technology একজন expart ক্যামব্রুইন হিউম্যাস বলেছেন এরকম দৃশ্য শুক্রবার থেকে দেখা যাবে এবং বেশ কয়েকদিন ধরে থাকবে।
তবে দৃশ্যটিকে দেখার জন্য আবহাওয়া ভালো থাকতে হবে ও মেঘবিহীন আকাশ থাকতে হবে। যে সকল অঞ্চলে আকাশে অনেক পরিষ্কার নয়, সেখানে দেখতে একটু অসুবিধা হতে পারে।
Planet parade কি
Planet parade এর কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নাই তবে একই সময়ে একাধিক গ্রহ সূর্যের পাশে জমাট হলে তাকে Planet parade বলে।
Planetary Alignment কি
Planetary Alignment শব্দটি একটি জ্যোতির্বিজ্ঞানের শব্দ. Planetary Alignment (প্লানেটারি এলাইনমেন্ট) এর সংজ্ঞাটি হলে নিম্নরূপ- Planetary Alignment এমন এক astronomical ঘটনা যখন একই সময়ে সূর্যের একপাশে একাধিক গ্রহ ঘনিষ্ট ভাবে জমাট হয়ে থাকে।
অর্থাৎ এই সংজ্ঞা দ্বারা আপনারা বুঝতেই পারছেন Planetary Alignment এর সময় সূর্যের এক পাশে multiple planet ঘনিষ্ঠভাবে জমাট হয়. এরকম দৃশ্য কেবল মহাকাশ থেকে দেখতে পাওয়া যায়।
5 Planets Alignment দেখার সঠিক সময় কখন
ভারতে পাঁচ টি গ্রহের বিরল দৃশ্যটি দেখতে হলে ২৮ মার্চ ২০২৩ তারিখে সূর্য ডোবা পর্যন্ত অপেক্ষা করতে হবে. এই দৃশ্যটি দেখার সবথেকে ভালো সময় হল 6:30 PM থেকে ৭:15 PM IST পর্যন্ত হবে।
এই দৃশ্যটি অতি বিরল হওয়ার আরেকটি প্রধান কারণ হলো- ইউরেনাস গ্রহ যা সৌরজগতের সপ্তম গ্রহ পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত সেই গ্রহটিকেও আজকের দিনে দেখতে পারবেন।
পাঁচ টি গ্রহকে কি একসাথে খালি চোখে দেখা যাবে?
হ্যাঁ, এই দৃশ্যটি আপনারা খালি চোখে দেখতে পারবেন. তবে আকাশ অপরিষ্কার থাকলে কোনো স্থানের আকাশে ঘন জমাট থাকলে দৃশ্যটি দেখতে একটু অসুবিধা হতে পারে।
আপনার কাছে যদি দূরে বস্তু কাছে দেখার কোন প্রকারের যন্ত্র থাকে যেমন- দূরবীন, টেলিস্কোপ তাহলে এই দৃশ্যটির আরো গভীরে মজা নিতে পারবেন. মঙ্গল গ্রহের আলোকরশ্মি কম থাকায় এই মঙ্গল গ্রহটি দেখতে অসুবিধা হতে পারে।
২৮ মার্চ ২০২৩ তারিখে কোন কোন গ্রহ দেখা যাবে?
২৮ মার্চ ২০২৩ তারিখে পাঁচটি গ্রহ দেখা যাবে এই গ্রহগুলি হল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস গ্রহকে আকাশে একসাথে দেখা যাবে।
পাঁচটি গ্রহকে একসাথে কখন দেখা যাবে?
২৮ মার্চ সূর্যাস্তরের পর এক বিরল দৃশ্য দেখা যাবে যেখানে পাঁচটি গ্রহ একসাথে থাকবে।
Read: What is Damani App
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.