WBJEEB ANM & GNM Question paper download PDF: GNM এবং ANM নার্সিং এর কোশ্চেন পেপার ডাউনলোড করুন। পরীক্ষায় বসার আগে এক্সাম এর previous year question paper দেখাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ previous year question paper দেখে পরীক্ষার প্যাটার্ন ধারণাটি পাওয়া যায়।
Table of Contents
WBJEEB ANM & GNM কোশ্চেন পেপার
পশ্চিমবঙ্গ সরকার এর দ্বারা যৌথ ANM ও GNM বা WBJEE ANM ও WBJEE GNM হলো নার্সিং লাইনে ANM বা GNM এর কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা। এই পরিক্ষাটি প্রধানত পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর দ্বারা প্রচলিত একটি প্রবেশিকা পরীক্ষা।
WBJEE ANM ও GNM exam দেওয়ার জন্য আপনাকে 12th পাস করে একটি নূন্যতম যোগ্যতা অর্জন করতে হবে।
WBJEEB ANM & GNM Question paper free Download Link
WBJEEB ANM & GNM পরীক্ষাটি দুটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে প্রথম ধাপে Shift -1 এর পরীক্ষা নেওয়া হয় এবং দ্বিতীয় ধাপে Shift-2 এর পরীক্ষাটি নেওয়া হয়। নিচে এই WBJEEB ANM & GNM কোশ্চেন পেপার Shift -1 এবং Shift-2 Download link দেওয়া হয়েছে।
উল্লেখ্য এই যে- পরীক্ষার্থীকে Shift- 1 এবং Shift-2 এর মধ্যে যেকোনো একটি Shift এর কোশ্চেন পেপারে পরীক্ষাটি দিতে হয়। এটি তাদের পরীক্ষার টাইম এর উপর নির্ভর করে।
WBJEEB ANM & GNM Question paper Download
WBJEE ANM ও GNM অ্যাডমিশন প্রসেস –
- WBJEE ANM ও GNM এর একটি অফিসিয়াল পেইজ বর্তমান রয়েছে, আপনাকে সেই অফিসিয়াল সাইট টাইট গিয়ে আবেদন পত্র টি সংগ্রহ করতে হবে।
- একজন আবেদনকারী কেবল মাত্র একটি বারই ফর্ম জমা দিতে পারেন। একাধিক ফর্ম জমা দিলে সেই ফর্ম টিকে প্রত্যাখ্যান করা হবে।
- ফর্ম জমা কেবলমাত্র অনলাইনে এর মাধ্যমেই দিতে হবে। এর জন্য কোনো অফলাইন পরিষেবা উপলব্ধ নেই।
WBJEE ANM ও GNM exam pattern –
• WBJEE ANM ও GNM পরীক্ষাটি 2022 – 23 সালে অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
• পরীক্ষার জন্য মোট 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হবে।
• WBJEE ANM ও GNM এর জন্য মোট দুটি Category- তৈরি করা হয়েছে। Category-I ও Category-II
• ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই প্রশ্ন করা হবে।
• মোট 100 টি প্রশ্ন করা হবে।
WBJEE ANM ও GNM questions pattern –
1) বিভাগ 1 এর বিষয় বস্তুগুলো নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো –
- Logical reason বা যৌক্তিক বিশ্লেষণ এর বিষয় Category-I এ মোট 5 টি প্রশ্ন করা হবে। যেখানে প্রত্যেকটি প্রাণের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। অর্থাৎ এখানে মোট 5 নম্বর দেওয়া থাকবে।
- general knowledge বা সাধারণ জ্ঞান সম্পর্কিত 10 টি প্রশ্ন করা হবে। এখানে এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে রাখা হয়েছে। তাহলে এখানে মোট নম্বর হচ্ছে 10।
- mathematics বা অঙ্ক নিয়ে Category-I এ মোট 10 টি প্রশ্ন করা হবে। এখানেও এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। অর্থাৎ এখানে মত 10 নম্বর এর প্রশ্ন করা থাকবে।
- ইংলিশ নিয়ে Category-I এ মোট 15 টি প্রশ্ন করে থাকবে। এবং 15 টি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। এবং এখানেও মোট 15 নম্বর এর প্রশ্ন করা থাকবে।
2) বিভাগ 2 এর বিষয় বস্তুগুলো নিয়ে নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো –
- ফিজিক্যাল সাইন্স নিয়ে Category-I ও Category-II তে মোট 20 টি প্রশ্ন করা হবে। যেখানে বিভাগ 1 এ থাকবে 15 টি প্রশ্ন ও বিভাগ 2 এ থাকবে 5 টি প্রশ্ন। এবং এখানে 20 টি প্রশ্নের জন্য মোট 25 নম্বর বরাদ্দ করা হয়েছে।
- লাইফ সাইন্স নিয়ে Category-I এ মোট 30 টি প্রশ্ন করা থাকবে, এবং Category-II এ মোট 10 টি প্রশ্ন করা হবে। অর্থাৎ এখানে মোট 40 টি প্রশ্ন করা হবে। এবং এক্ষেত্রে 40 টি প্রশ্নের জন্য মোট 50 নম্বর বরাদ্দ করা হয়েছে।
অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে জে Category-I এ সবকটি বিষয় মিলিয়ে মোট 85 টি প্রশ্ন করা হয়েছে। এবং বিভাগ 2 এ সবকটি বিষয় মিলিয়ে মোট 15 টি প্রশ্ন করা হয়েছে। এবং Category-I এর প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে মোট 40 নম্বর এর প্রশ্ন করা হবে। এবং বিভাগ 2 এর ফিজিক্যাল সাইন্স ও লাইফ সাইন্স এ মোট 75 নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ মোট 115 নম্বর এর পরীক্ষা নেওয়া হবে।
নেগেটিভ মার্কিং –
- Category-I এর ক্ষেত্রে ভুল প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং দেওয়া হবে। কিন্তু এখানে 4 টি প্রশ্নের ভুল উত্তর দিলে সেখানে 1 নম্বর কাটা হবে। অর্থাৎ 4 টি ভুল উত্তর দিলে মোট জে মার্কস টি থাকবে সেখান থেকে 1 নম্বর কাটা হবে।
- Category-II এর ক্ষেত্রে প্রশ্নের ভুল উত্তর দেওয়ার কোনো নেগেটিভ মার্কিং দেওয়া হবে না।
মেডিক্যাল লাইন এর সাথে যুক্ত হতে গেলে, সেক্ষেত্রে নার্সিং খুবই ভালো একটি বিকল্প। যে সমস্ত ব্যাক্তিরা মানুষের সেবা করতে ভালোবাসেন তারা এই ক্ষেত্র এর সাথে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন। nursing এর যতো গুলি কোর্স আছে তাদের মধ্যে দুটি কোর্স খুবই প্রচলিত।
একটি হলো WBJEE GNM এবং অপরটি হলো WBJEE ANM। এই দুটি কোর্স এর মধ্যে খানিক পার্থক্য আছে। যদি আপনি না জেনে থাকেন ANM ও GNM কোর্স কি ? এদের মধ্যে কি তফাৎ আছে ? আপনি কোনটির জন্য উপযুক্ত ? তাহলে আজকের এই পোস্ট টি আপনার অনেক সাহায্য করতে চলেছে। তাহলে দেরি না করে আসুন প্রথমেই দেখে নিই ANM ও GNM কোর্স কী ?
GNM কী ?
GNM এর পুরো কথাটি হলো General Nursing Midwifery। এই কোর্স টি মূলত 3 বছর এবং 6 মাস এর হয়। বিশ্লেষণ করে বলতে হলে কোর্সটি করার জন্য সময় লাগবে 3 বছর এবং এরপর 6 মাসের একটি ইন্টার্নশিপ করতে হবে। অর্থাৎ GNM কোর্স টি সম্পূর্ন ভাবে কমপ্লিট করতে হলে 3 বছর 6 মাস পর্যন্ত সময় লাগবে।
কোর্স টি কমপ্লিট করার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট টি পাওয়ার পর আপনি যেকোনো সরকারি এবং বেসরকারি হাসপাতালে একজন নার্স হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
GNM কোর্স এর জন্য প্রযোজ্য যোগ্যতা –
পশ্চিমবঙ্গের GNM কোর্স এ ভর্তি হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা গুলি প্রয়োজন সেগুলি মূলত 2 টি বিষয়ের উপর নির্ভর করছে। বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা।
- প্রথমত এই কোর্স টি মহিলা এবং পুরুষ দুজনেই করতে পারেন।
- এর জন্য আপনার বয়সসীমা 17 থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
- 12th এ কম করে হলেও আপনার মার্কস 40 – 50 % এর মধ্যে হতেই হবে।
- এই কোর্স টি আর্টস ও কমার্স এর ছাত্র ছাত্রী রাও করতে পারেন।
- এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
GNM অ্যাডমিশন প্রসেস :-
- এই কোর্স টিতে এডমিশন করানোর জন্য কিছু কিছু ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম এর ব্যবস্থা করে থাকেন। এবং এই এক্সাম এর উপর ভিত্তি করেই কোর্সটিতে ভর্তি নেওয়া হয়।
- আবার কিছু কিছু ইউনিভার্সিটি কোনো রকম এর এন্ট্রান্স এক্সাম নেয় না। তারা 10th ও 12th এর রেজাল্ট এর ভিত্তিতে ভর্তি নেয়।
ANM কি ?
ANM এর ফুল ফর্ম হলো কথাটি Auxiliary Nursing Midwifery। ANM হলো নার্সিং লাইনে ভর্তি হওয়ার জন্য 2 বছর এর একটি ডিপ্লোমা কোর্স। এই কোর্সটি বিশেষত স্বাস্থ্য সেবা মূলক বিষয় বস্তু নিয়ে গঠিত। এখানে মূলত কিভাবে অপারেশন থিয়েটার তৈরি করতে হয়? কিভাবে রোগীর ঠিকমতো দেখাশোনা করতে হয় ? ইনজেকশন দেওয়া, বিভিন্ন যন্ত্র কিভাবে ব্যাবহার করতে হয় এই সমস্ত বিষয় গুলি শেখানো হয় থেকে।
ANM কোর্সের জন্য প্রযোজ্য যোগ্যতা –
- প্রথমত শিক্ষার্থীদের ANM কোর্স এ ভর্তি হওয়ার জন্য 10th এবং 12th এ বিজ্ঞান 50 % নম্বর থাকতে হবে।
- এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়স সীমা হলো 17 বছর থেকে 35 বছর এর মধ্যে।
ANM অ্যাডমিশন প্রসেস –
- এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন 40% নিয়ে 12th এ বিজ্ঞান বিভাগের সাথে পাস করতে হবে।
- ভর্তি নেওয়ার জন্য বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ থেকে একটি এন্ট্রান্স এক্সাম এর ব্যবস্থা করা হয়।
- কোনো কোনো কলেজ আবার 10th ও 12th এর রেজাল্ট এর ভিত্তিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই হলো WBJEE ANM ও GNM exam এর বিষয় বস্তু। আমি এই পোস্ট টিতে আপনাদের সুবিধার্থে সবটাই খুব সহজ ভাষায় ব্যক্ত করেছি। আশা রাখি আপনাদের বুঝতে কোন অসুবিধা হয়নি। আপনারা সমস্তটা ভালোভাবে বুঝতে পেরেছেন।
BSc graduate from Govt college. Love to write accurate articles with deep research. Book reading & new information gathering is my favorite hobby.