এখানে আমরা UPSC Syllabus in Bengali এবং IAS Syllabus in Bengali -এর সম্পূর্ণ সিলেবাস এবং UPSC Exam Pattern in Bengali সম্বন্ধে প্রায় সমস্ত তথ্য জানবো। যাদের যা ডাউট এবং জিজ্ঞাসা আছে আশা করি এটি পড়ার পর তাদের কাছে সমস্তটাই স্পষ্ট হয়ে যাবে।
Table of Contents
UPSC Syllabus In Bengali
UPSC পরীক্ষাটি তিন ভাগে বিভক্ত-
- প্রারম্ভিক পরীক্ষা (Preliminary Exam),
- মুখ্য/মূল পরীক্ষা (Main Exam),
- ইন্টারভিউ (Interview)
1. ইউপিএসসি প্রিলিমিস সিলেবাস 2023
ইউপিএসসি প্রিলিমিস পরীক্ষায় এর দুটি পেপার থাকে
- General Studies 1
- General Studies 2 (CSAT)
পেপার নাম | সময় | প্রশ্ন | নম্বর |
General Studies 1 | দুই ঘন্টা | 100 | 200 |
General Studies 2 (CSAT) | দুই ঘন্টা | 80 | 200 |
- General Studies 1: এই পেপারটি অবজেক্টিভ টাইপের হয়ে থাকে। এই পেপার থেকে মোট 100-টি প্রশ্ন আসে। এই 100-টি প্রশ্নের মান মোট 200 নম্বরের হয়ে থাকে। উত্তর করার জন্য 2 ঘন্টা সময় দেয়া থাকে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে (one third অর্থাৎ 0.33).
- General Studies 2 (CSAT): এই পেপার টি CSAT ধরনের হয়ে থাকে। এই পেপারটিও অবজেক্টিভ টাইপের হয়ে থাকে। এই পেপার থেকে মোট ৮০ টি প্রশ্ন আসে। এই পেপারে এই ৮০ টি প্রশ্নের মান মোট 200 নম্বরের হয়ে থাকে। এখানে উত্তর করার জন্য 2 ঘন্টা সময় দেয়া থাকে। এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং থাকে (one third)।
- CSAT কোশ্চেন পেপার টি কোয়ালিফাইং কোশ্চেন পেপার। এখানে আপনাকে 33% নম্বর পেতে হবে। কেউ যদি 30%-এর কম পায় তাহলে তাকে বাতিল করা হয়ে থাকে।
- আর যারা 33% বা তার বেশি নম্বর পেয়ে কোয়ালিফাই করে যাবে তাদের General Studies 1-এর হিসাব মত মুখ্য/মূল পরীক্ষায় বসতে দেওয়া স্থির করা হবে।
2. UPSC Main Syllabus in Bengali
পেপার | বিষয় | সময় | নম্বর |
Paper-A | Compulsory Indian Language | তিন ঘন্টা | 300 |
Paper-B | English | তিন ঘন্টা | 300 |
Paper-I | Essay | তিন ঘন্টা | 250 |
Paper-II | General Studies – I (Indian Heritage & Culture, History & Geography of the World & Society) | তিন ঘন্টা | 250 |
Paper-III | General Studies – II ( Polity Governance, International Relations, Governance, Social Justice & Constitution ) | তিন ঘন্টা | 250 |
Paper-IV | Genera Studies-III ( Bio-diversity , Disaster Management Economic Development, Technology, Environment, Security and Economic Development ) | তিন ঘন্টা | 250 |
Paper-V | General Studies – IV (Ethics, Aptitude & Integrity) | তিন ঘন্টা | 250 |
Paper-VI | Optional Subject – Paper 1 | তিন ঘন্টা | 250 |
Paper-VII | Optional Subject – Paper 2 | তিন ঘন্টা | 250 |
Paper A
Compulsory Indian Language – এটি 300 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া হয়ে থাকে।
Syllabus-
- Comprehension of given passages.
- Precise Writing.
- Usage and Vocabulary.
- Short Essays.
- Translation from English to the Indian Language and vice-versa
Paper B
English – এটিও 300 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus–
- Comprehension of given passages.
- Precise Writing.
- Usage and Vocabulary.
- Short Essays.
Paper 1: Essay
এটি 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus-
Candidates may be required to write essays on multiple topics.
Paper 2: General Studies 1
-এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং একটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus–
- Indian Heritage
- Modern Indian History
- World History
- Indian Society
- Geography
Paper 3: General Studies 2
এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus-
- Indian Constitution
- Indian Polity
- Social Justice
- Indian Governance
- International Relations
Paper 4: General Studies 3
এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus-
- Indian Economy
- Science and Technology
- Environment & Biodiversity
- Disaster Management
- Disaster Management
- Security
Paper 5: General Studies 4
– এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus-
- Ethics and Human Interface
- Attitude
- Aptitude
- Emotional Intelligence
- Public/Civil Service Values and Ethics in Public Administration
- Probity in Governance
Paper 6: Optional 1
এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Paper 7: Optional 2
এটিও 250 নম্বরের হয়ে থাকে এবং এটির জন্য 3 ঘন্টা সময় দেয়া থাকে।
Syllabus for Papers 6 & 7
- Agriculture
- Animal Husbandry and Veterinary Science
- Anthropology
- Botany
- Chemistry
- Civil Engineering
- Commerce and Accountancy
- Economics
- Electrical Engineering
- Geography
- Geology
- History
- Law
- Mathematics
- Mechanical Engineering
- Medical Science
- Philosophy
- Physics
- Political Science and International
- Psychology
- Public Administration
- Sociology
- Statistics
- Zoology
- Assamese, Bengali, Dogri, English, Gujarati, Hindi, Kannada, Kashmiri, Konkani, Maithili, Malayalam, Manipuri, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Santhali, Sindhi, Tamil, Telugu, Urdu.
ইউ পি এস সি পরীক্ষা কোথায় হয়?
ইউ পি এস সি পরীক্ষাটি ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান প্রধান শহর গুলিতে হয়ে থাকে। প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন্স পরীক্ষার জন্য আলাদা আলাদা শহর নির্বাচন করা হয়।
ইউ পি এস সি নয়টি পেপার কি কি?
ইউপিএসসির নয়টি পেপার হলো-
- পেপার 1: ভাষা
- পেপার 2: ইংরাজি
- পেপার 3: ESSAY
- পেপার 4: জেনারেল স্টাডিস I
- পেপার 5: জেনারেল স্টাডিস ii
- পেপার 6: জেনারেল স্টাডিস iii
- পেপার 7: জেনারেল স্টাডিস iv
- পেপার 8: অপশনাল পেপার 1
- পেপার 9: অপশনাল পেপার 2
আরো জানুন👇
আশা করি আপনারা UPSC Syllabus in Bengali সমস্তটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার এই বিনোদন টি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করুন। কোন জায়গায় ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানান।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.