এই পোস্টে তোমাদের জন্য HS english question paper টির PDF দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে PDF ডাউনলোড করতে পারবে। সাথে সাথে উচ্চমাধ্যমিক English question pattern সম্বন্ধে details এ আলোচনা করা হয়েছে।
তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন টি অনুসরণ করে জানতে পারবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কোশ্চেন আসবে।Grammar এবং writing থেকে কত নম্বর পাবে। তোমরা আর্টিকেলটি সম্পূর্ণ read করো ইংলিশ সাবজেক্ট এর কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবে ও সেই অনুযায়ী তোমরা পরীক্ষার preparation নিতে পারবে।
২০২৪ সালে HS English Exam টি West Bengal Council of Higher Secondary Education দ্বারা 16 march তারিখে পরীক্ষাটি নির্ধারিত করেছেন. যারা যারা next year 2025 সালের english exam দেওয়ার প্রস্তুতি নিচ্ছ প্রথমত তোমাদেরকে পরীক্ষার জন্য় শুভকামনা রইল।
তোমাদের জন্য ২০২৪ সালে english question paper টি একবার দেখাটা খুবই প্রয়োজন। যার ফলে তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন টি কে বুঝে উঠতে সাহায্য করবে।
Table of Contents
HS English Question Pattern Class 12
Prose | Poetry | Drama | Word Limit | |
Multiple Choice Questions | 4×1=4 | 4×1=4 | 4×1=4 | – |
Short Answer Type Questions | 4×1=4 | 4×1=4 | – | – |
Descriptive Type Question | 2×6=12 | 2×6=12 | 1×6=6 | within 120 words |
Total | 20 | 20 | 10 | |
Textual Grammar | 10 | |||
Reading Comprehension | 10 | – | ||
ESP (Report Writing, Precis Writing, Letter Writing) | 10 | – | ||
Project Work | 20 | within 2000-2500 words |
Prose
HS English পরীক্ষায় Prose থেকে মোট 20 marks আসবে যার মধ্যে Multiple choice question এ 4 (1×4=4) নম্বর থাকবে, short answer type questions এ 4 (1×1=4) নম্বর থাকবে ও descriptive type questions এ 12 marks থাকবে (6×2=12)। Prose এর 4 টি chapter থেকে 4 টি 6 নম্বরের descriptive type questions আসবে কিন্তু লিখতে হবে কেবল দুটি। এই চারটি chapter হল:
- The Eyes Have It
- Strong Roots
- Thank You Ma’am
- Three Questions
Poems
HS English পরীক্ষায় Poems থেকে total 20 নম্বর আসবে যার মধ্যে Multiple choice question এ 4 (1×4=4) marks রয়েছে, short answer type questions এ 4 (1×1=4) marks রয়েছে ও descriptive type questions এ 12 marks রয়েছে (6×2=12)। Poems এর চারটি চ্যাপটার থেকে 4 টি 6 নম্বরের descriptive type questions আসবে কিন্তু এখেনেও prose এর মতো করতে হবে কেবল 2 টি। এই 4 টি চ্যাপটার হল:
- On Killing a Tree
- Asleep in the Valley
- Shall I compare thee to a summer’s day?
- The Poetry of Earth
Drama
তোমাদের Drama তে কেবল একটি চ্যাপটার রয়েছে এই থেকে Multiple choice question এ (1×4=4) 4 নম্বর রয়েছে ও descriptive type questions এ (1×6=6) 6 নম্বর রয়েছে কিন্তু আসবে তিনটে করতে হবে একটি। Drama এই চ্যাপটার টি হল:
- The Proposal
Textual Grammar
Textual Grammar থেকে মোট 10 marks রয়েছে, এর মধ্যে change of voice থেকে 1 marks আসবে, change of narration থেকে 1 marks আসবে, transformation of sentences, splitting, joining এই তিনটে থেকে 4 marks এর চারটে প্রশ্ন আসবে এবং article and prepositions থেকে 3 marks ও correction of errors থেকে 1 marks আসবে।
Unseen
Unseen থেকে true / false আসবে চারটি 4 marks এবং short answer type থেকে 6 নম্বর রয়েছে 2 নম্বরের 3 টি করতে হবে।
Writing Skill
Writing Skill এ 10 marks রয়েছে। Report writing থাকবে 1টি ও letter writing থাকবে 1টি কিন্তু দুটোর মধ্যে করতে হবে যেকন একটি। তোমরা Report writing করতে পারো অথবা letter writing করতে পারো তোমাদের যেটি সুবিধা হবে। অন্যান্য সিলেবাসে তুলে নেয় ইংরেজি সিলেবাসটি একটু ছোট যা তোমরা করলে বুঝতে পারবে।
Project
প্রজেক্টে মোট কুড়ি নম্বর থাকবে যা তোমাদের স্কুল দ্বারা নির্ধারিত প্রকল্পটি জমা দিয়ে এই নাম্বারটি পাবে।
2024 HS English Question Paper Class 12 PDF
(কোশ্চেন পেপার পরীক্ষার পর, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে।)
2024 সালের HS English Question Paper Class 12 PDF টি ডাউনলোড link নিচে দেওয়া হলো:
Download
Question paper এর একদম সঠিক আনসার গুলি ভিডিও টিতে আলোচনা করেছি তোমার দেখতে পারো.
Question Paper |
2024 HS English Question Paper Class 12 |
2024 HS Bengali Question Paper Class 12 |
2024 HS Modern Computer Application Question Paper Class 12 |
আশা রাখি এই আর্টিকেল দ্বারা তোমরা HS English question pattern সম্বন্ধে জানতে পেরেছো ও তোমাদের প্রয়োজনীয় HS English exam এর question paper টির PDF ডাউনলোড করেছো। এই আর্টিকেলটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।