HS Sanskrit Question Paper 2024 PDF | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2024

প্রধান বিষয়: West Bengal Board HS Sanskrit 2024 Question Paper PDF Class 12. উচ্চ মাধ্যমিক সংস্কৃত কোশ্চেন পেপার 2024। 

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2024

(কোশ্চেন পেপার পরীক্ষার পর, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে।)

দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর 2023
HS Sanskrit Question Paper 2023
hs sanskrit question paper 2023 (4)
2023 HS Sanskrit Question Paper
hs sanskrit question paper 2023
hs sanskrit question paper 2023 (3)
hs sanskrit question paper 2023 (2)

HS Sanskrit Question Paper 2024 PDF

West Bengal Board এর HS Sanskrit 2024 Question Paper PDF টির ডাউনলোড লিংক উপরে দেওয়া হল।

Other Question Papers PDF:

এই বছরের ২০২৪ সালের HS Sanskrit question paper টির PDF লিংক নীচে দেওয়া হয়েছে যা ছাত্রছাত্রীদের আরো উপকৃত করবে। Student দের সুবিধার্থে গদ্য, পদ্য়, নাটক, সাহিত্যের ইতিহাস, ভাষাতত্ত্ব, ব্যাকরণ প্রত্যেকটি বিষয় থেকে কিরূপ ধরনের question আসবে তা আলাদা আলাদা করে বোঝানো হয়েছে।

Sanskriti Question Pattern 2024 HS Class 12

Student দের সুবিধার জন্য class 12 এর sanskrit question pattern টিকে বুঝে উঠতে প্রতিটি চ্যাপ্টারের MCQ, SA, DS, amplification type question কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে আসবে তা আলাদা আলাদা চ্যাপ্টার অনুযায়ী লিখিত হয়েছে। 

West Bengal Council of Higher Secondery Education দ্বারা নির্ধারিত new syllabus অনুযায়ী class 12 এর student দের সংস্কৃত সাবজেক্টের question pattern সম্বন্ধে ডিটেলসে এই আর্টিকেলে লিখিত রয়েছে। 

তোমরা জানো সংস্কৃত মোট ১০০ মার্কস এ পরীক্ষা নেওয়া হয়। এই ১০০ marks টি তিনটি part এ বিভক্ত যথা-

  1. Literature যার মধ্যে থাকে total ৫০ marks।
  2. Language যার মধ্যে total ৩০ marks থাকে।
  3. Project থাকে total কুড়ি marks। এই নম্বরটি স্কুলের প্রজেক্ট খাতা জমা দেওয়ার মাধ্যমে দেওয়া হয়।

Literature

TopicMCQSADSAmplification
Prose1×41×35×1
or
5×1
5×1
Verse1×41×35×1
or
5×1
or
5×1
Drama1×41×35×1
History of Sanskrit Literature1×31×25×1
or
5×1
Total15112040

Literature এর মধ্যে রয়েছে 4 বিষয় যথা:

  1. Prose
  2. Verse
  3. Drama
  4. History of Sanskrita Literature

Prose:

Prose থেকে মোট ১২ marks পরীক্ষায় আসে। Prose এ মোট দুটি চ্যাপ্টার রয়েছে, যথা:

  1. আর্যাবর্তবর্ণনম
  2. বনগতা গুহা

আর্যাবর্তবর্ণনম থেকে এক নম্বরের MCQ আসে দুটি, 1 নম্বরের SA type question আসে দুটি এবং ৫ নম্বরের DS type question আসে একটি।

বনগতাগুহা থেকে MCQ দুটি আসে, SA type question একটি আসে ও DS type question একটি আসে।

৫ নম্বরের DS type question টি আর্যাবর্তবর্ণনম থেকে করতে পারো অথবা বনাগতা গুহা থেকে করতে পারো, যেকোনো একটি করতে হয়। 

Verse

Verse থেকে total ১২ marks পরীক্ষায় আসে। Verse এর মোট দুটি বিষয় রয়েছে, যথা:

  1. শ্রী গঙ্গাস্তোত্রম (শ্লোক 1 থেকে 10)
  2. শ্রীমদ্ভাগবত গীতা- কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়)

শ্রীগঙ্গাস্তোত্রম (শ্লোক 1 থেকে 10) থেকে 1 নম্বরের MCQ আসে 2 টি, 1 নম্বরের SA type question আসে একটি এবং ৫ marks এর DS type question আসে 1 টি।

শ্রীমদ্ভাগবত গীতা- কর্মযোগঃ (তৃতীয় অধ্যায়) থেকে MCQ 2 টি আসে, SA type question দুটি আসে ও DS type question 1 টি আসে।

৫ নম্বরের DS type question টি হয় শ্রীগঙ্গাস্তোত্রম  থেকে একটি করতে পারো অথবা শ্রীমদ্ভাগবত গীতা- কর্মযোগঃ থেকে একটি করতে পারো, যেকোনো 1 টি করতে হয়। 

চার নম্বরের amplification টি prose থেকে একটি আসে এবং অথবা দিয়ে verse থেকে একটি আসে তোমরা এই দুটির মধ্যে যেকোনো একটি করতে পারো।

Drama

Drama থেকে total ১২ marks পরীক্ষায় আসে। Drama থেকে একটি চ্যাপ্টার রয়েছে যথা 

  1. বাসন্তিকস্বপ্নম প্রথম অঙকঃ (নির্বাচিত অংশ)

এই বাসন্তিকস্বপ্নম থেকে MCQ চারটি আসে, SA type question তিনটি আসে ও ৫ নম্বরের DS type question একটি আসে।

History of Sanskrita Literature

Total History of Sanskrita Literature থেকে ১০ marks পরীক্ষায় আসে।

History of Sanskrita Literature এ topic গুলি হলো নিম্নরূপ:

  1. স্বপ্নবাসবদত্তম, মৃচ্ছকটিকম, অভিজ্ঞানশকুন্তলম, মুদ্রারাক্ষসম, মেঘদূতম, গীতগোবিন্দম 
  2. আর্যভট্ট, বরাহমিহির
  3. চরকসংহিতা, সুশ্রুতসংহিতা

এখান থেকে মোট তিনটি MCQ, দুটি SA ও ৫ নম্বরের DS type question অথবা দিয়ে দুটি আসে করতে হয় একটি। 

তাহলে literature এর ৫০ marks টি কোথা থেকে কত নম্বর করে আসছে তা জানা গেল। এবার language এর 30 marks টি দেখে নাও কোন কোন বিষয় থেকে কত নম্বর করে আসছে।

ব্যাকরণ ও নির্মিতি

SubjectNo. of QuestionType
কারক বিভক্তি31×3=3
ব্যাসবাক্য সহ সমাসের নাম22×2=4
শব্দ যুগলের পার্থক্য21×2=2
এক কথায় প্রকাশ31×3=3
পরিনিষ্ঠিত রূপ নির্ণয়31×3=3
ভাষা তত্ত্ব 15×1=5
বাংলা থেকে সংস্কৃত অনুবাদ15×1=5
সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা 15×1=5
Total1530

ব্যাকরণ ও নির্মিতি থেকে মোট 30 marks রয়েছে, ব্যাকরণ ও নির্মিতি অন্তর্গত বিষয়গুলি হলো নিম্নরূপ:

  1. কারক বিভক্তি (3 Marks)
  2. ব্যাসবাক্য সহ সমাসের নাম (4 Marks)
  3. শব্দ যুগলের পার্থক্য (2 Marks)
  4. এক কথায় প্রকাশ (3 Marks)
  5. পরিনিষ্ঠিত রূপ নির্ণয় (3 Marks)
  6. ভাষা তত্ত্ব (5 Marks)
  7. বাংলা থেকে সংস্কৃত অনুবাদ (5 Marks)
  8. সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা (5 Marks)

কারক বিভক্তি থেকে এক নম্বরের তিনটি question, ব্যাসবাক্য সহ সমাস থেকে দুই নম্বরের দুটি, শব্দ যুগলের পার্থক্য থেকে এক নম্বরের দুটি, এক কথায় প্রকাশ থেকে এক নম্বরের তিনটি, পরিনিষ্ঠিত রূপ নির্ণয় থেকে এক নম্বরের তিনটি, ভাষাতত্ত্ব থেকে ৫ নম্বরের একটি, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ পাঁচ নম্বরের একটি ও সংস্কৃত থেকে ভাষায় অনুচ্ছেদ রচনা ৫ নম্বরের একটি question পরীক্ষায় আসবে।

এই ছিল সংস্কৃত অন্তর্গত ব্যাকরণ ও নির্মিতি থেকে question pattern।

Question Paper Name
HS Sanskrit 2024 Question Paper PDF Class 12
HS Sanskrit 2024 Question Paper PDF Class 12

অভিজ্ঞ শিক্ষকদের সাজেশন গুলি সংগ্রহ করতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো।

Class 12 এর সংস্কৃতি question pattern টি যতটা সম্ভব সহজ সরল করে ছকের মাধ্যমে বিভিন্ন অংশ ভেঙ্গে তোমাদের বোঝানোর চেষ্টা করা হলো, আশা রাখি question প্যাটার্নটি তোমাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি। 

২০২৪ সালে HS class 12 Sanskriti question paper টির PDF টি ও question pattern টি তোমাদের সাহায্য করে থাকলে অবশ্যই এই পোস্টটি অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করবে।

যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালের HS পরীক্ষার জন্য় প্রিপারেশন নিচ্ছো তারা সকলে অবশ্যই এই ইয়ারে question paper টি ভালো করে দেখবে যার বহু question তোমরা বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলি পড়ার উপর জোর দিতে পারবে।এমনিতে সংস্কৃত বিষয়টি syllabus টি অল্প। আশা রাখি তোমদের পরীক্ষা খুবই ভালো হবে।

সংস্কৃতি সাবজেক্টি বিশেষ কঠিন সাবজেক্ট নয়, এই সাবজেক্টিতে previous year question paper গুলি পড়ে ও question pattern টিকে ঠিকমতো বুঝে পড়লে খুবই ভালো marks পরীক্ষায় পাওয়া যায়। বেশ সরল ও পুরাতন জ্ঞান অর্জনের একটি সাবজেক্ট।

আমাদের প্রস্তুত করা সাজেশন গুলি পড়তে পারো এতে বহু question তোমরা কমন পাবে, suggetion গুলির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো।

  1. When is West Bengal Sanskrit exam in 2024?

    In West Bengal, the Sanskrit Exam Date 2024 is March 25.

  2. How to get HS 2024 Sanskrit Question Paper PDF?

    Read this full article at the end of the article 2024 HS Sanskrit Question Paper pdf is given from, there you can get pdf.

Leave a Comment