HS Geography Question Paper 2024 PDF – ভূগোল

Main Topic: West Bengal Board HS Geography Question Paper 2024 PDF Class 12. উচ্চ মাধ্যমিক ভূগোল কোশ্চেন পেপার 2024 PDF.

নিচে HS Geography Question Paper 2024 PDF টি ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা এই PDF টি ডাউনলোড করতে পারবে। প্রথমে কোশ্চেন প্যাটার্নের সম্পর্কে দেখে নাও যা খুবই গুরুত্বপূর্ণ।

Geography Question Pattern 2024 Hs Class 12

ভূগোলের মোট ১০০ মার্কসটি তিনটে part এ  বিভক্ত। প্রথম part এ রয়েছে প্রাকৃতিক ভূগোল (35 marks) দ্বিতীয় part এ রয়েছে অর্থনৈতিক ভূগোল (35 marks) এবং তৃতীয় part এ রয়েছে project (30 marks)।

প্রাকৃতিক ভূগোল 

Chapter

MCQ (1 Marks)

SA Questions

(1 Mark)

Descriptive Type questions

(7 Mark)

Total

প্রথম পরিচ্ছেদ: ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

1x2=1

1x1=1

1x7=7

19

দ্বিতীয় প্রচ্ছেদ: সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ

1x1=1

1x1=1

ক্ষয়চক্র: গঠন ও প্রক্রিয়া

1x1=1

1x1=1

জলনির্গম প্রণালী বা নদী-নকশা

1x1=1

1x1=1

মৃত্তিকা

1x2=2

1x1=1

বায়ুমণ্ডল

1x3=3

1x2=2

7x1=7

16

জীববৈচিত্র্য

1x1=1

1x1=1

মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া

1x1=1

1x1=1

প্রাকৃতিক ভূগোল থেকে পরীক্ষায় টোটাল ৩৫ marks আসবে। প্রাকৃতিক ভূগোল থেকে মোট অধ্যায় সংখ্যা হল সাতটি। এই সাতটি অধ্যায়ের নম্বর বিভাজন নিচে দেওয়া হল।

প্রথম অধ্যায়

প্রথম অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া: বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ এর দুটি প্রচ্ছেদ রয়েছে যথা, 

  • প্রথম পরিচ্ছেদ: ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ
  • দ্বিতীয় প্রচ্ছেদ: সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ

প্রথম পরিচ্ছেদ: ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে ১ mark এর MCQ দুটি ও  ১ mark এর SA এ type question একটি আসবে।

দ্বিতীয় পরিচ্ছেদ: সামুদ্রিক প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে MCQ একটি ও SA type question একটি আসবে।

দ্বিতীয় অধ্যায়

দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র: গঠন ও প্রক্রিয়া থেকে MCQ একটি ও SA type question একটি আসবে। 

তৃতীয় অধ্যায়

তৃতীয় চ্যাপ্টার জলনির্গম প্রণালী বা নদী-নকশা থেকে একটি MCQ ও একটি SA question আসবে।

চতুর্থ অধ্যায়

চতুর্থ অধ্যায় মৃত্তিকা MCQ 2 টি ও SA type question 1 টি আসবে।

7 marks এর descriptive type question টি প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে একটি আসে।  অতএব, প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত total ১৯ marks পরীক্ষায় থাকছে।

পঞ্চম অধ্যায়

পঞ্চম অধ্যায় (atmosphere) থেকে MCQ 3 টি ও SA type question 2 টি আসবে। পঞ্চম অধ্যায়ের চারটি পরিচ্ছেদ রয়েছে যথা: 

  • বায়ুমণ্ডল
  • জলবায়ুর শ্রেণীবিভাগ 
  • জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
  • জলবায়ু পরিবর্তন

ষষ্ঠ অধ্যায়

ষষ্ঠ অধ্যায় (জীববৈচিত্র্য) থেকে MCQ type question 1 টি আসবে ও SA type question 1 টি আসবে।

সপ্তম অধ্যায়

সপ্তম অধ্যায় (মানুষ-পরিবেশ আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া) অধ্যায় থেকেও 1 নম্বরের MCQ একটি ও 1 নম্বরের SA type question একটি আসবে।

ও 7 marks এর descriptive type question টি পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় মধ্যে থেকে একটি আসে। তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত মোট 16 marks পরীক্ষায় আসছে।

অর্থনৈতিক ভূগোল

Chapter

MCQ (1 Mark)

SA Questions

(1Mark)

Descriptive Type Questions (7 Marks)

Total

অর্থনৈতিক ক্রিয়াকলাপ, প্রাথমিক ক্রিয়া-কলাপ: কৃষি

1x2=2

1x1=1

7x1=7

10

দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ: শিল্প 

1x2=2

1x1=1

7x1=7

13

তৃতীয় পরিচ্ছেদ থেকে পঞ্চম পরিচ্ছেদ

1x2=2

1x1=1

জনসংখ্যা, বসতি

1x2=2

1x1=1

7x1=7

12

আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন

1x1=1

1x1=1

অর্থনৈতিক ভূগোল থেকে টোটাল 35 marks পরীক্ষায় আসবে এবং অর্থনৈতিক ভূগোলে মোট তিনটি চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারগুলোর নম্বর বিভাজন নিচে আলোচনা করা হলো।

অষ্টম অধ্যায়

অষ্টম অধ্যায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ মোট পাঁচটি পরিচ্ছেদ রয়েছে এই পাঁচটি পরিচ্ছেদ গুলি হল:

  • প্রথম পরিচ্ছেদ: প্রাথমিক ক্রিয়া-কলাপ: কৃষি 
  • দ্বিতীয় পরিচ্ছেদ: দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ: শিল্প 
  • তৃতীয় পরিচ্ছেদ: তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
  • চতুর্থ পরিচ্ছেদ: চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ 
  • পঞ্চম পরিচ্ছেদ: পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ 

প্রথম পরিচ্ছেদ প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষি থেকে MCQ কোয়েশ্চেন দুটি আসবে, SA কোশ্চেন একটি আসবে এবং descriptive type কোশ্চেন 7 marks এর একটি আসবে। টোটাল 10 marks প্রথম পরিচ্ছেদ প্রাথমিক ক্রিয়াকলাপ কৃষি থেকে আসছে তাহলে।

দ্বিতীয় পরিচ্ছেদ: দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ: শিল্প থেকে MCQ question দুটি আসবে, SA question একটি আসবে। 

তৃতীয় পরিচ্ছেদ এর মধ্যে MCQ question 2 টি আসবে, SA question 1 টি আসবে। এবং দ্বিতীয় পরিচ্ছেদ: থেকে পঞ্চম পরিচ্ছেদ এর মধ্যে 7 নম্বরের descriptive type কোশ্চেন একটি আসবে।

নবম অধ্যায়

নবম অধ্যায়ে দুটি পরিচ্ছেদ রয়েছে, যথা:

  • প্রথম পরিচ্ছেদ: জনসংখ্যা
  • এবং দ্বিতীয় পরিচ্ছেদ: বসতি

জনসংখ্যা ও বসতি থেকে 1 নম্বরের দুটি MCQ ও 1 নম্বরের একটি SA question পরীক্ষায় আসবে।

দশম অধ্যায় 

দশম অধ্যায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে এক marks এর একটি MCQ ও এক নম্বরের একটি SA question exam এ আসবে।

নবম অধ্যায় থেকে দশম অধ্যায়ের মধ্যে 7 মার্কসের একটি  descriptive type question পরীক্ষায় আশবে।

MCQ question গুলিতে কোন প্রকারের alternatives থাকবে না। SA type Question গুলির মধ্যে সাতটি question alternatives এর সাথে থাকবে এবং সাতটি Question without alternatives এর থাকবে। 5 টি Descriptive question গুলির মধ্যে at least তিনটে alternatives থাকবে।

HS Geography Question Paper 2024 PDF Class 12

দ্বাদশ শ্রেণীর HS Geography Question Paper 2024 PDF টি নিচে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নাও.

(কোশ্চেন পেপার পরীক্ষার পর, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে।)

Download

Question Paper Name
HS Geography Question Paper 20247 PDF Class 12
HS Geography Question Paper 2024 PDF Class 12

অভিজ্ঞ শিক্ষক দ্বারা নির্মিত পরীক্ষার সাজেশন গুলির আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও।

Moneygita telegram chanel

Other Question Papers:

ভূগোল এমন এক অসাধারণ বিষয় যার দ্বারা পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। ভূগোল পাঠের ফলে জল, স্থল, বায়ুমণ্ডল, ভূগর্ভস্থ অঞ্চল প্রায় সকল বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারি। ভূগোল পাঠকরা চারপাশের পরিবেশের সাথে খুবই সহজে যুক্ত হতে পারে ও প্রকৃতির নিয়মকে উপলব্ধি করতে পারে। 

তাই আমাদের পড়াশোনার সাথে সাথে ভূগোল বিষয়টি জড়িত থাকা খুবই গুরুত্বপূর্ণ। ভূগোল এমন একটি সাবজেক্ট যেখানে চিত্র অঙ্কন সহকারে, পয়েন্ট দিয়ে ও সুন্দর হেডিং এর দ্বারা answer লিখলে পরীক্ষায় খুবই ভালো নাম্বার পাওয়া যায়। সাথে HS Geography question pattern টি কে ভালো বুঝে ও বিগত বছরে HS geography question গুলিকে তোমরা ফলো করে প্রিপারেশন নাও।

আমাদের এই পোস্টটি তোমাদের সাহায্য করে থাকলে তোমার অন্যান্য বন্ধুদের সাথে অবশ্যই “HS Geography Question Paper 2024 PDF Class 12” পোস্টটি শেয়ার করবে.

  1. How to collect Class XII Geography Question Paper 2024?

    You can collect the test paper for the 12th class geography subject through the article.

  2. When is the HS Geography 2024 exam date in West Bengal?

    In West Bengal, the Geography exam date is March 27.

Leave a Comment