উচ্চমাধ্যমিকের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই আর্টিকেল। এখানে ২০২৩ সালের HS Economics question paper ও সাথে নতুন সিলেবাস অনুযায়ী Economics সাবজেক্ট এর syllabus & question প্যাটার্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
বই পড়া শুরু করার পূর্বে তোমাদের সিলেবাস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ২০২৪ সালে Economicss সাবজেক্টে যারা exam দেওয়ার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই আর্টিকেলে সম্পূর্ণ রিড করা খুবই গুরুত্বপূর্ণ।
HS Economics Question Paper 2023 PDF টি নেওয়ার আগে প্রথমে তোমরা question pattern সম্বন্ধে জেনে নাও এবং একটু scroll করলে নিচে PDF দেওয়া হয়েছে সেখান থেকে পেয়ে যাবে।
Table of Contents
HS Economics Question Pattern
Sl no. | অধ্যায় | MCQ (1 Marks) | শূন্যস্থান পূরণ (1 Marks) | SAQ (2 Marks) | LAQ (5 Marks) | Total |
2 | চাহিদা | 2×1=2 | 2 | |||
3 | চাহিদার স্থিতিস্থাপকতা | 2×1=2 | 2 | |||
4 | উৎপাদন ব্যয় | 5×1=5 | 5 | |||
5 | উৎপাদন | 1×1=1 | 2×1=2 | 3 | ||
6 | বিক্রয়লব্ধ আয় | 2×1=2 | 2 | |||
7 | উৎপাদকের ভারসাময্য় | 1×1=1 | 1 | |||
8 | যোগান | 1×1=1 | 1×1=1 | 2 | ||
9 | বাজার | 1×1=1 | 1 | |||
10 | পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার ভারসাম্য | 5×1=5 | 5 | |||
11 | একচেটিয়া বাজারের ভারসাম্য | 1×1=1 | 1×1=1 | 2 | ||
12 | ব্যয় নির্ধারিত দাম প্রক্রিয়া | 1×1=1 | 1 | |||
13 | উৎপাদনের বাজার | 5×1=5 | 5 | |||
14 | জাতীয় আয় | 5×1=5 | 5 | |||
15 | আয় ও কর্মসংস্থান নির্ধারণ | 1×1=1 | 1 | |||
16 | ‘অর্থ ও ব্যাংক ব্যবস্থা | 5×1=5 | 5 | |||
17 | সরকারের রাজস্ব নীতি | 1×1=1 | 2×1=2 | 3 | ||
18 | আন্তজার্তিক বাণিজ্য ও লেনদেনের হিসাব | 5×1=5 | 5 | |||
19 | stastic | 1×1=1 | 1×2=2 | 2×1=2 | 5×1=5 | 10 |
20 | দারিদ্র, বৈষম্য ও বেকারত্ব | 1×2=1 | 1×2=2 | 2×1=2 | 5×1=5 | 11 |
21 | ভারতের ব্যাংকিং বীমা ও বহি বাণিজ্য অর্থনৈতিক সংস্থানের প্রভাব | 1×1=1 | 1×2=2 | 2×1=2 | 5 |
Economics নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের টোটাল ১০০ marks (theory ও project) দুই ভাবে বিভাজিত theory marks থাকবে ৮০ নম্বর ও প্রজেক্ট 20 marks থাকবে। প্রজেক্ট এর 20 marks টি স্কুলের প্রজেক্ট খাতা জমা দেওয়ার মাধ্যমে তোমাদের দেওয়া হবে।
80 marks এর theory মধ্যে 1 marks এর MCQ থাকবে দশটি question, এক marks এর Fib অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে দশটি question, 2 marks এর SAQ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10 টি ও ৫ marks এর LAQ অর্থাৎ বড়ো প্রশ্ন থাকবে আটটি, total theory হল ৮০ marks এর তাহলে।
এবার দেখে নাও এই question গুলি কোন অধ্যায় থেকে কয়টি করে আসবে।
তোমাদের Economicss সাবজেক্টে দুটি Group রয়েছে যাথা- Group-A ও Group-B। Group-A আন্ডারে রয়েছে microeconomics ও macroeconomics এবং Group-B তে রয়েছে কেবল Indian Economics।
এই Indian Economicsএ দুটি section রয়েছে, section 1 রয়েছে স্ট্যাটিস্টিকসের কিছু math ও drawing।

Group-A (Microeconomics)
প্রথম চ্যাপ্টার :
এর মধ্যে রয়েছে ‘অপেক্ষক, বক্ররেখা, সরলরেখা ইত্যাদি ধারণা’ এই অধ্যায় থেকে
তোমাদের পরীক্ষায় কোন প্রশ্ন থাকবে না।
দ্বিতীয় চ্যাপ্টার:
রয়েছে ‘চাহিদা’ এখান থেকে একটি SAQ আসবে 2 marks এর।
তৃতীয় চ্যাপ্টার
এইখানে রয়েছে ‘চাহিদার স্থিতিস্থাপকতা’ এখান থেকেও একই রুপ 2 marks এর 1 টি SAQ আসবে।
চতুর্থ অধ্যায়
এ রয়েছে ‘উৎপাদন’ এখান থেকে একটি পাঁচ marks এর বড় প্রশ্ন আসবে।
পঞ্চম চ্যাপ্টার
রয়েছে ‘উৎপাদন ব্যয়’ এই অধ্যায় থেকে একটি MCQ ও একটি SAQ আসবে টোটাল 3 marks।
ষষ্ঠ চ্যাপ্টার
রয়েছে ‘বিক্রয়লব্ধ আয়’ থেকে 2 marks এর একটি SAQ আসবে।
সপ্তম চ্যাপ্টার
রয়েছে ‘উৎপাদকের ভারসাময্য়’ থেকে একটি MCQ আসবে।
অষ্টম চ্যাপ্টার
এ রয়েছে ‘যোগান’ এই অধ্যায় থেকে একটি MCQ ও একটি শূন্যস্থান পূরণ আসবে।
নবম চ্যাপ্টার
‘বাজার’ এই অধ্যায় থেকে একটি শূন্যস্থান পূরণ আসবে।
দশম অধ্যায়
‘পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার ভারসাম্য’ থেকে একটি বড় প্রশ্ন আসবে পাঁচ নম্বরের।
একাদশ চ্যাপ্টার
‘একচেটিয়া বাজারের ভারসাম্য’ থেকে একটি MCQ ও একটি শূন্যস্থান পুরন টোটাল 2 marks আসবে।
দ্বাদশ চ্যাপ্টার
‘ব্যয় নির্ধারিত দাম প্রক্রিয়া’ থেকে একটি শূন্যস্থান পূরণ আসবে কেবল।
ত্রয়োদশ চ্যাপ্টার
‘উৎপাদনের বাজার’ থেকে একটি ৫ নম্বরের বড় প্রশ্ন আসবে।
এগুলি ছিল Group-A (Microeconomics) এর সকল চ্যাপ্টারের নম্বর বিভাজন। এবার macroeconomics এর সকল চ্যাপ্টারের নম্বর বিভাজন দেখে নাও।
চতুর্দশ চ্যাপ্টার
‘জাতীয় আয়’ থেকে পাঁচ marks এর একটি LAQ আসবে।
পঞ্চদশ চ্যাপ্টার
‘আয় ও কর্মসংস্থান নির্ধারণ’ থেকে একটি এক marks এর MCQ আসবে।
ষোড়শ চ্যাপ্টার
‘অর্থ ও ব্যাংক ব্যবস্থা’ থেকে একটি LAQ question আসবে প্রশ্নের মান পাঁচ।
সপ্তদশ চ্যাপ্টার
‘সরকারের রাজস্ব নীতি’ থেকে MCQ একটি ও SAQ প্রশ্ন আসবে একটি, মোট তিন নম্বর পরীক্ষায় আসবে।
অষ্টাদশ চ্যাপ্টার
‘আন্তজার্তিক বাণিজ্য ও লেনদেনের হিসাব‘ এখান থেকে ৫ নম্বরের একটি প্রশ্ন আসবে।
Group-B (Indian Economicss)
এবার দেখে নাও Group-B (Indian Economicss) এর নম্বর বিভাজন।
Group-B (Indian Economicss) এ section-i এ stastic থেকে একটি MCQ ও দুটি শূন্যস্থান পূরণ, একটি ২ নম্বরের SAQ ও একটি বড় প্রশ্ন আসবে, মোট ১০ marks এই অধ্যায় থেকে আসবে।
section-i এ 2 টি পরিচ্ছেদ রয়েছে-
প্রথম পরিচ্ছেদ- দারিদ্র, বৈষম্য ও বেকারত্ব থেকে দুটি mcq ও দুটি শূন্যস্থান পূরণ ও একটি ২ নম্বরের SAQ আসবে একটি, একটি পাঁচ নম্বরের একটি LAQ আসবে। অতএব মোট এগারো নম্বর এই অধ্যায় থেকে আসবে।
দ্বিতীয় পরিচ্ছেদ- ‘ভারতের ব্যাংকিং বীমা ও বহি বাণিজ্য অর্থনৈতিক সংস্থানের প্রভাব’ থেকে একটি MCQ ও দুটি শূন্যস্থান পূরণ ও 2 নম্বরের তিনটি SAQ আসবে এই অধ্যায় থেকে।
HS Economics Question Paper 2023 PDF
2023 সালের HS Economics Question Paper এর PDF ডাউনলোড লিংক নিচে দাও হয়েছে:
Question Paper Name | PDF Link |
HS Economics Question Paper 2023 PDF | Click here |
Other Question Papers:
উপকরের আর্টিকেল দ্বারা তোমাদের HS Economics subject এর নতুন সিলেবাস অনুযায়ী question pattern সম্বন্ধে A-Z আলোচনা করা হলো। আশা রাখি তোমরা এই কোশ্চেন প্যাটার্নটি সম্বন্ধে ভালোভাবে অবগত হতে পেরেছ।
এই দ্বাদশ শ্রেণীর HS Economics Question Paper 2023 অথবা এইচএস ইকোনমিক্স কোশ্চেন পেপার আর্টিকেল টি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে আর্টিকেলটিকে অন্যান্য ছাত্র-ছাত্রী ও তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো ও অন্যান্য বিষয়ে সম্বন্ধে জানতে কমেন্ট করতে পারো।
২০২৩ সালে ইকোনোমিক্স পরীক্ষার তারিখ কবে?
২০২৩ সাল ২৪ শে মার্চ ইকোনমিক্স পরীক্ষার তারিখ।
২০২৩ HS Economics Question Paper PDF টি কিভাবে সংগ্রহ করবে তোমরা?
এই আর্টিকেলে নিচে টেবিলের মধ্যে economic question paper ২০২৩ এর পিডিএফ টি রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নাও।

আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।