History HS Question Paper 2024 PDF

HS History Question paper 2024 PDF For west Bengal board student. এই বছরের ২০২৪ সালের history question paper এর PDF টি তোমরা এই আর্টিকেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবে।

এই আর্টিকেলে মূলত দুটি বিষয়ের ওপর উল্লেখ করা হয়েছে। প্রথম- এই বছরের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস কোশ্চেন পেপার বা HS History question paper 2024 PDF যা খুব সহজে ডাউনলোড করতে পারবে তোমরা।

দ্বিতীয় বিষয়- ২০২৪ সালে যেসকল শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের ইতিহাস সূচিপত্র অর্থাৎ history question pattern ও syllabus সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এই সূচিপত্রটি তোমাদের সাহায্য করবে নম্বর বিভাজন সম্পর্কে জানতে।

তোমরা বুঝতে পারবে কোন অধ্যায় থেকে তোমাদের কেমন ভাবে প্রিপারেশন টি নিতে হবে কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে কোন কোন অধ্যায় থেকে ছোট প্রশ্ন আসবে। 

HS History Question Paper 2024

Question Paper name HS History Question Paper 2024
SubjectHistory / ইতিহাস
BoardWest Bengal Council of Higher Secondary Education
ClassClass 12
Year2023
Type PDF file

HS history 2024 Question paper PDF টি ডাউনলোড করার link আর্টিকেলের শেষে দেওয়া হয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও. প্রথমে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে লেখা হলো।  

HS History question pattern

Sl No.অধ্যায়MCQ(1 marks)SA Type question(1 marks)Descriptive Type Questions[5 questionx80 or (4+4) marks]
1অতীত স্মরণ 1×2=2Group -1(4 টি অধ্যায় থেকে 4 টি প্রশ্ন )
2উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার1×2=21×3=
3উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য1×3=31×2=2
4সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া1×3=31×3=3
5ঔপনিবেশিক ভারতের শাসন 1×3=31×2=2Group -II(4 টি অধ্যায় থেকে 4 টি প্রশ্ন )
6দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ1×3=31×2=2
7ঠান্ডা লড়াইয়ের যুগ1×4=21×2=2
8অব- উপনিবেশীকরণ 1×2=41×2=2
Total241640
HS History question pattern

HS history question paper এর সূচিপত্র টি হল: ২০২৪ সালের পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের history সাবজেক্টে মোট আটটি অধ্যায় রয়েছে। এই আটটি অধ্যায় থেকে তোমাদের লিখিত ৭০ নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে. এই অধ্যায় গুলি হল:

  1. প্রথম অধ্যায়: অতীত স্মরণ 
  2. দ্বিতীয় অধ্যায়: উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার 
  3. তৃতীয় অধ্যায়: উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
  4. চতুর্থ অধ্যায়: সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া
  5. পঞ্চম অধ্যায়: ঔপনিবেশিক ভারতের শাসন 
  6. ষষ্ঠ অধ্যায়: দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ 
  7. সপ্তম অধ্যায়: ঠান্ডা লড়াইয়ের যুগ
  8. অষ্টম অধ্যায়: অব- উপনিবেশীকরণ 

এই আটটি অধ্যায়ের মধ্যেই তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষার মার্কসগুলি বিভাজিত হয়ে রয়েছে. এবার দেখে নাও কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন ও কত মানের প্রশ্ন পরীক্ষায় আসবে.

প্রথম অধ্যায়: ‘অতীত স্মরণ’ থেকে mcq question দুটি আসবে, এখান থেকে SA type question আসবে না.

দ্বিতীয় অধ্যায়: ‘উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার’ থেকে mcq question দুটি আসবে ও SA type question তিনটি আসবে।

তৃতীয় অধ্যায়: ‘উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য’ থেকে mcq question তিনটি আসবে ও SA type question দুটি আসবে।

চতুর্থ অধ্যায়: ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া’ থেকে MCQ Question তিনটি ও SA type question তিনটি আসবে.

পঞ্চম অধ্যায়: ‘ঔপনিবেশিক ভারতের শাসন’ থেকে mcq question তিনটি ও SA type question দুটি আসবে.

ষষ্ঠ অধ্যায়: ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ’ থেকে mcq Question তিনটি আসবে ও SA type question দুটি আসবে.

সপ্তম অধ্যায়: ‘ঠান্ডা লড়াইয়ের যুগ’ থেকে mcq question এর প্রশ্ন চারটি আসবে ও SA type প্রশ্ন দুটি আসবে। 

অষ্টম অধ্যায়: ‘অব- উপনিবেশীকরণ’ থেকেও MCQ প্রশ্ন ৪ টি ও SA type প্রশ্ন দুটি আসবে।

তোমাদের ৮ নম্বরের যে descriptive question করতে হয় সেটিকে দুটি (Group-A ও Group-B) গ্রুপে ভাগ করে পরীক্ষায় প্রশ্নটি আসে. এই প্রথম গ্রুপে রয়েছে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, এই প্রথম গ্রুপ থেকে চারটি অধ্যায় থেকে মোট চারটি বড় প্রশ্ন আসবে ও দ্বিতীয় গ্রুপ অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত চারটি অধ্যায় থেকে মোট চারটি বড় প্রশ্ন আসবে.

টোটাল আট টি প্রশ্ন দুটি গ্রুপ মিলিয়ে আসছে এবং এই প্রশ্নগুলির সাথে দুটি অথবা প্রশ্ন আসে. মোট তোমাদের পাঁচটি আনসার করতে হবে দুটি গ্রুপ মিলিয়ে. 

কিন্তু প্রথম গ্রুপ থেকে descriptive question উত্তর যেকোনো দুটি বা তিনটি প্রশ্নেরই কেবল করতে পারবে এবং দ্বিতীয় গ্রুপ থেকেও তোমরা যেকোনো দুটি কিংবা তিনটি বড় প্রশ্নের উত্তরই করতে পারবে.

কোন একটি গ্রুপ থেকে চারটে প্রশ্ন করে দিলে হবে না, সর্বনিম্ন তোমরা একটি ও সর্বোচ্চ তোমরা তিনটি বেশি করতে পারবে না। প্রতিটি গ্রুপ থেকে তোমাদের কমপক্ষে দুটি করে প্রশ্ন করতেই হবে।

অতএব তোমরা দেখতে পারলে এই আটটি অধ্যায় মিলিয়ে তোমাদের 24 টি mcq প্রশ্ন আসবে, অথবা নিয়ে ২৪ টি SA type কোয়েশ্চেন আসবে ১৬ টি করতে হবে এবং descriptive প্রশ্ন ৪০ নম্বর আসবে।

HS History Question Paper 2024 PDF

HS History Question Paper Class 12 PDF link নিচে দেওয়া হল:

(কোশ্চেন পেপার পরীক্ষার পর, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে।)

Download

For exam suggestion-related updates join our telegram below:

Moneygita telegram chanel

Other Question Paper:

এই আর্টিকেলটি ভ্যালুয়েবল মনে হলে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে পোস্টটি HS 2024 Question paper শেয়ার করো।

Leave a Comment