ANM Full form in Bengali | এ এন এম নার্সিং ফুল ফর্ম, যোগ্যতা, কোশ্চেন প্যাটার্ন

ANM full form in Bengali, ANM কি? এ এন এম ফুল ফর্ম কি? যোগ্যতা, এ এন এম নার্সিং কোশ্চেন প্যাটার্ন 2022ANM nursing সিলেবাস

আজ আমাদের এই নতুন পোস্ট টিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। যদি আপনি একজন নার্স হতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। কিন্তু নার্স হতে হলে প্রথমে আপনাকে এর যে কয়টি কোর্স আছে, সেগুলো পূরণ করতে হবে। কিন্তু তার আগে আপনাকে এই কোর্স গুলির বিষয়ে ভালোভাবে জানতে হবে।

 তাই আজ আমরা কথা বলবো ANM full form in Bengali এর ব্যাপারে। ANM কি? এ এন এম ফুল ফর্ম কি? exam কিভাবে দেবে? ANM এর সিলেবাস কি? আরো নানান বিষয় নিয়ে। আমি সম্পূর্ন ভাবে চেষ্টা করবো আপনাদের ANM এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানাতে এবং আশা রাখি এই পোস্ট টি আজ আপনাদের ANM (ANM full form in Bengali) এর ব্যাপারে জানতে অনেকটা সাহায্য করবে। তাহলে প্রথমে দেখে নিই ANM কী ? 

ANM কি

ANM হলো চিকিৎসার সাথে জড়িত একটি নার্সিং কোর্স। এই কোর্স টি মূলত 2 বছরের হয়ে থাকে। এবং এটি হলো একধরনের নার্সিং ফিল্ড এর ডিপ্লোমা কোর্স। এই কোর্স করার সময় ছাত্র ছাত্রীদের ট্রেনিং দেওয়া হয় যে তারা কিভাবে রোগীদের সেবা করতে পারে বা কোন ডাক্তার যখন রোগীকে দেখে তখন তাকে কিভাবে সাহায্য করা যেতে পারে। 

এই কোর্স টি যখন আপনি শিখবেন তখন আপনাকে অপারেশন থিয়েটার এর যে যে কাজ গুলি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে যে সরঞ্জাম গুলি থাকে, সেগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেগুলির সম্বন্ধে আপনাকে শেখানো হবে। এই ANM ( ANM full form in Bengali ) কোর্স টির মূল লক্ষ্য হলো যে সমস্ত প্রার্থীরা মানুষের স্বাস্থ্যের সেবা করার জন্য এগিয়ে আসছে তাদের ঠিকঠাক ভাবে শিক্ষা দান করা বা সমাজের অসুস্থ শিশু, নারী, পুরুষ, বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের চিকিৎসা করা। 

  ANM ( ANM full form in Bengali ) এর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় গুলি হলো-

  • child health nursing, health promotion,
  • midwifery, 
  • health care management, 
  • primary and community health nursing।

 এই কোর্স টি হলো একটি দীর্ঘমেয়াদী কোর্স, সুতরাং এর জন্য আপনাকে অনেক ধৈর্য্য ধরতে হবে। এছাড়াও আপনাকে একজন দায়িত্ববান ব্যক্তি হতে হবে, শারীরিকভাবে সুস্থ সবল একজন ব্যক্তি হতে হবে, এবং আপনাকে এর জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। ANM কোর্স করা থাকলে আপনি এনজিও, নার্সিং হোম, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সহ আরো বিভিন্ন কর্ম সংস্থায় কাজ পেতে পারেন।

এ এন এম এর ফুল ফর্ম কি?- ANM full form in Bengali  

এ এন এম এর ফুল ফর্ম হলো Auxiliary nurse midwife। 

WBJEE ANM & GNM exam এর প্রস্তুতি নিতে নিচে একটি Book suggest করা হলো, যা Question pattern কে বুঝতে এবং পরীক্ষার প্রশ্নগুলি common পেতে সাহায্য করবে।

Book Img

Book Name

Price

A.N.M & G.N.M Guide Book

WBJEEB JENPAS - UG Guide Book

ANM full form in Bengali

ANM এর ফুল ফর্ম-

  • A: Auxiliary
  • N: Nurse
  • M: Midwife

এ এন এম নার্সিং 2022

Exam NameWest Bengal ANM Nursing
Exam LevelState-Level (West Bengal)
Course LevelDiploma
Course Duration2 Year
Application ProcessOnline
Eligibility17 বছরের উর্ধ্বে সকল ছাত্রী যারা 40% marks এ HS পাস করেছেন
Application Started31 March 2022
Application Closed27 April 2022
Official Websitewbjeeb.nic.in

ANM syllabus 2022 

  • ANM এর লাইফ সাইন্স সিলেবাস এর বোর্ড / কাউন্সিল এর দ্বারা তৈরি দশম স্তরের উপর ভিত্তি করে বানানো হবে। 
  •  ANM এর physical সাইন্স সিলেবাস ও বোর্ড / কাউন্সিল এর দ্বারা ঠিক করা দশম স্তরের সিলেবাসের উপর ভিত্তি করে বানানো হবে।
  • ANM এর ইংলিশ সিলেবাস দ্বাদশ শ্রেণির সূচিপত্র অনুযায়ী তৈরি করা হবে। 
  • ANM exam এর গণিত বিদ্যা 10 শ্রেণির সিলেবাস অনুযায়ী করা হবে যা নির্ধারিত করা হয়েছে বোর্ড / কাউন্সিল এর দ্বারা। 
  • ANM এর জেনারেল নলেজ এর এক্সাম টি নেওয়া হয় দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী। 
  • ANM exam এর logical reasoning exam টি নেওয়া হয় দ্বাদশ শ্রেণীর পাঠক্রম অনুযায়ী। 

পড়ুন

ANM exam eligibility 

বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মধ্যে ANM ( ANM full form in Bengali ) এর এন্ট্রান্স এক্সাম এ বসার জন্য পরীক্ষার্থী দের দুটি জিনিসের উপর ভিত্তি করে যোগ্যতার বিচার করা হয়। এক হলো শিক্ষা ও দুই হলো বয়সসীমা। 

  • ANM exam এর জন্য 2022 এ শুধু মাত্র মহিলা শিক্ষার্থী রাই অংশ গ্রহণ করতে পারেন।
  • ANM nursing কোর্সটি Arts এবং Science  উভয় stream এর student রা করতে পারেন।
  • এই exam এ বসার জন্য ছাত্রী দের সর্বনিম্ন বয়স সীমা হলো 17 এবং এর সর্বোচ্চ বয়স সীমা হলো 35 সাল 2022 অনুযায়ী। 
  • একজন পরীক্ষার্থী কে অবশ্যই একটি ভারতীয় নাগরিক হতে হবে। এবং পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েত এলাকার একজন স্থায়ী বাসিন্দা ও হতে হবে। 
  • পরীক্ষার্থীকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর দ্বারা দ্বাদশ শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
  • একজন ANM এর ক্যান্ডিডেট কে যেকোনো তিন টি মেইন সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংলিশ ইত্যাদি অন্তত পক্ষে 40% করে নম্বর অর্জন করতে হবে।
  • এছাড়াও যে সমস্ত ছাত্রী রা সাইন্সের student আছেন তাদের ক্ষেত্রে পাশ নম্বর তো আনতেই হবে এবং তার সাথে 40% নম্বর ও থাকতে হবে। 
  • প্রত্যেক টি প্রার্থীকে বাংলা এবং নেপালি এই দুটি ভাষা সম্পর্কে  জানতে হবে যাতে তারা এই দুটি ভাষায় কথা বলতে, কাউকে বোঝাতে বা লিখতে পারে। 

এ এন এম নার্সিং কোশ্চেন প্যাটার্ন

SubjectsCategory-1
(Each Q= 1 mark)
Category-2
(Each Q= 2 marks)
Total QuestionsTotal Marks
No. of QuestionsNo. of Questions
Life Science30104050
Physical Science15052025
English151515
Mathematics101010
General Knowledge101010
Logical reasoning050505
Total100115

ANM exam এর জন্য আবেদন প্রক্রিয়া 

  • প্রথমত SC, ST, OBC – A, OBC – B এদের জন্য 300 টাকা ফি লাগবে এবং বাকি অন্যান্য কাস্ট দের জন্য 400 টাকা ফি লাগবে।
  • যেসব পরীক্ষার্থীরা ANM ( ANM full form in Bengali ) exam 2022 এর জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের প্রথমে এই এক্সাম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরম ফিলাপ করতে হবে। 
  • একটি পরীক্ষার্থী কেবল মাত্র একটি বারই ফর্ম জমা দিতে পারেন। একটি বেশি ফর্ম হলে তা প্রত্যাখ্যান করা হবে।
  • একটি পরীক্ষার্থী এর কাছে PC বা ল্যাপটপ এর মধ্যে যেকোনো একটি থাকা দরকার।
  • শিক্ষার্থী এর কোয়ালিফিকেশন ডিটেলস।
  • JPG বা JPEG এর ফরম্যাট অনুযায়ী স্ক্যান করা একটি পাসপোর্ট সাইজ এর ফটো। JPG বা JPEG এর ফরম্যাটে স্ক্যান করা একটি সিগনেচার। 
  • একটি কার্যকরী Email id যাতে কোনরকম এর অসুবিধা হলে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে নিজের অথবা পিতা বা মাতার Email id দিতে পারেন। 
  • মোবাইল নম্বর এর মাধ্যমে কখনও কখনও Message পাঠানো হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি আপনার অথবা সুবিধার জন্য আপনার পিতা বা মাতার নম্বর দিতে পারেন। 
  • এখানে যেহেতু সব প্রকার এর পেমেন্ট অনলাইন এর মাধ্যমে করা হয়। সেক্ষেত্রে অনলাইন ফিস পেমেন্ট গুলি successful করার জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এর ব্যবহার করতে পারেন। এছাড়াও অনলাইন নেট ব্যাঙ্কিং পরিষেবা সুবিধাও রয়েছে এক্ষেত্রে UPI, Paytm, Phonepe এর মাধ্যমেও আপনি পেমেন্ট successful করতে পারেন। 
  • আপনার কাছে যদি একটি প্রিন্টার থাকে তাহলে খুবই ভালো হয় কিন্তু যাদের কাছে থাকে না তাদের জন্য বিভিন্ন যেসব অফিসিয়াল হার্ড কপি গুলি আছে সেগুলি সংরক্ষণ করার জন্য একটি পেনড্রাইভ এর দরকার হবে। এবং যেকোনো সাইবার ক্যাফে তে গেলে তারা আপনাকে সমস্ত প্রিন্ট আউট বের করে দেবে। 

আজকের পোস্টটি এই পর্যন্ত ছিল। সুতরাং আশা করি আপনারা আজ এই পোস্ট এর মধ্যে থেকে অনেক সাহায্য পেয়েছেন এবং আপনাদের ANM (ANM full form in Bengali) নিয়ে যত doubt ছিল প্রায় সব clear হয়ে গেছে।

পড়ুন-

Q) ANM নার্সিং কোর্স টি কত দিনের?

2 বছরের diploma কোর্স।

Q) ANM নার্সিং কোর্স টি কাদের জন্য?

কোর্সটি মূলত 17 বছরের উর্ধ্বে HS পাস করা মহিলাদের জন্য এবং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে।

Leave a Comment