আলোচনা: সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি কি – Central Bank Digital Currency in Bengali , CBDC ফুল ফর্ম কি (CBDC Full form in Bengali)?
আমরা দোকান থেকে cash এর বিনিময়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলি কিনে থাকি। আর Cash বলতে আমরা সাধারণত বুঝি টাকা যা আমরা physically স্পর্শ করতে পারি, দেখতে পারি। যা আমরা সুরক্ষিত ভাবে secure জায়গায় রাখতে পারি।
আমরা যে নগদ টাকার নোট (৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ১০ দশ টাকা) ইত্যাদি টাকার নোট গুলো ব্যবহার করি এগুলোর একটি shelf-life রয়েছে। এই নোট গুলি ব্যবহার করতে করতে একদিন নষ্ট হয়ে যাবে, ছিড়ে যেতে পারে অর্থাৎ ক্রমাগত ব্যবহার করার ফলে এই নোটগুলো কিছু সময়ের পর ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে।
আমরা দেখেছি যে আমাদের কাছে অনেক পুরোনো নষ্ট হয়ে যাওয়া কিছু নোট রয়েছে যা দোকানদার আর নিতে চায়না। এই পুরোনো নষ্ট হয়ে যাওয়া নোট গুলিকে ব্যাংকে ফেরত দিয়ে দিতে হয়। এবং ব্যাংক তার বদলে আমাদের সমান মূল্যের নতুন নোট দেয়।
তারপর ব্যাংক এই নোটগুলিকে Reserve Bank of India কে ফেরত দেয়। এখন বর্তমানে এই cash এর পরিবর্তে RBI এমন এক cash বাজারে নিয়ে আসছেন যা আমরা ফিজিক্যালি স্পর্শ করতে পারব না এবং এই cash গুলির ছিড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোন রূপ ভয় থাকবে না।
Table of Contents
সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি কি – Central Bank Digital Currency in Bengali
সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হল RBI দ্বারা চালু করা ভারতের নিজস্ব ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রা। এই Digital Currency ব্যবহার সম্পূর্ণভাবে আইনি। ভারতের এই Digital Currency বা Digital Rupee কে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (Central Bank Digital Currency in Bengali) বলে।
এই Digital Currency কে স্পর্শ করা যাবে না, এটি কে online wallet এর মধ্যে রাখতে হবে। ২০২২ সালে Cryptocurrency জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই ক্রিপ্টোকারেন্সির বিবর্তন কে মাথায় রেখে, এই বছর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের নিজস্ব Digital Currency launch করার প্রস্তাব দেন।
তাই বিগত কিছু মাস পর RBI দ্বারা 1 November ভারতের নিজস্ব Digital Currency launch হয়। ভারতের এই নিজস্ব Digital Currency নাম হল CBDC যা Reserve Bank of India দ্বারা launch করা হয়েছে। এই CBDC এর অর্থ হল Central Bank Digital Currency।
Digital Currency জন্য নির্বাচিত ব্যাংক গুলি হল-
- SBI
- Bank of Baroda
- Kotak Mahindra Bank
- ICICI Bank
- YES BANK
- Union Bank of India
- IDFC FIRST Bank
- HSBC
- HDFC BANK
CBDC Full form in Bengali
CBDC Hindi Full form is Central Bank Digital Currency.
CBDC Full form in Bengali:
- C: Central
- B: Bank
- D: Digital
- C: Currency
CBDC ফুল ফর্ম
CBDC ফুল ফর্ম হল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। CBDC হল ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা। এই CBDC এর মাধ্যমে অনলাইনে টাকা পয়সা লেনদেন করা হবে।
CBDC প্রকারভেদ
Digital Currency দুটি ভাগ রয়েছে, এগুলি হল-
- Wholesale CBDC
- Retail CBDC
Wholesale CBDC
এই Wholesale CBDC ব্যবহার কেবল বড়ো বিত্তীয় সংস্থান যেমন- Bank, Non Banking financial company অর্থাৎ NBFCs করতে পারবে। এই Wholesale currency ব্যাংক দ্বের মধ্যে ট্রানজেকশন করা হবে। একাধিক bank নিজেদের মধ্যে governments bonds ও অনান্য় payments এর লেনদেন গুলি এই Wholesale currency দ্বারা করতে পারবে।
Retail CBDC
Retail CBDC ব্যবহার সাধারণ মানুষজন দৈনন্দিন (রোজমাররা) লেনদেন এর জন্য ব্যবহার করতে পারবে। এই Digital currency retail সাধারণ মানুষেরা ব্যবহার করতে পারবে। তারা চাইলে নগদ টাকাকে ডিজিটাল কারেন্সি তে পরিবর্তন করতে পারে বা Digital Currency কে নগদ টাকায় পরিবর্তন করতে পারবে।
Digital Currency ও Cryptocurrency মধ্যে পার্থক্য
এই Digital Currency ও Cryptocurrency মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেহেতু এই Digital Currency টিকে RBI দ্বারা launch করা হয়েছে তাই এই currency ব্যবহার legal।
এই Digital Currency মূল্য ক্রিপ্টোকারেন্সি মতো কম বেশি হবে না। Digital Currency ও rupee মূল্য সমান হবে। অর্থাৎ ১০ টাকার Digital Currency মূল্য ১০ টাকায় হবে এবং হাজার টাকার Digital Currency মূল্য হাজার টাকায় হবে।
CBDC ব্যবহারের সুবিধা কি
ভারতের নিজস্ব Digital currency (CBDC) ব্যবহারের সুবিধা গুলি হলো-
- Digital Currency ব্যবহারের সবথেকে বড়ো সুবিধা হল– UPI Payment করার জন্য আমাদের UPI Wallet activate করতে হয় এবং সেখান থেকে UPI এর মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্টের লেনদেন করতে পারি।
- কিন্তু এই Digital Rupee ব্যবহার করতে আমাদের আলাদাভাবে কোন Bank account open করার প্রয়োজন হবে না।
- Bank account না থাকলেও আপনি এই Digital Currency বা Digital Rupee ব্যবহার করতে পারবেন।
- এটি আমাদের দেশের একটি কানুনি currency। এই currency ব্যবহারে কোনরূপ ভয় থাকবে না।
- এই Digital Currency মাধ্যমে আমরা Online Payments করতে পারবো, Bill payment করতে পারবো।
- আপনি আপনার ইচ্ছা মতো এই Digital Currency টিকে physical নোটে convert করতে পারেন।
- অর্থাৎ এই Digital Currency টিকে ব্যাংকে গিয়ে নগদ টাকায় convert করা যাবে। এতে কারেন্সির value কোন পরিবর্তন হবে না।
- Digital Currency থেকে ব্যাংক থেকে নগদ টাকা তুলতে পারবেন এতে কোনরূপ অসুবিধা হবে না।
- পরবর্তীকালে এই Digital Currency ব্যবহার ইন্টারনেট পরিষেবার না থাকলেও ব্যবহার করা যাবে।
- আপনি বাজার থেকে কোন জিনিস কিনলে যে নগদ টাকা দেন তার পরিবর্তে এই Digital Currency দিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনতে পারবেন।
- যেহেতু এটি RBI দ্বারা launch করা হয়েছে তাই এই কারেন্সি ব্যবহার সম্পূর্ণ legal।
কেন CBDC (Digital currency) launch করা হলো-
ভারতের নিজস্ব Digital currency অর্থাৎ CBDC কে launch করার প্রধান উদ্দেশ্য গুলি হল-
- Digital Currency ব্যবহারের ফলে টাকা পয়সার লেনদেন খুবই সহজ সরল হয়ে উঠবে।
- Phone এর মাধ্যমে তৎক্ষণাৎ কিছু সেকেন্ডের মধ্যেই টাকার লেনদেন সম্ভব হয়ে যাবে।
- এছাড়াও বর্তমানে যে Duplicate currency ব্যবহারের ব্যাপকতা লাভ পেয়েছে তা বন্ধ হয়ে যাবে।
- এই currency কোনো রকম ভাবে নষ্ট হবে না এবং আপনি খুব সহজে দীর্ঘ সময়ের জন্য এই কারেন্সি কে সঞ্চয় করে রাখতে পারবেন।
- আমরা যে নগদ টাকা ব্যবহার করি এগুলো তৈরি করতে নিজস্ব একটি খরচ রয়েছে। এই নোট ছাপাতে প্রত্যেক বছর সাড়ে চার হাজার কোটি টাকার খরচ হয়, RBI report থেকে জানা যায়।
- এই নোটগুলো ছাপাতে যে পরিমাণ টাকা খরচ হয় সেই টাকাগুলো Digital Currency ব্যবহার করার ফলে বেঁচে যাবে।
নগদ cash ও Digital currency (CBDC) মধ্যে পার্থক্য
নগদ cash বলতে ছাপানো নোট গুলিকে বোঝানো হয় যা আমরা স্পর্শ করতে পারি। | Digital currency হল এমন এক currency যা আমরা স্পর্শ করতে পারবো না কিন্তু এর ব্যবহার নগদ cash এর মত হবে তবে অনলাইন। |
নগদ cash এর shelf life রয়েছে অর্থাৎ নগদ টাকা ব্যবহার করতে করতে কিছু সময় পর খারাপ হয়ে যায়। | কিন্তু এই Digital Currency কোন shelf life নেই। |
দীর্ঘদিন ব্যবহারের ফলে একসময় ব্যবহারে অযোগ্য হয়ে ওঠে। | আপনি এই Currency দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। |
নষ্ট হয়ে যাওয়া নোটের পরিবর্তে নতুন নোট ছাপানো হয়। | নষ্ট হয়ে যাওয়া নোটের পরিবর্তে নতুন নোট ছাপাতে যে খরচ হয় সেই খরচ Digital Currency ব্যবহার করলে কমে যাবে। |
আশা করি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি কি – Central Bank Digital Currency in Bengali , CBDC ফুল ফর্ম ও CBDC অর্থ জানলেন (CBDC Full form in Bengali) – বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি লেখাটা লেগে ভাল থাকে এটি শেয়ার করুন এবং যদি কোন এই বিষয়ে যদি কোন মতামত জানতে চান তাহলে আমাদের কমেন্ট করতে পারেন
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.