Asset কি? এবং Liability কি?| What is Asset in Bengali and What is Liability in Bengali

Accounting এর ক্ষেত্রে balance sheet  কে মূলত দুটি category-তে ভাগ করা হয় Asset এবং liability. Asset এবং liability এই দুটি accounting এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

                          Asset এবং liability দুটি accounting এর common একটি ওয়ার্ড। অনেকে বলেন Asset meaning in Bengali হলো উপার্জন করার রাস্তা, অন্যদিকে Liability meaning in Bengali হলো এমন একটি রাস্তা জেটিতে পয়সা খরচ করতে হয় । তাহলে এবার দেখি Asset কি? এবং Liability কি?(What is Asset in Bengali and What is Liability in Bengali)

What is an Asset In Bengali- Asset কি?

What is an Asset In Bengali- Asset হলো এমন একটি service যেটিকে ভবিষ্যতে পয়সা হিসেবে মাপা যেতে পারে। Asset একটি resource পদ্ধতি যা  যেকোনো business এ লাভ করাতে সাহায্য করে। Assets গুলি আপনাকে ভবিষ্যতে বেনিফিট দেয়।                             

      যেমন- cash, investment, land, gold, building ইত্যাদি। ধরুন উদাহরণ হিসেবে বলা যায়- ধরুন আপনার কাছে একটা সোনার চেন আছে। এবার দিনের পর দিন ধীরে ধীরে এই চেনের দাম বাড়তে থাকবে, এইভাবে অনেক দিন পর্যন্ত যদি ওই chain আপনি আপনার কাছে রাখবেন এবং দাম বেড়ে যাওয়ার পর সেটি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ হবে।

Types of Asset in Bengali-

 Asset কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়-

  1.  Fixed Assets
  2. Current Assets

1. Fixed Assets:

  Fixed Assets মূলত সেই assets কে বোঝানো হয় যা ব্যবসাকে আগে গিয়ে লাভবান হতে সাহায্য করে। Fixed assets কে long-term assets বা Non-current Asset ও বলা হয়।

                অন্যভাবে বলা যেতে পারে Fixed Assets হলো এমন একটি assets পদ্ধতিতে যেখানে যেকোন  company অনেকদিন ধরে একটা কোন সম্পদ রাখলে এর মূল্য কখনো কমবেনা, long-term profit provide করে। সোজা ভাষায় বলতে গেলে- যত বেশী আপনি এই সম্পত্তি টিকে আপনার কাছে রাখবেন তত বেশি এই সম্পত্তির মূল্য ধীরে ধীরে বাড়তে থাকে।               

                 যদি আপনার কাছে কোন জমি থাকে তাহলে তার মূল্য দিনের পর দিন ধীরে ধীরে বাড়তে থাকবে যা আপনাকে long-term profit provide করবে।

    Fixed Asset দুই প্রকারের হয়:
  1.  Tangible Fixed Assets.
  2.   Intangible Fixed Assets.
Tangible Fixed Assets:

  Tangible fixed Assets  হল এমন এক ধরনের Assets যা আপনি আপনার জীবনের দেখতে পান ছুঁতে পান যেমন- land, building ইত্যাদি। Tangible Fixed Assets কে physical Assets ও বলা হয়ে থাকে।

Intangible Fixed Assets:

Intangible Fixed Assets হল এমন এক ধরনের Assets যা আপনি না দেখতে পান না ছুঁতে পান। 

উদাহরণ- Intangible Fixed Assets এর উদাহরণ হল -Copyrights, trademarks and intellectual property, trademarks, and Goodwill।

2.  Current Assets:

 ণurrent asset  হলো এমন একটি asset যেখানে আপনাকে একটি financial year  এর থেকেও কম সময়ে টাকা convert করতে হয়। মানে যেটা আপনাকে short-term profit provide প্রদান করবে।

           অন্যভাবে বলা যেতে পারে current asset কে এমন Asset বলে যেটা যে কোন বিজনেস organization কে একটি financial year বা তার থেকেও কম সময় পর্যন্ত কোন assets নিজের কাছে রাখার সুযোগ দেয়। যদি কোন company কোন current assets  কে limited সময় থেকে বেশি সময় পর্যন্ত নিজের কাছে রাখে তবে তার মূল্য শূন্য হয়ে যায়।

                                           যেমন- যদি আপনার কাছে কোন খাবারের দোকান থাকে এবং সেখানে খাবারের জিনিস থাকে যার ওপর expire date লেখা আছে, এবার আপনি যদি সেই খাবারের প্যাকেট টিকে  expire date এর থেকে বেশি দিন নিজের কাছে রাখেন তাহলে এর মূল্য শূন্য হয়ে যাবে এবং expire date পেরোনোর পর সেই জিনিসটি আপনাকে কোন প্রফিট দেয় না বরং আপনার ক্ষতি করে।

What Is Liability in Bengali- Liability কি?

What is Liabilities in Bengali- Liability in Bengali এর বাংলা মানে হলো দায়িত্ব ও ঋণ। যে টাকা আপনি কোন থার্ড পার্টি কে প্রদান করেন তাকে Liability  বলে। একটি কোম্পানি এর দ্বারা অন্য কোন company কে দেওয়া মূল্য কেই liability in Bengali বলে। এর অর্থ হল নিজের account থেকে অন্য account টাকা পাঠানো।

   Types of Liabilities in Bengali

Liabilities কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়-

  1.  Non-current Liabilities
  2. Current liabilities

   1. Non -current liabilities:

      Non-current liabilities  হলো এমন একটি liability যেখানে একটি financial year এর থেকেও বেশি সময় পর্যন্ত শোধ করার সুযোগ থাকে, মানে এমন একটি liability যেখানে লম্বা সময়ের পর শোধ করা যায়। এইজন্য একে long-term liability বলা হয়ে থাকে।

   যেমন: long term loan। মনে করুন আপনি নিজের একটি দোকান খোলার জন্য ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন। আপনাকে সেই লোন শোধ করার জন্য লম্বা সময় দেওয়া হলো। একে long-term liability বলা হয়। মানে আপনাকে loan শোধ করার জন্য financial year এর থেকে বেশি সময় দেওয়া হয়েছে যা long-term লাইবেলিটি বা Non-current Liabilities নামে পরিচিত।

  2. current Liabilities:

Current liabilities হলো এমন এক ধরনের liabilities যেখান একটি সীমিত সময়ে মানে short time এর মধ্যে শোধ করতে হয়। এজন্য একে short term liabilities বলে।

            সহজ ভাষায় বলা যায় যে এটি একটি এমন ঋণ যা financial year এর ভিতর বা তার থেকেও কম সময়ে শোধ করতে হয়। একে current liabilities বা short term liabilities বলা হয়ে থাকে।

    যেমন: বিদ্যুৎ বিল যেটা আপনাকে প্রত্যেক মাসে মাসে ভরতে হয়।           

                   করতে হয়। Current liabilities-এর আরো অন্যান্য উদাহরণ গুলি হলো school fee এবং

 tax।

Current Liabilities তিন প্রকারের হয়-
  • Account payable
  • Short term loan
  • Bank overdraft

উপসংহার

আশা রাখি Asset কি? এবং Liability কি?(What is Asset in Bengali and What is Liability in Bengali) বিষয়টি অপনাদের খুবি সহজ ভাসাতে বোঝাতে পেরেছি। Balance sheet এর ক্ষেত্রে Assets ও liabilities যেকোনো company এর financial position টিকে তুলে ধরে। Assets in bengali এর ক্ষেত্রে company পয়সা লাভ করে কিন্তু liability in bengali এর ক্ষেত্রে company কে ব্যয় করতে হয়। Assets এর বাংলা অর্থ সম্পত্তি ও liabilities  এর বাংলা অর্থ ঋণ।

Leave a Comment