ক্যাপিটাল গেইন ট্যাক্স কি? What is capital gains tax in Bengali

আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন বা কোন বিল্ডিং বিক্রি করে লাভ করেছেন। তো আপনি নিশ্চয়ই ক্যাপিটাল গেইন ট্যাক্স এর কথা শুনেছেন। আপনার মনে প্রশ্ন হতে পারে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স কি? নিম্নে পোস্ট থেকে আমরা জানবো এই ক্যাপিটাল গেইন কি? ক্যাপিটাল গেইন এর প্রকারভেদ। আপনার ইনকাম এর ওপর কত পরিমান ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হয়, আপনি কিভাবে এই tax কমাতে পারেন।

ক্যাপিটাল গেইন ট্যাক্স কি?

 Capital gain কি?: আপনি নিশ্চয়ই জানেন সরকার আপনার ইনকাম এর ওপর ট্যাক্স নেয়। এই ইনকাম কেবল আপনার সেলারি ওপর নয়, যে কোন অ্যাসেট যা আপনি বিক্রি করে লাভবান হন সে সকল অ্যাসেট গুলির ওপর সরকার ট্যাক্স নিয়ে থাকে।

ক্যাপিটাল গেইন সবসময় ক্যাপিটাল অ্যাসেট গুলির উপর প্রযোজ্য হয়। আর এই ক্যাপিটাল অ্যাসেট বলতে জুয়েলেরি, বিল্ডিং, শেয়ার, বন্ড, স্টক গুলিকে বোঝায়। আপনি যখন এই ক্যাপিটাল অ্যাসেট গুলি বিক্রি করে টাকা লাভ করেন তাকে Capital Gain বলা হয়। আর এই ক্যাপ্টেন গেইন এর ওপর যে ট্যাক্স লাগে তাকে Capital gain tax in Bengali বলা হয়।

পড়ুন- Asset কি?

ক্যাপিটাল গেইন ট্যাক্স এর প্রকারভেদ(Types of Capital Gains in Bengali)

শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সময়কাললঙ্গ টার্ম ক্যাপিটাল অ্যাসেট সময়কাল
Property<36  মাস≥36 মাস
Share, Bond, Funds<12 মাস≥12 মাস
Unlisted Share<24 মাস≥24 মাস

এই ক্যাপিটাল অ্যাসেট দুই প্রকার হয়-

  1.  Short-term Capital Gain
  2.  Long Term Capital Gain

শর্ট টার্ম ক্যাপিটাল গেইন

 আপনি যদি কোন অ্যাসেট 36 মাসের কম আপনার কাছে রেখে বিক্রি করেন তবে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলে। কিন্তু এই short term অ্যাসেট এর সময়কাল বা মেয়াদ শেয়ার বা বন্ড এর ক্ষেত্রে এক নয়। আপনি যদি কোন ফান্ড বা শেয়ারে 12 মাসের কম আপনার কাছে হল্ড করে বিক্রি করেন, তাহলে সেটি Short-term Capital gain বলে।

লঙ্গ টার্ম  ক্যাপিটাল গেইন

যদি আপনি কোন অ্যাসেট 36 মাস আপনার কাছে রাখার পর বিক্রি করেন তাহলে সেটাকে long-term ক্যাপিটাল অ্যাসেট বলে। আর আপনি যদি কোন ফান্ড বা শেয়ারকে 12 মাসের বেশি আপনার কাছে হোল্ড করে বিক্রি করেন তাহলে সেটি Long Term Capital gain বলে। 

আবার, আনলিস্টেড শেয়ারের ক্ষেত্রে এই সময়টি আলাদা। এ ক্ষেত্রে 24 মাসের কম হলে সেটি Short Term এবং কোন আনলিস্টেড শেয়ার এর বিক্রির সময় 24 মাসের থেকে বেশি হলে সেটা Long-term capital gains বলে। 

তাহলে আপনারা বুঝতে পারলেন কোন অ্যাসেট Short term হলে তার উপর Short term ক্যাপিটাল গেইন ধরা হয়। আবার কোন অ্যাসেট  long-term হলে তার ওপর long-term ক্যাপিটাল গেইন প্রযোজ্য হয়। সোজা ভাষায় ধরুন আপনি কোন অ্যাসেট 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলেন এবং এই এসিড ও ট্রানজেকশন করতে পাঁচ টাকা খরচা হলো তো এখানে আপনার gains হবে 15 টাকা।

Gain কি?

এখানে Gain বলতে- কোন অ্যাসেট কে বিক্রি করে আপনি যে পরিমাণ প্রফিট পান সেই profit কে বোঝানো হয়। এই gain  short term বা long-term হতে পারে। যা আমরা উপরে বুঝলাম।

 তবে একটা কথা বলার আপনার  যে সবসময় অ্যাসেট বিক্রি করে লাভ বা প্রফিট হবে তা নয়। আপনার কখনো কখনো lose হতে পারে। আপনি কোন high value অ্যাসেট কিনলেন তার মূল্য ভবিষ্যতে কম হয়ে যেতে পারে। 

শর্ট টার্ম ক্যাপিটাল গেইন করের হার-

Income tax act এর section 111A অনুযায়ী আপনি কোন কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ড ইক্যুইটি 12 মাসের আগে বিক্রি করে দেন তবে আপনি যে পরিমাণ প্রফিট পান তার উপর 15 শতাংশ tax দিতে হয়। তবে লস হলে কোন ট্যাক্স দিতে হবে না। 

 আর এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স টি রিয়েল ইস্টেট এর ক্ষেত্রে 20 পার্সেন্ট হয়ে থাকে। 

লঙ্গ টার্ম ক্যাপিটাল গেইন করের হার

কোন স্টক বা শেয়ারকে এক বছরের পর বিক্রি করে যদি এক লাখ টাকার বেশি প্রফিট হয় তাহলে তার ওপর সরকার 10 পার্সেন্ট ট্যাক্স নিয়ে থাকে। 

তবে ক্যাপিটাল গেইন ও বিজনেস ইনকাম এর মধ্যে পার্থক্য রয়েছে।

ক্যাপিটাল গেইন ও বিজনেস ইনকাম এর মধ্যে পার্থক্য-

বিষয়-ক্যাপিটাল গেইনবিজনেস ইনকাম
উদ্দেশ্য-নিজস্ব ইনভেস্টমেন্ট করার জন্যকেনা বেচা করার জন্য

 Capital Gain ও Business Income এর মধ্যে পার্থক্যটা ইনভেস্টমেন্ট এর উদ্দেশ্যের উপর রয়েছে। যখন কেউ অ্যাসেট কেনাবেচার কাজ করে অর্থাৎ কারো পেশাই হল অ্যাসেট কেনা-বেচা করা তখন তার ইনকাম কে Business Incomeধরা হয়। কিন্তু যখন আপনি কোন অ্যাসেট এ ইনভেস্ট করেন বা নিজস্ব ব্যবহারিক কাজের জন্য ব্যবহার করেন তখন আপনার ইনকাম টিকে ক্যাপিটাল গেইন বলা হয়। 

উদাহরণ- যখন কোন Broker কনো stock কেনে তখন তার উদ্দেশ্য হয় কেনাবেচা করা। ব্রোকার(Broker) এই কাজটি প্রতিদিন করে তার এটাই পেশা। এই কাজ করে তার যা ইনকাম হয় সেটি তার বিজনেস ইনকাম হিসাবে ধরা হয়। 

অপরপক্ষে যখন কোন সাধারণ ব্যক্তি নিজের ইনভেস্টমেন্টের জন্য কোন স্টক pick করেন। এবং পরবর্তীকালে যখন ওই share টি বিক্রি করে তখন তার যে লাভ পায় সেটি তার Capital Gain।

Leave a Comment