ইনডেক্স ফান্ড কাকে বলে? সুবিধা | What is index fund in Bengali

আলোচ্য বিষয়-  ইনডেক্স ফান্ড কাকে বলে? What is index fund in Bengali, ইনডেক্স ফান্ড কী, ইনডেক্স ফান্ড এর সুবিধা গুলি।

ইনডেক্স ফান্ড কাকে বলে? Index fund in Bengali

Index fund জানতে হলে আগে জানতে হবে index কী, index হচ্ছে এক প্রকারের indicator। যার মাধ্যমে আমরা market এর পরিবর্তন কে measurement করি। জেরোকম আমরা শুনি যে share market এর দাম বাড়ছে বা কমছে আসলে কিন্তু তখন market এর index পরিবর্তন হয়। মানে index বাড়ে অথবা কমে। এটা আমরা অনেকেই জানি indian stock market এ দুটি সবথেকে বড় ইনডেক্স হলো sensex এবং Nifty।

 যেখানে sensex এর মধ্যে Bombay stock exchange (BSE) এর  টপ 30 company register থাকে এবং Nifty এর মধ্যে National Stock exchange (NSE) এর টপ 50 company register থাকে, তাই nifty টা nifty 50 নামেও পরিচিত। 

এছাড়াও market এ মধ্যে আরও অনেক গুলো index রয়েছে যেমন- small cap company গুলির জন্যে small cap index, Pharma company গুলির জন্যে রয়েছে Pharma
Index, bank এর জন্য রয়েছে banking index এবং এছাড়াও আরো অনেক ধরনের index market এ রয়েছে।

                আশা করি আপনারা index কী ভালো ভাবে বুঝতে পেরেছেন। 

তাহলে এবার জানা যাক index fund কী ?

ইনডেক্স ফান্ড কী- What is Index fund in Bengali

ইনডেক্স ফান্ড কী: এই ফান্ড গুলির টাকা mutual fund company particular কোনো index এই invest করে থাকে। আর এই fund গুলিতে কোনো fund manager কে আলাদা করে কোনো portfolio manage করতে হয় না। কেননা আমরা যেই index fund টিতে invest করবো আমাদের টাকা কিন্তু সেই index এ থাকা company তেই invest হবে। 

যেমন- ধরুন Nifty50 index fund যেখানে আমরা যদি আমাদের 1000 টাকা invest করি তাহলে আমাদের সেই টাকা Nifty তে থাকা registered 50 টি company তেই weightage অনুসারে invest হয়ে যাবে। ধরুন এখানে reliance company এর weightage আছে 10.5% তো আমাদের 1000 টাকার 10.5% invest হবে reliance company তে। আবার ধরুন HDFC Bank এর weightage আছে 9.5%, অতএব 1000 টাকার 9.5 % invest হবে HDFC Bank এ। আর ঠিক একই ভাবে index এর weightage অনুসারে আমাদের সমস্ত টাকা টা কিন্তু সেই সমস্ত stock এই invest হবে।

 যেকোন index fund এর investment সেই particular index এই টাকাটি invest করে। তাই fund manager কে active ভাবে ম্যানেজ করতে হয় না। যেমন টা অন্য fund এর ক্ষেত্রে fund manager কেই fund এর portfolio select করতে হয়। তাই সহজ ভাবে বলতে হলে index fund হলো এমন type এর fund যার investment শুধু মাত্র সেই index এ থাকা stock গুলিতে invest হয়।

Actively Managed Funds এবং index fund এর মধ্যে পার্থক্য?

এইবার আমার জেনে নিই actively managed funds এবং index fund এর মধ্যে পার্থক্য কি।

উদ্দেশ্য

Actively Managed Funds – এর উদ্দেশ্য থাকে benchmark এর থেকে বেশি returns দেওয়া।

Index fund – এর উদ্দেশ্য হয় benchmark এর বরাবর returns দেওয়া।

Expense ratio

Actively Managed Funds – এখানে আপনার fund গুলিকে সর্বদা পরিচালনা করার জন্য একজন fund manager থাকেন, সেই কারণ হেতু  আপনাকে কিছু পরিমাণে fees দিতে হয় Expense ratio হিসাবে এটা 1% থেকে 2% পর্যন্ত হতে পারে।

Index fund – এখানে আপনার fund গুলিকে পরিচালনা করার জন্য কাউকে দরকার লাগে না এর ফলে এখানে আপনার কম পরিমাণে fees লেগে সেটা 0.1% থেকে 0.3% পর্যন্ত হয়।

Return Exception

Actively Managed Funds – এইখানে আপনি average 15% থেকে 17% পর্যন্ত returns এর আশা রাখতে পারেন এইটা বেশি ও হতে পারে আবার কম ও হতে পারে।

Index fund – অইখানে আপনি average 12% থেকে 14% পর্যন্ত returns এর আশা রাখতে পারেন এটা বেশি ও হতে পারে আবার কম ও হতে পারে।

আপনার নিয়ন্ত্রণ

Actively Managed Fund- এইখানে আপনি নিজের পছন্দের মতো portfolio তে investment করতে পারবেন না কারণ এইখানে আপনি সরাসরি invest করছেন না আপনার জন্য অন্য কেউ আপনার টাকা invest করে দিচ্ছেন।

Index fund- এখানে আপনার কাছে অনেক গুলো index fund এর options রয়েছে তাদের মধ্যে আপনি আপনার পছন্দের মতো index fund এ নিয়োগ করতে পারবেন।

Index fund এ কিভাবে invest করবো?

index fund এ invest করার জন্য আপনাকে প্রথমে brokerage account খুলতে হবে। Brokerage account আপনি দুই রকম ভাবে খুলতে পারেন। bank এর দ্বারা বা broker এর দ্বারা। bank বলতে আপনি SBI,AXIS, ICICI এরকম ধরনের আরও অনেক bank আছে যেখানে brokerage account খোলা হয়। এখানে জরুরি না যে আপনি যেই bank এ brokerage account খুলবেন সেই ব্যাংকেরই আপনার savings account ও থাকতে হবে, তবে সেই bank এই যদি savings account ও খোলা থাকে তাহলে আপনি কিছু extra facilities পাবেন। যেমন অনেক ক্ষেত্রে bank বিনামূল্যে আপনার demat account open করিয়ে দেয়। এবং account opening এর জন্য যে annual charges নিয়ে থাকে তার পরিমান ও অনেক কম হয়। আর যদি আপনি broker এর through account open করাতে চান তাহলে কিছু নামকরা broker বলতে রয়েছে Zerodha, Sharekhan, Angel broking ইত্যাদি । এক্ষেত্রে brokerage account আপনি online বা offline দুভাবেই open করতে পারেন। 

Index fund এর সুবিধা?

নিশ্চিত রিটার্ন 

আপনি যদি ইনডেক্স ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি খুব সহজে 12 থেকে 15 পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন। আপনি যখন index fund এ invest করছেন তখন আপনি কোনো বড়ো company তেই invest করবেন, যেটা আমাদের দেশের যে economic সেটাকে represent করে, এবার তাহলে যদি সেই company সময়ের সাথে সাথে grow আপনি পরবর্তী সময়ে একটি ভালো পরিমাণ রিটার্ণ পাবেন।

Expense ratio 

Mutual fund এর তুলনায় index fund এর expense ratio কম হয়ে থাকে। কারণ index fund কে actively manage করার প্রয়োজন হয় না। তাই index fund কে পরিচালনা করতে company এর খরচ ও কম হয়। আর ফলে long term investment এ একটা ভালো return পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। index fund এর expense ratio হচ্ছে 0.1% থেকে 0.3% ।

Risk কম 

Index fund এ যেহেতু top company গুলো রয়েছে সেক্ষেত্রে আপনার এখানে loss হওয়ার সম্ভাবনা কম। আপনি যদি কোনো ছোটো company তে টাকা invest করেন সেক্ষেত্রে আপনার loss হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

 অতএব Index fund in Bengali সম্পর্কে আপনাদের একটা মোটামুটি বেসিক নলেজ হয়ে গেছে। Warren Buffett কথা অনুযায়ী ইনডেক্স ফান্ড এ long-term ইনভেসমেন্ট রির্টান মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি হয়।  সেক্ষেত্রে আপনি যদি ইনডেক্স ফান্ডে নিবেশ করে থাকেন কম রিস্কে একটি ভালো পরিমাণ রিটার্ন পাওয়া নিশ্চিত।

ইনডেক্স ফান্ডে SIP মাধ্যমে Invest করা যায়?

হ্যাঁ। আপনি এখানে Mutual Fund এর মতো Lump sum কিংবা SIP (Systematic Investment Plan) এর মাধ্যমে নিবেশ করতে পারেন।

 ইনডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য Demat Account প্রয়োজন?

 না। Demat Account না থাকলেও আপনি ইনভেস্ট করতে পারবেন। 

Leave a Comment