NEET পরীক্ষা কী? NEET পরীক্ষার প্রস্তুতি 2023 | NEET Exam 2023 in Bengali

NEET পরীক্ষা কী? What is NEET Exam in Bengali

NEET UG( NATIONAL ENTRANCE EXAMINATION )হল ভারতের বৃহত্তম আন্ডারগ্রাজুয়েট স্তরের MEDICAL ENTRANCE EXAMINATION এটি সাধারণত NTA(NATIONAL TESTING AGENCY) দ্বারা পরিচালিত হয় l এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে  ভারতীয় মেডিকেল কলেজগুলোতে MBBS, MDS, AYUSH এবং ভোটেরেনারি কোর্স এবং নার্সিং কোর্স গুলো করা যায়। NEETপরীক্ষার প্রস্তুতি (NEET Exam in Bengali)।

NEET পরীক্ষায়, শিক্ষার্থীদের ১১ তম এবং ১২তম পাঠ্যক্রমের উপর ভিত্তি করে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা সম্পর্কিত প্রশ্নপত্র তৈরি করা হয়। সাধারণত, NEET প্রত্যেক বছর মে মাসের প্রথম রবিবার দুপুর ২ টো থেকে বিকাল ৫ টা পর্যন্ত মোট  তিন ঘন্টা পরিচালিত হয় কিন্তু কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে NEET ২০২3 এর পরিকল্পনা অনলাইন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে মূলত এটি অফলাইন খাতা পেনে পরীক্ষা হয়।

প্রতি বছর ৮৩০৭৫টি MBBS , ২৬৯৪৯ টি BDS ৫০৭২০টি আয়ুশ এবং ৫২৫ টি ভেটেরিনারি আসনের পাশাপাশি ১৮৯৯টি AIIMS MBBS এবং ২৪৯টি JIPMER আসনে ভর্তির জন্য ১৪-১৫ লাখের বেশি পরীক্ষার্থী NEET রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে  থাকে৷

NEET স্কোর এর ভিত্তিতে মেডিকেল কোর্স:

  1. ১৫% অল ইন্ডিয়া কটা মেডিকেল সিট।
  2. ৮৫% স্টেট কোটা মেডিকেল সিট। 
  3. সেন্ট্রাল এবং ডিমড ইউনিভার্সিটি। 
  4. রাজ্য, ব্যবস্থাপনা, বেসরকারি প্রতিষ্ঠানের এনআরআই  আসন। 
  5. Central Pool Quota Seat । 
  6. ৬. Private Unaided, aided minority এবং nonaided minority মেডিকেল কলেজ। 

বয়স সীমা 

 পরীক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে তবে এই ক্ষেত্রে বয়সে উর্ধ্বসীমা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় না অর্থাৎ ১৭ বছর বয়সী এবং তার থেকে বেশি বয়সের পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য যোগ্য। 

জাতীয়তা 

ভারতীয় নাগরিক,ভারতীয় (এনআরআই), ভারতের বিদেশী নাগরিক (ওসিআই), বা ভারতীয় বংশোদ্ভূত মানুষ (পিআইও) বিদেশী নাগরিক NEET-UG এর জন্য যোগ্যl

যোগ্যতা

 যে পরীক্ষার্থীরা ১০+২ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারতীয় তারাই একমাত্র  NEET UG 2023-এ উপস্থিত হওয়ার যোগ্য।

 বিষয়

পরীক্ষার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা/বায়োটেকনোলজি প্রধান বিষয় হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উক্ত বিষয়গুলিতে ন্যূনতম 50-80% নম্বর পেতে হবে এবং ইংরেজি জানতে হবে।


NEET পরীক্ষার preparation এর জন্য একটি ভালো বুক suggest করা হলো। যা পরীক্ষার question pattern কে বুঝতে আপনাদের সাহায্য করবে এবং এই বইটিতে previous year এর question paper গুলি রয়েছে।

NEET আবেদন পত্রের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

পরিচয়পত্র: 

আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, পাসপোর্ট, বা অন্য কোনো সরকারি ফটো আইডি কার্ড।

ব্যক্তিগত পরিচয় পত্র:

 ব্যক্তিগত এবং যোগাযোগের বিশদ যেমন প্রার্থী এবং পিতা মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা এবং পিন কোড , সক্রিয় ইমেইল আইডি এবং মোবাইল নম্বর।

ছবি: 

 পাসপোর্ট বা পোস্ট কার্ড সাইজের ছবি, স্বাক্ষর এবং বাম বুড়ো আঙুলের ছাপের স্ক্যান করা ছবি।

পড়ুন-

NEET এর পুরো নাম কি? (NEET Full Form)

NEET এর Full Form National Eligibility cum Entrance Test।

NEET পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ কবে?

১৫ জানুয়ারি থেকে ৪ই ফেব্রুয়ারি।

NEET পরীক্ষা কবে হবে?

এই বছর NEET পরীক্ষা May 7, 2023 হবে।

NEET পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি?

পদার্থবিদ্যা(Physics),রসায়ন(Chemistry) জীববিদ্যা (Biology)বা বায়োটেকনোলজি।

NEET মোট মার্কস কত?

NEET পরীক্ষার মোট মার্কস ৭২০।

NEET নেগেটিভ মার্কিং আছে? 

হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে।

Leave a Comment