Class 3 ছাত্র-ছাত্রীদের জন্য এই পোস্টে আমাদের পরিবেশ বিষয়ের প্রথম চ্যাপ্টার ‘শরীর’ থেকে কেবল important প্রশ্ন উত্তর দেওয়া হল। আমি ‘শরীর’ অধ্যায় থেকে সেই রকম বিশেষ কোনো important একাধিক প্রশ্ন পাইনি। তাই সামান্য কয়েককটি প্রশ্ন এখানে উল্লেখ করলাম।
Class 3 Amader Paribesh first chapter Question
তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ প্রথম চ্যাপ্টার শরীর
1) কি কারনে কানে শোনার অসুবিধা হয়?
উত্তর: কানে ময়লা জমে গেলে।
2) গায়ে কোথায় নোংরা জমে?
উত্তর: নখ-কান হাতে পায়ে।
3) ইন্দ্রিয় কি?
উত্তর: চোখ, কান, নাক, জীব আর চামড়া এই পাঁচটা অঙ্গকে বলে ইন্দ্রিয়।
4) সাঁতার কাটলে কি হয়?
উত্তর: ভালো ব্যায়াম হয়, হাত পা নাড়া হয়।
Next:
তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ দ্বিতীয় চ্যাপ্টার খাদ্য়
তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টারে রয়েছে
- শরীর এই শরীর থেকে ছাত্রছাত্রীরা জানতে পারবে মানুষের দেহে প্রধান বাহ্য়ক অঙ্গ যেমন আঙ্গুল কনুই, কাধঁ ইত্যাদি কাজ।
- দেহের যত্ন নেওয়া ও সু অভ্যাস গঠন যেমন লোক চামড়া পিঠ কান থেকে নোংরা পরিষ্কার করা নখ কাটা গা হাত পরিষ্কার করা ইত্যাদি।
- দেহের ইন্দ্রিয় যেমন চোখ নাক কান জীব চামড়া আমাদের শরীরে কাজ।
- সাঁতার কাটা, খেলা করার সময় আমাদের ব্যবহারিত অঙ্গগুলির নাম, ব্যায়াম ও সাঁতার করার উপকার।
- পরিবেশে বসবাসকারী অন্যান্য প্রাণীদের নাম তাদের জীবন যাপন ও তাদের সম্পর্কে কিছু কথা।
এটি ছিল প্রথম অধ্যায় ‘শরীর’ থেকে কিছু important প্রশ্ন। আপনার এই প্রশ্নগুলি ছেলেমেয়েদেরকে বোঝানোর সাথে সাথে বইটি রিডিং পরিয়ে বিষয়গুলি বাচ্চাদেরকে বোঝাবেন। এতে তারা অনেক কিছু জানতে পারবে।
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।