Laxmi Puja Samagri List In Bengali | লক্ষ্মী পুজোর উপকরণ PDF

মাতালক্ষ্মী দেবীর পুজোতে প্রয়োজনীয় অবশ্যক উপকরণ গুলির (Laxmi Puja Samagri List In Bengali) লিস্ট নিচে বর্ণনা করা হলো। নিচে লক্ষ্মী পূজার সামগ্রীর লিস্টটি দেখুন। 

লক্ষ্মী পুজোর উপকরণ

মাতা লক্ষ্মী হলেন ধন-সম্পত্তি, সৌভাগ্যের দেবী। আমরা সকলে ঘরে ধন-সম্পত্তি, যশ এর বৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর পূজা করে থাকি। মাতা লক্ষী পুজোর প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী উপকরণ গুলি হল-পান, সুপারি, ফুলের মালা, নারিকেল, পাঁচ রকম ফল, মিষ্টি, তিল, হরিতকী, ঘট, একটি পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন ইত্যাদি। লক্ষ্মী পূজার সকল উপকরণ লিস্টে দেওয়া হয়েছে।

Laxmi Puja Samagri List In Bengali

  • পান
  • সুপারি
  • ফুলের মালা
  • নারিকেল
  • পাঁচ রকম ফল
  • মিষ্টি
  • তিল
  • হরিতকী
  • ঘট
  • একসরা
  • কুন্ডহাঁড়ি
  • তেকাঠা
  • দৰ্পণ
  • আতপচাল
  • ঘট আচ্ছাদন গামছা একটি
  • পঞ্চগুঁড়ি
  • পঞ্চগব্য
  • পঞ্চরত্ন
  • সশীষ ডাব একটি
  • তীরকাঠি
  • পুষ্প
  • দূর্ব্বা
  • আসনাঙ্গুরীয়ক
  • মধুপর্কের বাটি
  • খড়িমাটি
  • চাঁদমালা
  • লোহা
  • শাঁখা পলা
  • নথ
  • সিঁদুর চুবড়ি
  • লক্ষ্মীর শাড়ি একটি
  • নারায়ণের ধুতি একটি
  • দধি
  • মধু
  • নৈবেদ্য
  • ভোগের দ্রবাদি
  • কপূর
  • পান
  • সিঁদুর
  • গব্যঘৃত
  • পানের মশলা
  • থালা
  • ঘটি
  • দক্ষিনা

ধন-সম্পত্তির আমাদের জীবনে অনেক গুরুত্ব রয়েছে। বিভিন্ন কার্য করতে আমাদের কাছে ধনসম্পত্তির গুরুত্ব অপরিসীম। আর ধন-সম্পত্তির দেবী হলেন মাতা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনা আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে করা হয়। 

হিন্দু পুরাণের এটি মান্যতা রয়েছে- আশ্বিনের শেষ পূর্ণিমার রাতে যেদিন মাথা লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় সেই রাতে মাতা প্রতিটি বাড়িতে বাড়িতে আসেন এবং সকলের খোঁজ নেন।

আরো পড়ুন:

কোজাগরী শব্দের মানে হল “কে জেগে আছো”। এই রাত্রিতে যে সকল মানুষ জন দেবী লক্ষ্মীর আরাধনাতে মেতে থাকেন তার বাড়িতে ধন-সমৃদ্ধির ও সুখের বৃদ্ধি ঘটে। মাতা লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজমান থাকেন। লক্ষ্মী পুজোর দিন যে সকল সামগ্রী গুলি (Laxmi Puja Samagri List In Bengali) মাতা দেবীর পুজোতে প্রয়োজন হয় তা ওপরে উল্লেখ করা হয়েছে।

Next: seer varisai thattu items list

Leave a Comment