OTP Full Form In Bengali বা ওটিপি ফুল ফর্ম
ফ্রড সিস্টেম টিকে বন্ধ করার জন্য OTP ( OTP full form in Bengali ) নামক একটি নতুন সিস্টেম চালু করা হয়েছে। ইন্টারনেটের জগতে এই OTP এক ধরনের তালা ও চাবির কাজ করে। তো আজ আমরা এই তালা ও চাবি অর্থাৎ ওটিপি ফুল ফর্ম এর ব্যাপারে জানবো। তাহলে দেরি না করে শুরু করা যাক –
Table of Contents
OTP full form in Bengali
OTP পূর্ণ রূপ হলো ওয়ান টাইম পাসওয়ার্ড (One Time Password)। OTP অন্যান্য পাসওয়ার্ড এর তুলনায় খুবই সুরক্ষিত হয়ে থাকে এবং এর মেয়াদ খুবই অল্প সময়ের জন্য হয়। User একবার OTP ব্যবহার করলে তাকে দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না।
OTP full form in Bengali-
- O: One
- T: Time
- P: Password
ওটিপি ফুল ফর্ম কি?
ওটিপি (OTP) ফুল ফর্ম হলো One-time Password। এই ওয়ান টাইম পাসওয়ার্ড টি অটোমেটিক ভাবে জেনারেট হওয়া চারটি বা ছটি ডিজিটের নাম্বার। যা কোন ট্রানজেকশন বা অন্য কোন অ্যাপ ও সফটওয়্যার এর লগইন হওয়ার সময় ইউজারকে User কে ভেরিফাই করে। ওটিপি ফুল ফর্ম “ওয়ান টাইম পাসওয়ার্ড” থেকে বোঝা যাচ্ছে এই পাসওয়ার্ডটি আপনি কেবল একবার ব্যবহার করতে পারবেন।
OTP কি
OTP হলো ওয়ান টাইম পাসওয়ার্ড। এটি একটি সুরক্ষিত automatically বা স্বয়ংক্রিয় জেনারেটেড নাম্বার বা এলোমেলো ভাবে সাজানো কয়েকটি নম্বর স্ট্রিং যা আপনাকে আপনার যেকোনো একটি আইডি transaction করতে সাহায্য করবে।
একজন ব্যক্তির দ্বারা বানানো যেকোনো আইডি থেকে একটি OTP অনেক বেশি secure হয়। কারণ যে পাসওয়ার্ড টি কোনো ব্যাক্তি দ্বারা তৈরী হয় সেটি আরও অন্যান্য জায়গায় ব্যবহার হওয়ার জন্য তার security পরিমাণ কম থাকে। সেক্ষেত্রে একটি OTP ব্যবহার করলে আপনার security পরিমাণ অনেক বেশী থাকবে।
OTP বৈধতার সময়
OTP-র বৈধতা নির্ভর করছে যেখান থেকে আপনার OTP আসছে তার উপর। OTP validity বিভিন্ন platform এ বিভিন্ন টাইমের হয়ে থাকে। যেমন কোনো জায়গায় 10 মিনিট কোন জায়গায় 1 মিনিট আবার কখনো 1 ঘন্টাও হতে পারে।
যদি আপনি Facebook, Instagram-এর মতো কোনো কোনো জায়গায় আইডি বানান তাহলে আপনার OTP এর validity টাইম থাকবে 5-10 মিনিটের। আর যদি কোনো বড়ো website বা software এ আইডি বানান তাহলে সেক্ষেত্রে আপনার OTP এর validity time থাকবে 20-30 মিনিটের।
কিন্তু যখন আপনি কোনো financial institutions যেমন ব্যাংকে নিজের ATM card বানাবেন বা যেকোনো আইডি বানাবেন তখন আপনাকে যে OTP পাঠানো হবে তার validity time থাকবে প্রায় 72 ঘণ্টা। তাহলে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন কার্ড নিচ্ছেন সেটা কিন্তু 48 বা 72 ঘন্টা পর্যন্ত একটিভ থাকবে।
পড়ুন–
OTP কে কতবার ব্যবহার করা যেতে পারে
আপনারা দেখতেই পাচ্ছেন যে OTP-এর নামের মধ্যেই লুকানো রয়েছে One Time Password। অর্থাৎ OTP কে আপনি সাধারণ ভাবে একবার ব্যবহার করতে পারবেন। এটা হলো এক ধরনের সিঙ্গেল একটি চাবি, যার মাধ্যমে আপনি কেবল মাত্র একটি বারই নিজের একাউন্ট ওপেন করতে পারবেন।
আর আপনি যেকোনো platform-এ যতবারই নিজের অ্যাকাউন্ট নতুন করে বানাবেন ততো বারই আপনার কাছে নতুন নতুন OTP পাঠানো হবে। যদি আপনি কোনো অ্যাপ বা software-এ নতুন করে নিজের একাউন্ট তৈরি করেন তাহলে আপনার কাছে পুরোপুরি আলাদা একটি OTP পাঠানো হবে। এই ভাবে এক এক বার এক একটি নতুন OTP নিয়ে আপনাকে নিজের অ্যাকাউন্ট তৈরী করতে হবে।
OTP কি করে পাওয়া যাবে
আপনি যদি আগে কখনো কোনো অ্যাপ বা software এ নিজের অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাহলে তো এটা জানেন যে আপনার কাছে প্রথমে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি চাওয়া হয়। আর যদি সেই অ্যাপ বা software এ আপনার নম্বর যুক্ত না থাকে তাহলে আপনার কাছে তারা OTP পাঠাতে পারবে না।
সেই জন্য এটা খুবই জরুরি আপনি ঠিকঠাক ভাবে নিজের নাম্বার ও ইমেইল আইডি দিয়ে নিজের অ্যাকাউন্ট তৈরী করুন।
উদাহরণ: যেমন ধরুন WhatsApp। WhatsApp এ নিজের অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনার কাছে আপনার নম্বর চাওয়া হয়। আপনি একবার আপনার নম্বর দিয়ে দিলে তারা আপনার নম্বরে একটি OTP পাঠায়। যেটা দিয়ে আপনি নেক্সট স্টেপে যেতে পারেন অর্থাৎ নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন।
আর এই OTP দিয়ে আপনি একবার আপনার WhatsApp account খুলতে পারবেন। পরের বার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আবার নতুন একটি OTP পাঠানো হবে। এই OTP টি সাধারনত 5-10 মিনিট থাকে এবং এটি 4 বা 6 সংখ্যার মধ্যে একটি OTP হবে।
OTP সুবিধা
- OTP-র সর্ব প্রথম সুবিধা হলো এটি সুরক্ষা বহন করে। একটি OTP ব্যবহার করে একটি মাত্র অ্যাকাউন্ট তৈরী করা যায়।
- এই OTP গুলি কয়েকটি এলোমেলো সংখ্যা দ্বারা বানানো হয়ে থাকে। যাতে উপর কোনো ব্যক্তি আপনার OTP অনুমান করতে না পারে। বিভিন্ন financial institutions যেমন- ব্যাংক গুলিতে আপনার সমস্ত পার্সোনাল ডকুমেন্টস এর সাথে কাজ করা হয়ে থাকে। তার জন্য এখানে OTP ব্যবহার করা হয় যাতে বিভিন্ন জালিয়াত থেকে আপনি বেঁচে যান।
- এটি ব্যবহার করার সময় আপনি নিশ্চিত থাকতে পারেন ও নিঃসন্দেহে আবারও পুনরায় দরকার হলে এই কাজ শুরু করতে পারেন।
- OTP আরেকটি অন্যতম সুবিধা হলো- যেহেতু এটি এলোমেলো ভাবে কয়েকটি সংখ্যা দ্বারা তৈরী করা হয় তাই আপনাকে এই OTP টিকে আর মনে রাখতে হবে না। আপনার ফোনের মধ্যেই যেকোনো অ্যাপ যেমন- ম্যাসেঞ্জারের মধ্যে আপনাকে OTP পাঠানো হবে।
- এলোমেলো ভাবে এই OTP তৈরি করাতে অন্য কোনো ব্যক্তির দ্বারা এটির অনুমান এর সম্ভাবনা নেই। যদি আপনি OTP ব্যবহার না করে নিজে থেকে কিছু password রাখেন সেক্ষেত্রে অনুমান করার সম্ভাবনা একটু হলেও থেকে যায় এবং আপনার রাখা password গুলি আপনি অন্য কোথাও পুনরায় ব্যবহার করলে তার security কম থাকে।
OTP অসুবিধা
- OTP এর প্রধান একটি অসুবিধা হলো কিছু কিছু ব্যাক্তি নিজে থেকেই OTP ব্যবহার করাকে অসুবিধাজনক বলে মনে করতে পারে। বিশেষত সেই সমস্ত ব্যক্তিরা যারা এখনো ইন্টারনেট জগৎকে ঠিক ভাবে বুঝতে বা জানতে পারেনি। এই ইন্টারনেটের জগৎ দিনের পর দিন কতটা উন্নত হয়ে উঠছে। ফলে তারাই এই সমস্ত বিষয় গুলিকে ভরসা করতে পারে না।
- এমন অনেক user আছেন যারা নিজেদের OTP কে access করতে পারেন না। যদি একজন ব্যক্তি নিজের ফনে আসা OTP কে ভুল করে হারায়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে তাকে আবার নতুন করে সব প্রসেস চালু করতে হবে।
এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু – OTP Full Form In Bengali বা ওটিপি ফুল ফর্ম কি, তাহলে এবার আশা করি আপনারা সবাই OTP কী ? এবং কিভাবে এটি ব্যবহার করা হয়? কোনো ব্যবহার করা হয়? এগুলো সব বুঝতে পেরেছেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.