পিএইচডি এর ফুল ফর্ম কি অথবা PHD full form in Bengali। আমরা একটি পপুলার কোর্স এর সম্বন্ধে কথা বলবো- যার নাম হলো PHD। অর্থাৎ আজ আমরা জানবো- PHD কী ? এর জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
কত টাকা লাগে? ইন্ডিয়া তে কিভাবে করা যায়? সিলেবাস কি রকম হয়? আরো নানান বিষয় নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা- PHD Full form in Bengali।
Table of Contents
পিএইচডি ফুল ফর্ম কি
পিএইচডি ফুল ফর্ম হলো ডক্টর অব ফিলোসফি। আপনি যদি যেকোনো বিষয় নিয়ে এক্সপার্ট বা দক্ষ হতে চান তাহলে আপনাকে PHD কোর্স করতে হবে। যার দ্বারা আপনি পরবর্তী কালে প্রফেসর বা রিচার্স ও করতে পারেন।
PHD Full form in Bengali
PHD Full form in bengali is Doctor of Philosophy (PHD)। PHD Degree অর্জন করার জন্য সর্বপ্রথম আপনার কাছে master degree অবশ্যই থাকতে হবে। প্রধানত PHD করে আপনি কলেজের প্রফেসর এবং একজন রিসার্চার হতে পারেন।
ডক্টর অব ফিলোসফি কোর্স
Course Name | PHD |
PHD full form in bengali | Doctor of Philosophy |
Course Duration | 4 থেকে 6 বছর |
PHD Student salary | ₹ 0.3 Lakhs to ₹ 10.4 Lakhs |
PHD college in WB | University of Calcutta, The university of Burdwan, Techno India University, Rabindra Bharati University, Vidyasagar University |
PHD Course Example | Ph.D. Economics, Ph.D. in English, Ph.D. in Physics |
PHD করার জন্য যোগ্যতা
আসুন এবার দেখা যাক PHD এর জন্য কি কি যোগ্যতা দরকার হয় –
- আপনাকে graduation ও master ডিগ্রী পুরো করতে হবে।
- আপনাকে অন্তত 55 % – 62 % এর মধ্যে মার্কস তুলতে হবে, এন্ট্রান্স এক্সাম এর জন্য। কিন্ত বিভিন্ন কলেজে আবার আগে থেকেই বিভিন্ন মার্ক ঠিক করা থাকে।
- আপনাকে এন্ট্রান্স এক্সাম এ পাশ হতে হবে। এই এন্ট্রান্স এক্সাম টি খুবই প্রতিযোগিতা মূলক এবং বাছাই মূলক একটি এক্সাম, সুতরাং এই এক্সাম টি খুবই গুরুত্বপূর্ণ।
- এই এক্সাম টি পাস না করতে পারলে আপনি কোথাও PHD করার জন্য সুযোগ পাবেন না।
PHD করার সুবিধা
- PHD একটি উচ্চ বা highest degree কোর্স হওয়ায় আপনি যে সাবজেক্ট নিয়ে PHD করছেন সেই সাবজেক্ট এ পুরোপুরি ভাবে দক্ষ হয়ে যাবেন।
- PHD করা থাকলে আপনি যেকোনো কলেজে প্রফেসর হতে পারবেন।
- এছাড়াও PHD করার পর আপনি রিসার্চ বা অ্যানালিসিস ও করতে পারেন।
- PHD করার সাথে সাথে আপনার নামের সাথে Dr. শব্দটিও যোগ হয়ে যায়।
- PHD করার পর আপনি যেকোনো job এর জন্য এপ্লাই করতে পারবেন। যারা PHD করেছেন তাদের আমরা creator of information ও বলে থাকি।
- PHD করার পর আপনি আপনার ফিল্ড এর ব্যাপারে সমস্ত নলেজ পেয়ে যাবেন জে কোনটা ঠিক আর কোনটা ভুল।
PHD কিভাবে করবেন
- সবার আগে 12 th পাস করতে হবে। যেকোনো সাবজেক্ট এ যদি ডিগ্রী করতে হয় তাহলে সবার আগে আপনাকে 12th পাস করতেই হবে। আর জেই সাবজেক্ট এ আপনার ইন্টারেস্ট আছে 12th এ সেই সাবজেক্ট টিকেই বাছুন, যাতে আগে গিয়ে আপনার কোনো অসুবিধা না হয়। আর চেষ্টা করতে হবে যে 12 এ যেনো ভালো ভাবে পাস করা যায়, মিনিমাম 60 % মার্কস তো আনতেই হবে।
- এরপর graduation এর জন্য এপ্লাই করে নিজের পড়াশোনা পুরো করতে হবে। যখনই আপনি 12th পাস হয়ে যাচ্ছেন তার পরই আপনার সেই সাবজেক্ট নিয়ে এগোনোর ইচ্ছা আছে সেই সাবজেক্ট নিয়েই এন্ট্রান্স এক্সাম দিন এবং সেই সাবজেক্ট নিয়ে নিজের graduation exam পুরো করুন।
- এরপর নিজের মাস্টার ডিগ্রির পড়াশোনা কমপ্লিট করুন। যখন আপনি graduation exam complete করছেন তার পরই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রির জন্য এপ্লাই করতে হবে।
- যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন এক্সাম পাস করেছেন সেই সাবজেক্ট নিয়ে যেন মাস্টার ডিগ্রি পাস করতে পারেন।
- কারণ তাহলে আপনার PHD করে কিছু লাভ হবে। চেষ্টা করবেন মাস্টার ডিগ্রি ও ব্যাচেলর ডিগ্রি তে যেন অন্তত 60% মার্কস থাকে। যাতে আগে গিয়ে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে কোনো প্রকারের অসুবিধা না হয়।
- এরপর আপনাকে UGC NEET টেস্টের জন্য এপ্লাই করতে হবে। যখনই আপনার মাস্টার ডিগ্রি পুরো কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাকে UGC NEET টেস্টের এক্সাম দিতে হবে এবং এটিকে ক্লিয়ার করতে হবে।
- আগে PHD করার জন্য এই UGC NEET টেস্ট টি নেওয়া হতো না কিন্তু এখন এই PHD কোর্স করার জন্য এই এক্সাম টি নেওয়া হয়।
- এবার হলো PHD করার জন্য আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আপনি যখনই NEET টেস্ট ক্লিয়ার করবেন তারপর আপনাকে এই PHD এর জন্য যোগ্য হতে হবে। তারপর আপনি যেই কলেজে নিজের PHD করতে চান সেখানে নিজের এন্ট্রান্স এক্সাম দিন।
প্রত্যেক টি ইউনিভার্সিটি নিজে নিজের এন্ট্রান্স এক্সাম কনট্যাক্ট করায়। PHD করার জন্য আপনাকে এই এক্সাম টি দিতেই হবে তবেই আপনি PHD জন্য অ্যাডমিশন করতে পারবেন।
PHD করার খরচ
PHD করার জন্য কত খরচ লাগবে এটা কখনই নিশ্চিত ভাবে বলা যায় না। প্রত্যেক কলেজ তাদের PHD এর জন্য আলাদা আলাদা চার্জেস ঠিক করে থাকে। যদি আপনি প্রাইভেট কলেজ গুলো থেকে PHD করেন তাহলে আপনার অনেক খরচা হবে।
আর যদি আপনি গভর্নমেন্ট কলেজ গুলো থেকে PHD করেন তাহলে তুলনামূলকভাবে কম খরচ হবে। আপনি আপনার রাজ্য অনুযায়ী কলেজ বেছে নিতে পারেন।
PHD কোর্সের বিষয়
যে সকল ছাত্র-ছাত্রী Ph.D. Degree অর্জন করতে চায়। তাদের জন্য একটি লিস্ট দেওয়া হল আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি বিষয় বেছে নিতে পারেন। এখানে বিভিন্ন stream যেমন- Humanities, science, commerce, এবং Engineering এর মধ্যে সকল Ph.D. যোগ্য সাবজেক্ট গুলো নিচে লিস্টের মাধ্যমে দেওয়া হল। এই বিষয়গুলি জনপ্রিয় হওয়ার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ।
- PhD in Mathematics
- PhD Zoology
- PhD in Environmental Science and Engineering
- PhD in Bioinformatics PhD in Clinical Research
- PhD in Public Policy
- PhD in Arts
- PhD in Humanities & Social Sciences
- PhD in English
- PhD Economics
- PhD in Accounting and Financial Management
- PhD in Zoology
- PhD in Physics
- PhD in Applied Chemistry & Polymer Technology
- PhD Biotechnology
- PhD in Science
- PhD in Literature
- PhD in Social Sciences
- PhD Geography
- PhD in International Relations and Politics
- PhD in Humanities and Life Science
PHD কি
প্রথমেই বলে দিই PHD হলো একটি পপুলার কোর্স। যে কোর্সের মাধ্যমে আপনার নামের পাশে Dr. উপাধিটি যুক্ত হয়ে যায়। যেটি খুবই গর্ব বোধক একটি বিষয়। কিন্তু এই কোর্স কমপ্লিট করা খুব একটা সোজা নয়। এই কোর্সটি করার জন্য আপনাকে পরিশ্রম এবং ধৈর্য দুটিই রাখতে হবে কারণ আপনি কখনই ডাইরেক্ট এই কোর্স টি পুরোন করতে পারবেন না।
PHD করার জন্য আপনাকে প্রথমে স্কুল ও কলেজ পাস করতে হবে। তখনই আপনি PHD ডিগ্রি পাওয়ার জন্য যোগ্য হবেন। এটি একটি উচ্চ স্তরের বা highest ডিগ্রি কোর্স। এই কোর্স টি মূলত 3 বছর এর হয়ে থাকে। আর এই পুরো তিন বছর পর মানে PHD কোর্স কমপ্লিট করার পর আপনার নামের সাথে Dr. কথাটি যোগ করা হয়।
এটি একটি ডক্টরাল ডিগ্রী। যদি আপনি ভবিষ্যতে কখন কোথাও প্রফেসর বা lecturer হতে চান তাহলে তাহলে আপনাকে অবশ্যই PHD ডিগ্রি অর্জন করতে হবে। তাহলেই আপনি একজন প্রফেসর হতে পারবেন এবং এছাড়াও আপনি রিসার্চ ও করতে পারেন। এই কোর্সটি করার পর আপনার যেকোনো একটি সাবজেক্ট এর সমন্ধে পুরো নলেজ চলে আসবে।
মানে আপনি সেই সাবজেক্ট এর ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু PHD করার জন্য আপনাকে প্রথমে যেকোনো একটি সাবজেক্ট e master ডিগ্রী করতে হবে। PHD কোর্স করার আগে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যে সাবজেক্ট নিয়ে 12th পাস করেছেন সেই সাবজেক্ট নিয়ে যেন গ্রাজুয়েশন ও করতে হবে।
এবং সাথে সাথে অবশ্যই সেই সাবজেক্ট এই আপনাকে মাস্টার ডিগ্রি পূরণ করতে হবে। যাতে পরে কোর্স করার সময় আপনার কোনো প্রকার এর অসুবিধা না হয়। যদি আপনি একবারে প্রথম থেকেই একটি subject নিয়ে আগ্রহী থাকেন তাহলে পরবর্তী কালে আপনার PHD করতে অনেক সুবিধা হতে পারে।
আরো জানুন:
এই পর্যন্তই ছিল আমাদের আজকের বক্তব্য- পিএইচডি ফুল ফর্ম। তাহলে এবার আশা রাখবো জে আজকের এই পোস্ট টি আপনাদের অনেক সাহায্য করেছে। আপনারা আজ PHD নিয়ে অনেক নতুন নতুন জিনিস জানতে পারলেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.