সৈয়দ আলাওল রচিত সিন্ধুতীরে কবিতার বড় প্রশ্ন উত্তর এবং ছোট প্রশ্ন mcq এর নোট এখানে দেওয়া হল। সিন্ধুতীরে কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের PDF টি নিচে রয়েছে।
কবিতা: সিন্ধুতীরে: সৈয়দ আলাওল
Table of Contents
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর
শ্রেণী | দশম শ্রেণী (মাধ্যমিক) |
বিষয় | মাধ্যমিক বাংলা |
কবিতা | সিন্ধুতীরে |
কবি | সৈয়দ আলাওল |
প্রশ্নের ধরন | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
সিন্ধুতীরে প্রশ্ন উত্তরের নটে কেবল সাজেশন ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে। যা মাধ্যমিক 2024 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সিন্ধুতীরে কবিতার ছোট প্রশ্ন উত্তর mcq
কমবেশি ২০টি শব্দে উত্তর দাও (প্রশ্নমান-1)
১. “তথা কন্যা থাকে সর্বক্ষণ”-কন্যা কোথায় থাকে?
উত্তর: সৈয়দ আলাওল রচিত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা নিজে হাতে তৈরি উদ্যানের মধ্যে রত্নখচিত উচ্চ টঙ্গি বা রাজপ্রাসাে থাকেন।
2. “সিন্ধুতীরে রহিছে মাঞ্জুস।”- মান্থস’ শব্দের অর্থ কী?
উত্তর: “মাঞ্জুস’ শব্দের অর্থ- ভেলা।
3. “সখী সবে আগ্গা দিল”- বক্তা তাঁর সখীদের কী আগ্গা দিয়েছিলেন?
উত্তর: বক্তা অর্থাৎ সমুদ্রকন্যা সখীদের আগ্গা দিলেন তারা যেন সখীসহ রূপা কন্যাকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসা ও সেবাশুশ্রূষা করে।
4. সমুদ্রনৃপতি সুতা’—কে?
উত্তর: সমুদ্রনৃপতি সুতা হলেন পদ্মা।
5. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত।
5. “কন্যারে ফেলিল যথা”— কন্যাকে কোথায় ফেলিল?
উত্তর: কন্যাকে অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতীকে সমুদ্রের মাঝে দিব্যপুরীতে ফেলিল।
6. “ দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে।” ‘বালা’ কী অনুমান করেছিল ?
উত্তর: অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যাকে দেখে ‘বালা’ অর্থাৎ সমুদ্রকন্যা। পদ্মাবতী মনে করেছিলেন হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গস্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় ভূমিতে পড়েছে।
8. “অতি মনোহর দেশ” – কোন দেশকে বলা হয়েছে ?
উত্তর : সমুদ্রের মাঝে দিব্য পুরী কে বলা হয়েছে।
9. “তথা কন্যা থাকে সর্বক্ষণ” – কন্যা কোথায় থাকে সর্বক্ষণ?
উত্তর : সিন্ধুতীরে কাবাংশে পদ্মার পাহাড়ের পাশে থাকা উদ্যানের মধ্যে রাজপ্রাসাদে থাকার কথা বলা হয়েছে।
10. “বিস্মিত হইলা বালা” – বিস্মিত হওয়ার কারণ কি ?
উত্তর : সমুদ্রতীরে নিপতিতা চেতনাহীন কন্যার রূপের কলা দেখিয়া সমুদ্র কন্যা বিস্মিত হয়েছিল।
11. “বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে” – ‘বালা’ কি অনুমান করেন?
উত্তর : অচৈতন্য অবস্থায় পড়ে থাকা অতিরম্ভা কন্যাকে দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে রয়েছেন।
12. “অচৈতন্য পড়েছে ভূমিতে” – কে ভুমিতে পড়িছে ?
উত্তর : সমুদ্র তীরে অতিরম্বা কন্যা অচৈতন্য অবস্থায় ভূমিতে পড়ে রয়েছেন।।
13. “সখি সবে আজ্ঞা দিল” – সখি কী আজ্ঞা দিল ?
উত্তর : ‘সিন্ধুতীরে’ কাবাংশে বক্তা অর্থাৎ সমুদ্র কন্যা সখিদের রূপসী কন্যাকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রূষা করার অজ্ঞা দেন।
14. “পঞ্চকন্যা পাহিল চেতন” – পঞ্চকন্যা কে কে ?
উত্তর : পঞ্চকন্যা হলেন সিংহল রাজকন্যা পদ্মাবতী এবং তার সখী যথা চন্দ্রকলা, বিজয়া, রোহিনী ও বিধূন্নলা।
15. “পঞ্চ কন্যা পাইলা চেতন” – পঞ্চকন্যা কিভাবে চেতন পাইল ?
উত্তর : সিন্ধু তীরে কাবাংশে সমুদ্র কন্যা সখীদের সেবা শুশ্রূষায় পঞ্চকন্যা চেতনা ফিরে পাইল।
সিন্ধুতীরে কবিতার বড় প্রশ্ন উত্তর
প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও। প্রশ্নমান- 3
1. ‘সিন্ধুতীরে দেখি দিব্যস্থান’ – দিব্য স্থান বলার কারণ কি ?
বা,
‘তথা কন্যা থাকে সর্বক্ষণ’ – স্থানটির পরিচয় দাও।
বা,
‘অতি মনোহর দেশ’ – এই মনোহর দেশ’ এর সৌন্দর্যের পরিচয় দাও।
বা,
‘দিব্যপুরী সমুদ্র মাঝার’ – দিব্যপুরীর অর্থ? দিব্যপুরীর বর্ণনা দাও।
উত্তর : প্রদত্ত অংশটি সৈয়দ আলাওল অনূদিত পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে গৃহীত ‘সিন্ধুতীরে’ কবিতার অন্তর্গত।
পদ্মাবতী মান্দাসে করে যে স্থানে পৌঁছায় সেখানে ছিল এক দিব্যপুরী। কবীর বর্ণনায় তা ছিল অত্যন্ত মনোহর এক দেশ। সে দেশে দুঃখ কষ্ট নেই সকলেই সত্য ধর্ম এবং সদাচার পালন করে। রয়েছে একটি পর্বত। সমুদ্র কন্যা পদ্মা এই দিব্য়স্থানের পাশে সুসজ্জিত এক উদ্যান নির্মাণ করেছিলেন। সেখানে ছিল বিচিত্র ফুল ও ফলের সমারোহ। সুগন্ধি ফুলের গন্ধে চারপাশ আমদিত হতো।
দিব্য পুরীর অর্থ অলৌকিক স্বর্গীয় নগরী।
2. “বিধি মোরে না কর নৈরাশ” – কোন প্রসঙ্গে বক্তার এমন ভাবনা ?
বা,
‘কৃপা করো নিরঞ্জন’ – বক্তার এ প্রার্থনার কারণ কি ?
বা,
“বাহুরক কন্যার জীবন” – কন্যা কে ? কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য?
উত্তর: প্রদত্ত অংশটি সৈয়দ আলাওল অনূদিত পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে গৃহীত সিন্ধুতীরে কবিতার অন্তর্গত।
সিন্ধুতীরে চারসখী সহ মাঞ্জাস মধ্যে অচৈতন্য অবস্থায় পদ্মাবতীকে দেখে, পদ্মা দুশ্চিন্তা গ্রস্থ হন। তখন পদ্মাবতী মরণাপন্ন অবস্থায় রয়েছে। তার বেশ ও কেশ এলোমেলো। সেই রমণীকে দেখে পদ্মার মনে হল স্বর্গবালা শাপভ্রষ্টা হয়ে ভুমিতে পড়ে আছে। পদ্মা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ‘বিধি মোরে না কর নৈরাশ…’ অর্থাৎ বিধাতা যেন ওই কন্যাকে জীবন রক্ষা করেন। পিতার পুণ্য আর তাঁর নিজের ভাগ্যবলে কন্যার প্রাণ ফিরে আসুক বলে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
কন্যা হলো পদ্মাবতী।
3. ‘সিন্ধুতীরে’ কবিতায় পদ্মার চরিত্র বিশ্লেষণ কর?
উত্তর : সৈয়দ আলাওলের রচিত পদ্মাবতী কাব্যের ‘পদ্মা সমুদ্র খন্ড’ থেকে সংকলিত ‘সিন্ধুতীরে’ কবিতায় একটি সক্রিয় চরিত্র হলো সমুদ্র কন্যা পদ্মা, আমাদের পাঠ্য কবিতা অবলম্বনে তার বিশেষ কিছু চরিত্র ফুটে উঠেছে।
ক. সৌন্দর্য প্রিয়: পদ্মার মধ্যে সৌন্দর্য প্রিয়তা লক্ষণীয়। তিনি যে উদ্যান রচনা করেছিলেন সেখানে ছিল বিচিত্র ফল ও ফুল, চারপাশে সুগন্ধের বিস্তার, তাছাড়া তার প্রাসাদটি ও ছিল সোনা দিয়ে মোড়া।
খ. মানবিক: পদ্মার বিশেষ চরিত্র বৈশিষ্ট হল মানবিকতা। সমুদ্রতীরে পদ্মাবতী কে অচৈতন্য অবস্থায় দেখে পদ্মা বিধাতার কাছে তার প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য প্রার্থনা করেন। পিতার পুণ্য় এবং নিজের ভাগ্যবলে কন্যার প্রাণ ফিরিয়ে আনার অনুরোধ করে।
গ. প্রাণ চঞ্চলা: পদ্মা ছিলেন প্রাণ চঞ্চলা। তাই তিনি অধিকাংশ সময় সকাল হলেই সখী গনদের সাথে হাসি খেলায় মেতে উঠতেন।
ঘ. স্নেহভূজা: যত্ন ও চিকিৎসার দ্বারা অচৈতন্য কন্যার প্রাণ ফেড়ানোর জন্য করা পদ্মার প্রচেষ্টা তার স্নেহতুরা পরিচয় দেয় ।
__________________________________________________
(***এখানে প্রশ্নগুলির মধ্যে কোন প্রশ্ন যদি 2024 বাংলা মাধ্যমিক পরীক্ষার জন্য important না হয় তাহলে অবশ্যই সেগুলি বাদ দিয়ে দেওয়া হবে এবং কিছু প্রশ্ন বেশি ইম্পরট্যান্ট মনে হলে তা এখানে যোগ করে দেওয়া হবে। তাই আমাদের আপডেটেড পোস্টটি দেখার জন্যই পোস্টটিকে সেভ করে রাখবে।****)
Class 10 Sindhutire Question Answer PDF
সিন্ধুতীরে কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের PDF এর লিংক:
সিন্ধুতীরে কবিতার ছোট প্রশ্নে লাইন তুলে দেওয়া প্রশ্নগুলো বড় প্রশ্নের জন্য ইম্পরট্যান্ট। আপডেট থাকতে হোয়াটসঅ্যাপ গ্রুপটি এড হতে পারো।
Next:
সিন্ধুতীরে কবিতার FAQ
সিন্ধুতীরে কাব্যাংশটির রচয়িতা কে?
সিন্ধুতীরে কাব্যাংশটির রচয়িতা হলেন কবি সৈয়দ আলাওল।
মাঞ্জস শব্দের অর্থ কি?
মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা বা মান্দাস।
সিন্ধুতীরে কবিতায় পদ্মা কে?
সিন্ধুতীরে কবিতায় পদ্মা হলেন সমুদ্রের কন্যা।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.