ডব্লিউবিসিএস এর ফুল ফর্ম কি? বা WBCS full form in Bengali। আপনারা অনেকেই WBCS এর কথা শুনেছেন। এই পোস্টের মাধ্যমে ডব্লিউ বি সি এস এর ফুল ফর্ম ডব্লিউবিসিএস কি সে সম্পর্কে সম্পূর্ণ এবং যথাযথ তথ্য জানতে পারবেন।
আপনি যদি উচ্চমাধ্যমিক দিয়ে থাকেন এবং ভবিষ্যতে একটি ভালো ক্যারিয়ারের সাথে যুক্ত হতে চান এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।
এবং যারা গ্রাজুয়েশন সম্পন্ন করে ফেলেছেন এবং পশ্চিমবঙ্গের উচ্চ পদে নিযুক্ত হতে চান তবে তাদের জন্য পোস্টটি উপযুক্ত।
Table of Contents
WBCS Full form in Bengali
WBCS এর পূর্ণ রূপ হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS)। এটি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন উচ্চপদ বিশিষ্ট পদে নিযুক্ত হতে পারবেন। গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পর আপনি যদি পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস সংক্রান্ত পদগুলিতে ক্যারিয়ার তৈরি করতে চান তবে আপনাকে অবশ্যই এই পরীক্ষা টি দিতে হবে।
WBCS Full form in Bengali:
- W: West
- B: Bengal
- C: Civil
- S: Service
ডব্লিউ বি সি এস এর ফুল ফর্ম কি
ডব্লিউবিসিএস এর ফুল ফর্ম হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WEST BENGAL CIVIL SERVICE)। এটির মাধ্যমে আপনি BDO, রেভিনিউ অফিসার, DSP অফিসার পঞ্চায়েত, ডেভেলপমেন্ট অফিসার, Joint BDO, SAP, সহ বিভিন্ন হাই rank এর পদগুলিতে নিযুক্ত হতে পারবেন । এটি WBPCS ( West Bengal Public Civil Service) দ্বারা পরিচালিত হয়।
WBCS (WEST BENGAL CIVIL SERVICE) পরীক্ষার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল এর সিভিল সার্ভিস অন্তর্ভুক্ত গ্রুপ -A, গ্রুপ- B, গ্রুপ- C এবং গ্রুপ- D অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।
WBCS পরীক্ষার preparation এর জন্য একটি ভালো বুক suggest করা হলো। যা পরীক্ষার question pattern কে বুঝতে আপনাদের HELP করবে এবং এই বইটিতে previous year এর question paper (with solutions) রয়েছে।
WBCS অফিসারদের স্যালারি
WBCS officer দ্বের post এবং ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি সম্পর্কে আলোচনা করা হল। নীচে একটি তালিকা দেওয়া হল:
Group – A অফিসারদের স্যালারি
Sl no. | পদের নাম | বেতন (Salary) |
১. | West Bengal Civil Service Executive | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
২. | Assistant Commissioner of Revenue Service | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
৩. | West Bengal Food and Supplies Service | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
৪. | West Bengal Labour Service | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
৫. | West Bengal Food and supplies Service | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
৬. | West Bengal Employment Service | ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা |
Group -B অফিসারদের স্যালারি
Sl no. | পদের নাম | বেতন (Salary) |
1. | West Bengal Police Service ( DSP & SAP) | ৫৬,১০০-১, ৪৪,৩০০ টাকা |
Group-C
Sl no. | পদের নাম | বেতন (Salary) |
১. | West Bengal Correctional Home Service. | ৪২,৬০০ – ১,০৯,৮০০ টাকা |
২. | Joint Block Development Officer (joint BDO) | ৩৯, ৯০০ – ১,০২,৮০০ টাকা |
৩. | Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices | ৩৯,৯০০ – ১,০২,৮০০ টাকা |
৪. | West Bengal Junior Social Welfare Service | ৩৯,৯০০- ১,০২,৮০০ টাকা |
৫. | Assistant Canal Revenue Officer | ৩৯,৯০০ – ১,০২,৮০০ টাকা |
৬. | West Bengal Subordinate Land Revenue Service, Grade – l | ৩৯,৯০০ – ১,০২,৮০০ টাকা |
৭. | Assistant Commercial Tax Officer | ৩৯,৯০০ – ১,০২,৮০০ টাকা |
৮. | Chief Controller of Correctional Service | ৩৫,৮০০ – ৯২,১০০ টাকা |
9. | Assistant Canal Revenue Officer (Irrigation) | ৩৫,৮০০ – ৯২,১০০ টাকা |
Group- D অফিসারদের স্যালারি
Sl no. | পদের নাম | বেতন (Salary) |
১. | Inspector of Co-operative Societies. | ৩২,১০০ – ৮২,৯০০ টাকা |
২. | Panchayat Development Off | ৩২,১০০ – ৮২,৯০০ টাকা |
৩. | Rehabilitation Officer. | ৩২,১০০ – ৮২,৯০০ টাকা |
WBCS officer যোগ্যতা
WBCS পরীক্ষার প্রাথমিক যোগ্যতা গুলি হল:
- পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- গ্রাজুয়েশন পাশ করতে হবে ( যেকোনো বিষয়ে, পাশ/ অনার্স কোর্স)
এবার আসি অন্যান্য যোগ্যতা গুলি নিয়ে, WBCS পরীক্ষায় চারটি বিভাগ রয়েছে যথা- গ্রুপ- A, গ্রুপ- B ,গ্রুপ-C এবং গ্রুপ-D এই চারটি বিভাগের পরীক্ষায় বসার জন্য বিভাগ অনুসারে পরীক্ষার্থীর বয়স সীমা বিভিন্ন হয়ে থাকে। সেই সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
গ্রুপ- A
Category | বয়সসীমা |
জেনারেল দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৩৬ বছর। |
SC category দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪১ বছর। |
OBC category দের ক্ষেত্রে : | ২১ বছর থেকে ৩৯ বছর। |
PWD দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪৫ বছর। |
গ্রুপ- B
Category | বয়সসীমা |
জেনারেল দের ক্ষেত্রে: | ২০ বছর থেকে ৩৬ বছর। |
SC category দের ক্ষেত্রে : | ২০ বছর থেকে ৪১ বছর। |
OBC category দের ক্ষেত্রে: | ২০ বছর থেকে ৪১ বছর। |
PDW category দের ক্ষেত্রে: | এক্ষেত্রে PWD শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। |
গ্রুপ-C
Category | বয়সসীমা |
জেনারেল দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৩৬ বছর। |
SC category দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪১ বছর। |
OBC category দের ক্ষেত্রে : | ২১ বছর থেকে ৩৯ বছর। |
PWD দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪৫ বছর। |
গ্রুপ-D
Category | বয়সসীমা |
জেনারেল দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৩৯ বছর। |
SC category দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪৪ বছর। |
OBC category দের ক্ষেত্রে : | ২১ বছর থেকে ৪২ বছর। |
PWD দের ক্ষেত্রে: | ২১ বছর থেকে ৪৫ বছর। |
যে সকল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর জন্য আবেদন করবেনন কেবল সে সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিজিক্যাল এলিজিবিলিটি প্রযোজ্য হয়ে থাকে।
এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেট এর হাইট টি দেখা হয়। West Bengal Police service – এ male candidates এর উচ্চতা 165 সেন্টিমিটার এবং female candidates এর উচ্চতা 150 সেন্টিমিটার হয়।
আরো জানুন-
WBCS Exam পদ্ধতি
ডব্লিউবিসিএস পরীক্ষায় তিনটি ধাপে হয়ে থাকে। ইহার প্রথম ধাপটি হলো প্রিলিমিনারি এক্সাম, দ্বিতীয় হল মেইন এক্সাম এবং সর্বশেষ ধাপটি হলো ইন্টারভিউ।
- Prelims Exam
- Mains Exam
- ইন্টারভিউ
প্রিলিমিনারি এক্সাম নির্বাচিত হতে পারলে তবে আপনি মেইনস এক্সাম দিতে সক্ষম হবেন এবং মেইন্স এক্সামিনেশনে নির্বাচিত হলে আপনাকে ইন্টারভিউ জন্য আহবান জানানো হবে।
Prelims Exam
- মোট প্রশ্ন মান: ২০০ নম্বর।
- সময়: ২ ঘন্টা ৩০ মিনিট।
- প্রশ্নপত্র: ১ টি জেনারেল পেপার।
অন্তর্ভুক্ত বিষয়:
- ইংরেজি
- সাধারণ বিজ্ঞান
- ভারতীয় ইতিহাস
- ভূগোল
- Current Affairs
- ইন্ডিয়ান পলিটি(Indian polity)
- ইকোনমি
- ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট
- রিজোনিং( reasoning)
এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। এটি শুধুমাত্র একটি নির্বাচনী পরীক্ষা এই পরীক্ষা দিতে নির্বাচিত হতে পারলেই পরবর্তী ধাপে অর্থাৎ মেইন্স এক্সাম এর জন্য বসতে পারবেন।
Mains Exam
এক্ষেত্রে Group -A, Group -B এবং Group-C, Group-D এর অন্তর্ভুক্ত বিষয় এবং মোট নম্বর আলাদা হয়ে থাকে।
Group -A এবং Group -B
- মোট প্রশ্ন মান: প্রতিটি পেপার ২০০ নম্বর মোট ১৬০০ নম্বর।
- সময়: প্রতিটি পেপারের জন্য ৩ ঘন্টা করে মোট ২৪ ঘন্টা।
- প্রশ্ন পত্র: ৬ টি Compulsory, ২ টি optional পেপার থাকে।
Group-C এবং Group-D
- মোট প্রশ্ন মান: প্রতিটি পেপারে ২০০ নম্বর মোট ১২০০ নম্বর।
- সময়: প্রতিটি পেপারের জন্য ৩ ঘন্টা করে মোট ১৮ ঘন্টা।
- প্রশ্ন পত্র: ৬ টি Compulsory পেপার।
৬ টি Compulsory paper
Group-A, Group-B, Group-C, Group-D এই চারটি গ্রুপের মধ্যে যে ছটি কম্পালসারি পেপার রয়েছে, সেই কম্পলসারি পেপার গুলি হল-
- প্রথম পেপার – বাংলা(বর্ণনা মূলক উত্তর)।
- দ্বিতীয় পেপার – ইংরেজি(বর্ণনা মূলক উত্তর)।
- তৃতীয় পেপার – ইতিহাস, ভূগোল
- চতুর্থপেপার- ই ভিএস(EVS), জিকে(GK),কারেন্ট অ্যাফেয়ার্স।
- পঞ্চম পেপার- অর্থনীতি, রাজনীতি।
- ষষ্ঠ পেপার- রিজনিং (Reasoning) এবং অংক
ইন্টারভিউ
এরপর সর্বশেষ ধাপটি হলো ইন্টারভিউ। প্রতিটি গ্রুপের ক্ষেত্রে ইন্টারভিউ নাম্বার বিভিন্ন হয়।
Group-A | ইন্টারভিউ নম্বর-২০০ |
Group-B | ইন্টারভিউ নম্বর-২০০ |
Group-C | ইন্টারভিউ নম্বর-১৫০ |
Group-D | ইন্টারভিউ নম্বর-১৫০ |
এবার জানি, WBCS পরীক্ষা কোথায় এবং কখন অনুষ্ঠিত করা হয়? এই পরীক্ষার সেন্টার গুলি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে?
পশ্চিমবঙ্গে ডব্লিউবিসিএস পরীক্ষার সেন্টার
পশ্চিমবঙ্গে ডব্লিউবিসিএস পরীক্ষার সেন্টার গুলো হল:
- কলকাতা।
- বারুইপুর।
- ডায়মন্ড হারবার।
- ব্যারাকপুর।
- বারাসাত।
- হাওড়া।
- চুঁচুড়া।
- বর্ধমান।
- দুর্গাপুর ।
- মেদিনীপুর ।
- তমলুক ।
- বাঁকুড়া।
- পুরুলিয়া।
- ঝাড়গ্রাম।
- সুরি।
- কৃষ্ণনগর ।
- বহরমপুর।
- মালদা।
- বালুরঘাট।
- রায়গঞ্জ।
- জলপাইগুড়ি।
- আলিপুরদুয়ার ।
- কোচবিহার।
- শিলিগুড়ি।
- কালিম্পং।
- দার্জিলিং।
উপরোক্ত 26 টি সেন্টারে ডব্লিউবিসিএস পরীক্ষার আয়োজন করা হয়।
ডব্লিউ বিসিএস পরীক্ষার প্রস্তুতি
এটি একটি কম্পিটিটিভ পরীক্ষা এই পরীক্ষা লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকেন এবং এই পরীক্ষায় খুব কম্পিটিশন থাকে। তাই কিভাবে আপনি ডব্লিউবিসিএস ক্রাক করতে পারবেন তার সম্পর্কে বর্তমান আলোচনা।
- প্রথমেই আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে দিনে ১০- ১২ ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে ।
- প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সমাধান করতে হবে ।
- কারেন্ট নিউজ দেখতে হবে।
- নিউজ পেপার পড়তে হবে।
- NCERT বইগুলো পড়তে হবেl
কলেজে যেকোনো বিষয়ে পাস কিংবা অনার্সে পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলেই এই ডব্লিউ বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং যারা গ্রাজুয়েশন সম্পন্ন করে ফেলেছেন তারাও উপযুক্ত প্রস্তুতি নিতে পারেন এবং এই পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চ পদে নিজেকে প্রতিষ্ঠিত করুন। অনেকেরই স্বপ্ন এই WBCS (West Bengal Civil Service)।
এই পোস্টটিতে উল্লেখিত সমস্ত তথ্য গুলো আপনাদের নিশ্চয়ই উপকারে লেগেছে এবং আশা করি আপনারা এই পোস্টটি দ্বারা আলোচ্য বিষয়- WBCS full form in Bengali or ডব্লিউ বি সি এস ফুল ফর্ম কি? WBCS full form in Bengali বাংলায়- এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আপনাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ পদগুলিতে যুক্ত হওয়ার।
আমরা আপনাদের যে তথ্যগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনাদের ভাল লেগেছে এবং আপনারা এ বিষয়ে সম্পর্কে গভীরভাবে অবগত হয়েছেন । ধন্যবাদ।
Group-A ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি কত?
Group-A পোস্টের ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি হল ৫৬,১০০ – ১, ৪৪,৩০০ টাকা।
Group-B ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি কত?
Group-B পোস্টের ডব্লিউবিসিএস অফিসার (West Bengal Police Service) ( DSP & SAP) এর স্যালারি হল ৫৬,১০০-১, ৪৪,৩০০ টাকা।
Group-C ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি কত?
Group-C পোস্টের ডব্লিউবিসিএস অফিসারের স্যালারি হল সর্বনিম্ন ৩৫,৮০০ থেকে ১,০২,৮০০ টাকা অবধি হয়ে থাকে। স্যালারি অফিসারদের পোস্টের ওপর নির্ভর করে।
ডব্লিউবিসিএস এর ফুল ফর্ম কি?
ডব্লিউবিসিএস এর ফুল ফর্ম হল WEST BENGAL CIVIL SERVICE তথা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস। WBCS exam দেওয়ার মাধ্য়মে পশ্চিমবঙ্গের বিভিন্ন উচ্চ পদ বিশিষ্ট সিভিল সার্ভিস যেমন- West Bengal Labour Service, West Bengal Police Service ( DSP & SAP), Joint Block Development Officer (joint BDO), West Bengal Civil Service Executive ইত্যাদি পদে নিয়োগ হতে পারবেন।
Written by- Sharmila Bapari
আমি Sharmila, MoneyGita একজন Author। বর্তমানে আমি গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি এবং লেখালেখি আমার ভালোবাসার একটি কাজ। এই প্লাটফর্মে আমি নিয়মিত আমার লেখালেখির কাজ করে থাকি। সরকারি স্কুলের ছাত্রদের পড়ায়, সিলেবাস অনুযায়ি পরীক্ষার প্রশ্ন-উত্তর করিয়ে থাকি।
very informative and one of the best websites for job seekers
Thanks