জানব ইউপিএসসি কি, UPSC ফুল ফর্ম, ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে কি করতে হয়, এর যোগ্যতা, UPSC এর কাজ এবং ইউপিএসসি পূর্ণমান।
আপনি যদি Civil Services জনিত বিভিন্ন প্রকারের সরকারি চাকরি যেমন- IPS (Indian Police Service), IAS (Indian Administrative Service) IRS(Internal Revenue Service) এর মত উচ্চপদ বিশিষ্ট চাকরি পেতে চান, তাহলে আপনাকে ইউপিএসসি পরীক্ষা(UPSC EXAM in Bengali) অবশ্যই পাশ করতে হবে।
Table of Contents
UPSC পরীক্ষা কি
সর্বভারতীয় শীর্ষ মর্যাদাপূর্ণ পোস্ট যেমন- IAS (Indian Administrative Service), IPS(Indian Police Service) , IRS (Internal Revenue Service), IFS (Indian Forest Service) গুলোর জন্য যে পরীক্ষার মধ্য দিয়ে সফলতা পূর্বক উত্তীর্ণ হতে হয় সেটা হল UPSC পরীক্ষা । UPSC কথাটির সম্পূর্ণ অর্থ হল- UNION PUBLIC SERVICE COMMISSION।
ইউপিএস বিভাগ টি কাজ করে রিকোয়ারমেন্ট এজেন্সির তত্ত্বাবধানে। প্রতিবছর নির্দিষ্ট সময়ে ইউ পি এস সি ফর্ম ফিলাপ করা হয় এবং নির্দিষ্ট টাইম এক্সাম হয়ে থাকে। ইউপিএস হেডকোয়ার্টার টি রয়েছে দিল্লিতে।
ইউ পি এস সি কি?
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সংক্ষিপ্ত রূপ হলো ইউ পি এস সি (UPSC)। এটি একটি কেন্দ্রীয় সংস্থা যা UPSC পরীক্ষা পরিচালনা করে। সিভিল সার্ভিস পরীক্ষাটি এই UPSC সংস্থা দ্বারাই পরিচালিত হয়।
UPSC ফুল ফর্ম কি?
UPSC ফুল ফর্ম হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)।
UPSC Exam এর যোগ্যতা
একমাত্র ভারতীয় পড়ুয়ারা এই পরীক্ষা দিতে পারবে। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য গ্রাজুয়েট পাস হওয়াটা খুব জরুরী। তবে এই পরীক্ষা দিতে গেলে বয়সের একটি সীমা রয়েছে। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য বয়স হতে হয় সাধারণত 21 বছর থেকে 32 বছর পর্যন্ত।
তবে জেনারেলদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 21 বছর থেকে 32 বছর এবং তারা ছয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে। ওবিসি ক্যাটাগরির জন্য বয়সসীমা হচ্ছে 21 বছর থেকে 35 বছর এবং তারা ৯ বার এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পেতে পারে। SC বা ST ক্যাটাগরির পরীক্ষার্থীরা 21 বছর থেকে 37 বছর সাইত্রিশ বছর পর্যন্ত বহুবার এই পরীক্ষাটি দেওয়ার সুযোগ পেতে পারে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের বয়স সীমা টা হচ্ছে 21 বছর থেকে 35 বছর এবং এই বয়সে তারা ৯ বার এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে। EWS পরিক্ষার্থীরা ২১ বছর থেকে ৪2 বছর পর্যন্ত ৯ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারে ।
UPSC পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা-
UPSC পরীক্ষার শিক্ষাগত যোগ্যতার শর্ত গুলি নিচে বর্ণনা করা হলো:
- UPSC প্রার্থীদের অবশ্যই সরকারি বিশ্ববিদ্যালয়(Government recognized Universities) থেকে গ্রাজুয়েশন পাশ করার ডিগ্রী থাকতে হবে।
- Final Year-এর রেজাল্টের জন্য অপেক্ষারত Candidate পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
UPSC পরীক্ষার বয়স সীমা
ক্যাটাগরি | বয়স সীমা | সীমাবদ্ধতা |
General | (21-32) বছর | 6 বার পরীক্ষা দিতে পারবেন |
OBC | (21-35) বছর | 9 বার পরীক্ষা দিতে পারবেন |
SC/ST | (21-37) বছর | UNLIMITED |
Persons with Benchmark Disability | (21-42) বছর | 9 বার পরীক্ষা দিতে পারবেন |
ইউপিএসসি পরীক্ষার পূর্ণমান কত
ইউপিএসসি পরীক্ষার পূর্ণমান হলো ২০২৫। এই টোটাল মার্কসটি তিন ভাগে বিভক্ত, যথা:
- UPSC প্রিলিমস পরীক্ষার টোটাল মার্কস ৪০০।
- UPSC মেন্স পরীক্ষার টোটাল মার্ক ১৬৫০ ।
- ইন্টারভিউ টোটাল মার্কস হল ২৭৫।
UPSC পরীক্ষা দিতে গেলে কি করতে হবে
UPSC পরীক্ষা দেওয়ার জন্যনিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন:
- প্রথমে, UPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন করুন।
- আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন।
- আবেদনের ফিস জমা করুন।
- তারপরে আপনার ইউপিএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করুন।
UPSC এর কাজ কি
UPSC এর কাজ হল:
- UPSC অল ইন্ডিয়া সার্ভিস, সেন্টার সার্ভিস এবং পাবলিক সার্ভিসগুলির জন্য পরীক্ষার পরিচালনা করে।
- UPSC রাজ্যপালের অনুরোধে এবং ভারতের রাষ্ট্রপতির অনুমতির দ্বারা রাজ্যের স্বার্থের জন্য কাজ করে।
Useful links: Article-320. Functions of Public Service Commissions.
ইউপিএসসি পরীক্ষার ধাপ
ইউপিএসসি পরীক্ষা টি তিনটি ভাগে বিভক্ত-
- প্রথম ধাপ- প্রিলিমিনারি পরীক্ষা।
- দ্বিতীয় ধাপ- মেইনস পরীক্ষা।
- সর্বশেষ ধাপ- ইন্টারভিউ।
প্রিলিমিনারি পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষার প্রথম টি হলো জেনারেল স্টাডিজ পেপার-1। সেখানে 100 টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন থাকে অর্থাৎ mcq type প্রশ্ন থাকে। পরীক্ষার মান হচ্ছে ২০০। পরীক্ষার সময়কাল হচ্ছে দু’ঘণ্টা । এবং এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং দেখা যায় অর্থাৎ তিনটি ভুল প্রশ্নের জন্য এক নাম্বার কেটে নেওয়া হয়।
এরপর দ্বিতীয় জেনারেল স্টাডিজ পেপার-২ সেখানে মোট ৮০ টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে এবং মোট প্রশ্নের মান হচ্ছে ২০০, এই ক্ষেত্রেও সময়সীমা হচ্ছে দুই ঘণ্টা এবং নেগেটিভ মার্কিং প্রযোজ্য অর্থাৎ তিনটি ভুল উত্তরের জন্য এক নাম্বার করে কেটে নেওয়া হয়।
মেইনস পরীক্ষা
সফলতা পূর্বক প্রিলিমিনারি পরীক্ষাটি উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া যায় দ্বিতীয় ধাপটি হচ্ছে মেন্স পরীক্ষা এই পরীক্ষার প্রথম পেপার হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপার অর্থাৎ যার যা মাতৃভাষা সেই ভাষায় পরীক্ষাটি হয়ে থাকে, যেমন বাংলা হিন্দি মারাঠি অসমীয়া তামিল তেলেগু ইত্যাদি।
ল্যাঙ্গুয়েজ পেপারের মোট নাম্বার হল ৩০০ এবং সময়সীমা তিন ঘণ্টা। দ্বিতীয় paper-B হলো ইংলিশ পেপার এখানেও মোট নাম্বার 300 এবং সময় 3 ঘণ্টা। এরপর paper-1 ইজি রাইটিং মোট নাম্বার ২৫০ এবং সময় তিন ঘণ্টা।
এরপর জেনারেল পেপার-১ জেনারেল পেপার-২ জেনারেল পেপার-৩ জেনারেল পেপার-৪, মোট চারটি জেনারেল পেপার থাকে। মোট নাম্বার 250 এবং সময় 3 ঘণ্টা। এরপর অপশনাল 2 অর্থাৎ দ্বিতীয় অপশনাল বিষয়, মোট নম্বর আড়াইশো এবং সময় 3 ঘণ্টা।
সফলভাবে এই পরীক্ষা গুলিতে উত্তীর্ণ হতে পারলে এর পরের ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানানো হয়।
পড়ুন- UPSC সিলেবাস
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.