E-Shram Card: 2021 সালের 26 শে আগস্ট কেন্দ্রীয় কর্মসংস্থানমন্ত্রী ভূপেন্দ্র যাদব জি এই ই-শ্রম কার্ড চালু করেছেন। প্রধানমন্ত্রী দ্বারা জারি করা এই ই-শ্রম পোর্টালে প্রায় 38 কোটি অসংগঠিত শ্রমিকদের সরকারি সুবিধার আওতায় আনার জন্য এই এই E-Shram card in Bengali টি রেজিস্ট্রেশন শুরু করা হয়েছে।
এই ই-শ্রম কার্ডটি মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য চালু করা হয়েছে। শ্রমিকদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পর 12 সংখ্যক ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার (UAN) এবং একটি ই-শ্রম কার্ড দেওয়া হবে।
নিচের আর্টিকেলের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ই-শ্রম কার্ড কি, কি কি এই ই-শ্রম কার্ডের সুবিধা রয়েছে, কিভাবে অনলাইনে ই-শ্রম কার্ড আবেদন করবেন।
Table of Contents
ই-শ্রম কার্ড
প্রকল্পের নাম- | ই-শ্রম কার্ড |
উদ্দেশ্য- | শ্রমিকদের সরকারি সুবিধার দেওয়ার জন্য(ইন্সুরেন্স) |
কারা পাবেন- | অসংগঠিত শ্রমিক |
শুরু হয়- | অগাস্ট 2021 |
Official website | register.eshram.gov.in |
হেল্পলাইন | 14434 |
ই-শ্রম কার্ড কি?
কেন্দ্র সরকার দেশের প্রতিটি সেক্টরে শ্রমিকদের ডাটা সংগ্রহ করার জন্য এই ই-শ্রম যোজনা চালু করেছেন। এই ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন করার ফলে অসংগঠিত শ্রমিকদের সরকারের পরবর্তী সুযোগ সুবিধার আওতায় আনা হবে।
যাতে সরকার শ্রমিকদের সরাসরি দ্রুত সুবিধা দিতে পারে। এই পোর্টালে ভ্যানচালক, রিস্কা চালক, টোটো চালক, রাজমিস্ত্রি, কল কারখানার শ্রমিক, দিনমজুর মজদুর, দোকানদার, আশা কর্মচারী ইত্যাদি সহ অন্যান্য অসংগঠিত শ্রমিকেরা এই ই-শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করতে পারবেন। যার সাহায্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা উপলব্ধি করতে পারবেন।
ই-শ্রম কার্ড এর সুবিধা-
সরাসরি শ্রমিকদের সাহায্যের উদ্দেশ্যে চালু করা এই ই-শ্রম কার্ড প্রকল্পের প্রধান সুবিধা গুলি হল:
- অসংগঠিত শ্রমিকদের কোন কারণে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তবে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে।
- একই প্রকার, দুর্ঘটনার ফলে শ্রমিক শারীরিকভাবে অকেজো বা অকর্মণ্য হয়ে গেলে দু লক্ষ টাকা দেওয়া হবে।
- এছাড়াও শ্রমিক কোন কারণে আংশিকভাবে শারীরিক অক্ষম হয়ে গেলে সরকার পরিবারকে এক লক্ষ টাকা দেবে।
- সাথে সাথে (PM-SYM) Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana দ্বারা মাসে মাসে 3000 টাকা পেতে পারেন।
ই-শ্রম কার্ড কারা করতে পারবে
১৫ থেকে ৫৯ বছরের মধ্যে অসংগঠিত সেক্টরের শ্রমিকেরা এই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবে।
কারা ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না-
ই-শ্রম কার্ডের করতে পারবেন না:
- আবেদনকারী কোন রকম ইনকাম ট্যাক্স দিয়ে থাকলে।
- আবেদনকারী Employees’ State Insurance Corporation(ESIC) এবং Employees Provident Fund Organisation (EPFO)-এর সদস্য থাকলে।
পড়ুন- কিষান ক্রেডিট কার্ড করলে কি কি সুবিধা পাবেন
UAN কার্ডের করতে প্রয়োজনীয় ডকুমেন্ট
- আধার কার্ডের সাথে kyc করাতে হবে। OTP ও ফিঙ্গারপ্রিন্ট লাগবে।
- ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার
- মোবাইল নাম্বার
- আধার কার্ড
ই-শ্রম কার্ড অনলাইন আবেদন পদ্ধতি
- এই E-Shram কার্ডটি আপনি দুই ভাবে পেতে পারেন। প্রথমত, আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে যেতে পারেন সেখানকার এজেন্টরা আপনাকে এই ই-শ্রম কার্ড টি করে দেবে।
- দ্বিতীয়, আপনি নিজে বাড়িতে বসে খুব সহজে মোবাইল/ট্যাবলেট/ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে অনলাইন আবেদন করতে পারেন। বাড়িতে বসে করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে।
ই-শ্রম কার্ড অনলাইন ফর্ম ফিলাপ
ই-শ্রম কার্ড অনলাইন ফর্ম ফিলাপের জন্য
- E-Shram পোর্টালের E-shram Self Registration (register.eshram.gov.in) website টি open করতে হবে।
- Open করার পর page -এর ডানদিক Self Registration এর form দেখতে পাবেন।
- Self Registration ফর্মে আপনার আধারের সাথে লিংক করা মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচাটি পূরণ করবেন তারপর send OTP তে ক্লিক করুন।
(৪)তারপর প্রাপ্ত OTP টি লিখবেন
(৫) এরপর এই ফর্মে আপনাকে ব্যাঙ্কের ডিটেলস Personal Information এর ফর্ম পূরণ করবেন
(৬) এরপর address, education qualification, occupation, skill এবং bank details সবগুলি ফর্ম সঠিক ভাবে পূরণ করার পর আপনি আপনার E-shram card টি downlod অথবা print করতে পারবেন।
ই-শ্রম কার্ডের সুবিধা কি কি?
E-sharm পোর্টালে রেজিস্ট্রেশন কারি শ্রমিকরা দুই লক্ষ টাকার ইন্সুরেন্স বেনিফিট পাবেন।
ব্যাঙ্ক থেকে ই-শ্রম কার্ড কত টাকা কাটবে?
দু লাখ টাকার ইন্সুরেন্স coverage পাওয়ার জন্য 12 টাকা প্রতি বছর কাটবে।
ই-শ্রম কার্ড কত টাকা দেবে?
ই-শ্রম কার্ড থাকার ফলে শারীরিক অক্ষমতা হলে ১ লক্ষ টাকা দেবে এবং দুর্ঘটনায় তো মৃত্যু হলে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে।
ই শ্রাম কার্ড পাওয়ার যোগ্য কে?
অসংগঠিত সেক্টরের শ্রমিক এবং তার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হলে এই ইসলাম কার্ড পাওয়ার যোগ্য হবে।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.