Table of Contents
শ্রীমৎ ভগবত গীতার রচয়িতা কে?
উত্তর: শ্রীমৎ ভগবত গীতার রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
আমরা জানি “শ্রীমৎ ভাগবত গীতা” আমাদের ‘মহাভারত’ মহাকাব্যের একটি অংশ। ‘মহাভারত’ মহাকাব্যের আঠারোটি অধ্যায় রয়েছে এবং ‘মহাভারত’ মহাকাব্যে মোট ১ লক্ষ ১০ হাজার টি শ্লোক রয়েছে। এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিলো।
মহাভারতের আঠারোটি অধ্যায় এর মধ্যে “ভীষ্ম পর্ব” থেকে এই শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থটি গৃহীত। যেহেতু সম্পূর্ণ মহাভারতটি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বারা রচিত তাই শ্রীমদ্ভগবত গীতার রচয়িতা হিসেবে বেদব্যাসের নাম বলা হয়।
শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান সর্বশক্তিমান। এই গীতার জ্ঞান দ্বারা ব্যক্তির সকল প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই গীতায় উপস্থিত রয়েছে, যা আমাদেরকে সঠিক মার্গ দর্শন করে।
শ্রীমদ্ভগবত গীতার পুরনো কথা জানতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন।
শরীরকে পরিষ্কার রাখতে যেমন প্রতিদিন স্নান করার প্রয়োজন ঠিক তেমনি আমাদের জ্ঞানকে পরিষ্কার রাখতে আমাদের অবশ্যই ভালো বই পড়া উচিত। তাই শ্রীমদ্ভগবত গীতা বই টি সকল কে পড়া উচিত।
শ্রীমৎ ভগবত গীতার রচয়িতা কে?
শ্রীমদ্ভগবত গীতার রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
ভাগবত কে রচনা করেন?
ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেন।
ভগবত গীতা কে লিখেছেন
ভগবত গীতা লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস।
পড়ুন-
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.