Main Topic: HS 2024 Mathematics Question Paper with PDF Class 12 students -West Bengal Council of Higher Secondary Education. উচ্চমাধ্যমিক ২০২৪ অংক কোশ্চেন পেপার সঙ্গে PDF।
HS 2024 Math Question Paper এর PDF ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা PDF টি সংগ্রহ করতে পারবে।
সকল HS student দের এই পোস্টটিতে স্বাগত জানাই। এই পোস্টে তোমাদের class 12 এর HS math 2024 Question paper PDF দেয়া হয়েছে এবং তোমাদের class 12 math এর syllabus সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাথে সাথে question pattern টি দেওয়া হয়েছে।
কোশ্চেন প্যাটার্নটি তোমাদের সাহায্য করবে অংক পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে জানতে। আর্টিকেলটি সম্পন্ন read করো কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেগুলি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে।
Table of Contents
HS Mathematics Question Pattern for Class 12 WBCHSE
Sl No. | Chapter | No. of Question | Marks Allotted |
1 | Relations & Functions Inverse Trigonometric Functions | SA 1 VSA 1 MCQ 2 | SA-4 VSA-2 MCQ-2 Total-8 |
2 | Algebra | SA 2 VSA 1 MCQ 1 | SA-8 VSA-2 MCQ-1 Total-11 |
3 | Calculus | LA 2 SA 4 VSA 3 MCQ 3 | LA-10 SA-16 VSA-6 MCQ-3 Total-35 |
4 | Vectors & 3D Geometry | LA 1 SA 1 VSA 1 MCQ 2 | LA-5 SA-4 VSA-2 MCQ-2 Total-13 |
5 | Linear Programming | LA 1 | LA-5 Total-5 |
6 | Probability | SA 1 VSA 1 MCQ 2 | SA-4 VSA-2 MCQ-2 Total-8 |
Total | 80 |
Smartly পরীক্ষার answer গুলি করতে question pattern আমাদের খুবই সাহায্য করে। পরীক্ষায় ভালো মার্কস পেতে আমাদের সর্বপ্রথম সিলেবাস কে ঠিক মতো করে বুঝতে হয়। তাই দেখে নাও খুবই short এ 2023 সালের mathematics question pattern এবং syllabus যার ফলে আমরা যেনে যাবো কোন chapter থেকে কত নম্বরের MCQ, SAQ, SA এবং LA type question পরীক্ষায় আসবে।
আমরা সকলেই জানি mathematics hs exam এ total ১০০ মার্কস থাকে, theoretical 80 marks এবং project 20 marks। এই প্রজেক্ট এর 20 মার্কসটি স্কুলে project submit করার মাধ্যমে দেওয়া হয়।
এবার জানি, ৭০ নম্বর theoretical marks টি কোন কোন chapter থেকে কত নম্বর করে আসবে।
1st chapter
1st chapter থেকে total 8 নম্বরের থাকে, যার মধ্যে 4 নম্বরের SA type question থাকে 1 টি, 2 নম্বরের VSA question থাকে 1 টি, এক নম্বরের MCQ থাকে দুটি। 1st chapter এর দুটি topic হল:
- Relations and Functions
- Inverse Trigonometric Functions
2nd chapter (Algebra)
Algebra থেকে total ১১ marks থাকে যার মধ্যে, 4 নম্বরের SA type question আসে দুটি, 2 নম্বরের VSA type question আসে একটি ও এক নম্বরের MCQ আসে একটি। Algebra থেকে দুটি topic হল:
- Matrices
- Determinants
3rd chapter (Calculas)
Calculas থেকে সব থেকে বেশি marks পরীক্ষায় আসে তাই এই chapter টি খুবই বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে total 35 marks রয়েছে, যার মধ্যে ৫ নম্বরের LA থাকে দুটি, চার নম্বরের SA থাকে চারটি, 2 নম্বরের VSA থাকে তিনটি ও এক নম্বরের MCQ থাকে তিনটি। Calculas এর ছটি topic হল:
- Continuity
- Differentiability
- Application of Derivatives
- Integrals (Definite & Indefinite)
- Application of Integrals
4th chapter(Vectors & 3D Geometry)
Vectors & 3D Geometry থেকে total ১৩ marks পরীক্ষায় আসে যার মধ্যে, পাঁচ marks এর LA রয়েছে একটি, 4 marks এর SA রয়েছে একটি, 2 marks এর VSA রয়েছে একটি ও এক marks এর MCQ রয়েছে দুটি।
5th Chapter(Linear Programming)
Linear Programming থেকে কেবল পাঁচ marks এর LA আসবে একটি। Total 5 marks।
6th Chapter (Probability)
Probability থেকে পরীক্ষায় মোট 8 নম্বরের আসে, যার মধ্যে রয়েছে চার নম্বরের SA একটি, দুই নম্বরের VSA একটি ও এক নম্বরের MCQ দুটি।
HS class 12 এর সিলেবাসে total 6 টি chapter রয়েছে। এই ছটি chapter এর নাম্বার বিভাজন হল: 1 নম্বরের MCQ question থাকে দশটি করতে হয় 10 টি, কোন alternative থাকে না। 2 নম্বরের VSA question total 14 টি পরীক্ষায় আসে করতে হয় 7 টি। চার নম্বরের SA question total ১৮ টি পরীক্ষায় আসে করতে হয় নটি। ৫ নম্বরে LA question আসে ৮ টি করতে হয় চারটি।
তবে alternative question গুলিতে একটি question একটি করে অথবা থাকে সেই অথবা থেকেই যে কোন একটি করতে হয়।
2024 Maths Question Paper PDF Class 12
(কোশ্চেন পেপার পরীক্ষার পর, এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে।)
2024 HS Maths Question Paper Class 12 PDF link নিচে দেওয়া হল:
Download
Other Question Paper PDF Links:
- HS Physics Question Paper 2024 PDF
- HS Chemistry Question Paper 2024 PDF
- Class 12 HS Nutrition Question Paper 2024 PDF
- HS Geography Question Paper 2024 PDF
Question Paper |
2024 Maths Question Paper PDF Class 12 |
অভিজ্ঞ teachers দ্বারা নির্মিত exam suggetion ও previous years questions papers গুলি সংগ্রহ করতে আমাদের telegram group join করতে পারো.
তোমাদের এই HS 2024 Mathematics Question Paper Class 12 পোস্টটি helpful হয়ে থাকলে অন্যান্য শিক্ষার্থীদের কাছেও পোস্টটি শেয়ার করতে পারো। অন্যান্য কোন বিষয়ে কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো। যারা যারা next year HS exam দেবে তাদের সকলকে এই বছরের question paper টি ভালো করে read করার অনুরোধ রইল এর ফলে তোমাদের question pattern টি ক্লিয়ার হয়ে যাবে।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.