Madhyamik Life Science Suggestion Free PDF Download 2024 | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪।
প্রিয় ছাত্র-ছাত্রী এই আর্টিকেলে অভিজ্ঞ শিক্ষক দ্বারা রচিত মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন – সম্পূর্ণ সাজেশন প্রশ্ন গুলি লেখা রয়েছে। প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা একদম খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যামাধ্যমিক ২০২৪ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Table of Contents
Madhyamik Life Science Suggestion 2024
শ্রেণী: | মাধ্যমিক দশম শ্রেণী |
বিষয়: | মাধ্যমিক জীবন বিজ্ঞান |
প্রশ্নের ধরণ: | Only সাজেশন ভিত্তিক |
Target- | মাধ্যমিক 2024 |
Created By- | Moneygita Team |
মাধ্যমিক লাইফ সাইন্স সাজেশন টি নিচে দেওয়া হল অধ্যায় ভিত্তিক করে আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে তোমরা নিচে scrool করে দেখে নাও।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৪
সাজেশন: জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়)
1. সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ কে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহণ- কী ধরনের চলন?. লজ্জাপতি লতাকে স্পর্শ করলে পাতার পত্রক গুলি তৎক্ষণাৎ মুড়ে যায়- কী ধরনের চলন? উদ্ভিদ কান্ডের আলোক দিকে বৃদ্ধি পায় এটি কী ধরনের চলন? বনচাঁড়াল এর পার্শ্বপত্রে কোন ধরনের চলন দেখা যায়? টিউলিপ ফুলের উন্মোচন হল কোন প্রকার চলন?
2. ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলন এর মধ্যে তুলনা? উদ্ভিদ দেহে অক্সিনের ভূমিকা লেখ?
3. কোন হরমোন একটি অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য অন্তক্ষরা গ্রন্থি বা কোষকে হরমোন ক্ষরণে উদ্বৃত্ত করে? রক্তের শর্করার মাত্রা কমাতে কোন হরমোন টি কার্যকারী? সিস্টোলিক, ডায়াস্টোলিক রক্তচাপ উভয় বৃদ্ধি করে কোন হরমোন? সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি ও ডায়াস্টোলিক রক্তচাপের পরিবর্তন ঘটায় কোন হরমোন?
4. কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলি ব্যাহত হল। কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলির নাম লেখো-
- বাকশক্তি
- দেহভঙ্গি ও দেহের ভারসাম্য
- ক্ষুধা, তৃয়া ও নিদ্রা
- জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ
হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
5. সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া পার্থক্য? গমনের চালিকাশক্তি বা উদ্দেশ্য গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা?
6. ফ্লেক্সর পেশী ও এক্সটেনসর পেশির কাজে ও বৈশিষ্ট্য? ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন এর পার্থক্য?
7. ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় তার দুটি কাজ? হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলে কেন?
8. স্নায়ুকোশ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্ত সম্পর্ক? GTH এর নিঃসরণ স্থান ও কাজ?
10. মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো-
- ইনসুলিন ও গ্লুকাগন
- ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
- FSH ও LH
11। মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH-এর দুটি ভূমিকা লেখো। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো?
12। দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। M 2019 মেনিনজেস ও CSF-এর অবস্থান বিবৃত করো। M 2019
13. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কী কী প্রভাব ফেলে, তা ব্যাখ্যা করো। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যম গুলোর নাম ক্রমানুসারে লেখো।
14। কোনো একজন মানুষ ‘দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না’-এরকম সমস্যার কারণ ও প্রতিকার কী কী হতে পারে, তা অনুমান করে লেখো। রক্ত সংবহন তন্ত্রের ওপর অড্রিনালিন হরমনের প্রভাব?
১5। কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। ‘LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে’- বক্তব্যটির যথার্থতা বিচার করো।
১6। নীচের কাজগুলি কোন কোন্ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো-
- দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজভবন ঘটিয়ে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়.
- বিদীর্ন ডিম্বথলিকে পীতগ্রন্থি নামক অস্থায়ী অন্তক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরনে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়.
- যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে.
- প্রসবকালে জরায়ুর গাত্রের পেশীর সংকোচন ঘটায়.
উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন্ কোন্ কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো।
17. কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলির একটি তালিকা তৈরি করো। মানবদেহের গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কী কী?
18. দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত বিষয়ে তিনটি পার্থক্য।
- বস্তুর প্রতিবিম্ব গঠন
- গভীরতা
- দৃষ্টিক্ষেত্র
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ গুলি লেখ
সাজেশন: জীবনের প্রবাহমানতা (দ্বিতীয় অধ্যায়)
1.সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের কাজ? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ? NOR কি?
2. মানুষের ডিম্বাণু/ শুক্রানুতে জনন কোশে এবং দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা কত? জিনোম কাকে বলে?
3. কোশবিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিয়ল, মাইট্রোকন্ডিয়া, রাইবোজোম ও নিউক্লিয়াসের ভূমিকা?
4. মাইটোসিস কোথায় ঘটে? কোষ চক্রের সাথে ক্যান্সারের সম্পর্ক উল্লেখ করো?
6. মিয়োসিস কোষ বিভাজনকের হ্রাস বিভাজন বলে কেন? মাইটোসিস কে সমবিভাজন বা ইকুয়েশনাল বিভাজন বলে কেন?
7. কোশচক্রের বিভিন্ন দশা বর্ননা করো? উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো।
8. উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি? জনন এর গুরুত্ব?
9. বৃদ্ধি ও বিকাশ পার্থক্য? কোশ বিভাজনের অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু গুলির নাম ও তাদের ভূমিকা লেখ?
10. স্বপরাগী উদ্ভিদের সঙ্গে ইতর পরাগী উদ্ভিদের দুটি পার্থক্য লেখ? পতঙ্গ পরাগী ও পাখি পরাগী ফুলের বৈশিষ্ট্য গুলি লেখ? বায়ু পরাগী ফুলের ও জল পরাগী ফুলের বৈশিষ্ট্য গুলি লেখ?
11.বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদকোশের মাইটোসিস ও প্রাণীকোশের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো? DNA ও RNA-এর মধ্যে বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো?
12. ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণির সাহায্যে দেখাও। বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদকোশের সাইটোকাইনেশিশ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো?
13. বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখোে. M 2018
১4। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA-র মধ্যে পার্থক্য নিরুপণ করো?
15. একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। কোশচক্রের দুটি গুরুত্ব লেখো। বৈশিষ্ট্যের ভিত্তিতে DNA ও RNA-র মধ্যে পার্থক্য নিরুপণ করো
16। ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো?
17. অথবা, মাইক্রোপ্রোেপাগেশান কীভাবে সম্পন্ন করা হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো।
সাজেশন: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়)
1। সংকরায়ণের পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, তা উদাহরণের সাহায্যে লেখো। বর্ণান্ধতায় কীভাবে বংশগত সঞ্চারণ ঘটে, তা একটি ক্রসের সাহায্যে দেখাও।
২) একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে, তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকভবনের সূত্রটি বিবৃত করো।
3) সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কী কী বিষয়ে পরামর্শ দেওয়া যেতে পারে তোমার মতামত জানাও। জিনেটিক কাউন্সিলের গুরুত্ব?
4. বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। ‘অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়’- বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো।
5) নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে?
- বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক
- বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক
থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী?
6. মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণির সাহায্যে দেখাও। M 2022 মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। M 2022
7. হিমোফিলিয়া A রোগের কারণ কি? হিমোফিলিয়া B রোগের কারণ কি? হিমোফিলিয়া লক্ষণ?
8. মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়? পুরুষদের হেটেরোগ্যামেটিক এবং মহিলাদের হোমোগ্যামিটিক বলা হয়?
9. মহিলারা হিমোফিলিয়া A রোগের বাহক হয় কিন্তু এই রোগে আক্রান্ত হয় না কেন? অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো? উপযুক্ত উদাহরণ দিয়ে বোঝাও.
10. সুস্থ মানুষের মধ্যে দেখা যায় দুটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও? থ্যালাসেমিয়া জন্য কোন ক্রোমোজোম দায়ী?
11। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কী হবে? ইমাশকুলেশান কি?
সাজেশন: অভিব্যক্তি ও অভিযোজন (চতুর্থ অধ্যায়)
1. বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলী যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি কর? মানবদেহের মেরুদন্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ? সাথে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ?
2. ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখ? / ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে?
3. যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘তিমির ফ্লিপার’ আর ‘পাখির ডানা’কে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ কর.
একটি মৌচাকে কোন শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়?
4. অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি পদচিত্রের মাধ্যমে দেখাও? মেরুদন্ডী প্রাণীদের ভ্রুণের কি কি সার্ভিস সহ দেখা যায়?
5. সুন্দরী মূলের অভিযোজন? রুই মাছের পটকার অভিযোজন? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে এর বৈশিষ্ট্য?
6. কুয়াশার ভেট কাকে বলে? মাইক্রোস্ফিয়ার কি? সমবৃত্তীয় অঙগ কি- এর বেশিষ্ট?
7. বিবর্তন বা জৈব অভিব্যক্তির সাপেক্ষে হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ ও অগ্রপদের সাদৃশ্যগত প্রমাণ আলোচনা কর? জীবনের উৎপত্তি সম্পর্কে মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে লেখ?
8. ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল বক্তব্য গুলি উদাহরণসহ ব্যাখ্যা কর?
9. যোগ্যতমের উদবর্তন বলতে কী বোঝো? পার্থক্য লেখো: সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ এবং উভচরের হৃৎপিণ্ড ও স্তন্যপায়ী হৃৎপিণ্ড?
10. মৌমাছির ওয়া ওয়াগল নিত্য বলতে কী বোঝো? ক্যাকটাসের পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য?
সাজেশন: পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (পঞ্চম অধ্যায়)
1. বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যেকোনো চারটি তালিকাভুক্ত করো. নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জীববৈচিত্রের গুরুত্ব?
2. নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানবস্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন কড়ো-
- অভঙ্গুর কীটনাশক
- পরাগরেণু
- ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার
- স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা
- ক্লোরোফ্লোরো কার্বন
3. নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কি হতে পারে, তা অনুমান করো-
- রক্তচাপ বৃদ্ধি, নিদ্রাহীনতা, আংশিক বা সম্পূর্ণ বধিরতা
- জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা
- কুমিরের সংখ্যা হ্রাস
- ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ
- পরাগ মিলনের সাহায্যকারী পতঙ্গদের সংখ্যা হ্রাস
4. নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জীববৈচিত্রের গুরুত্ব? সুন্দালেন্ড হটস্পটের অবস্থান ও এর জীব বৈচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখ?
6. নিম্নলিখিত দূষক গুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো-
- গ্রীন হাউস গ্যাস
- SPM
- কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার
- অভঙ্গ রাসায়নিক কীটনাশক
7. গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্রের বিপন্নতার দুটি উদাহরণ দাও. M 2019 নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যেকোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা কর? M 2019
8. শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতি কর প্রভাব সৃষ্টি করতে পারে?
পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও?
9. অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কি কি? ডিনাইট্রিফিকেশন কাকে বলে?
10. নাইট্রোজেন চক্র ব্যাকটেরিয়ার কাজ কি? অম্ল বৃষ্টি বলতে কী বোঝো? ইউট্রোফিকেশন কাকে বলে? জীব বিবর্ধন কাকে বলে? SPM এর সম্পূর্ণ নাম ও সংজ্ঞা লেখ?
11. পরিবেশের ওপর এসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি প্রভাব লেখ? মানুষের ও অন্যান্য প্রাণীর ওপর শব্দ দূষণের প্রভাব গুলি লেখ? মেটাস্ট্যাসিস কি?
12. ফুসফুসীয় ক্যান্সারের কারণ কি? ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা গুলি উল্লেখ করো? বায়োসফিয়ার রিজার্ভ কাকে বলে? উদাহরণ দাও? জীব বৈচিত্র্য হটস্পট এর শর্ত কি কি?
13. ক্রায়োসংরক্ষণ বলতে কী বোঝো? ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের পার্থক্য লেখ?
14. জীববৈচিত্র বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখ? গন্ডারের, বাঘের, রেড পান্ডার, সিংহের সংখ্যা হ্রাস কারণগুলি লেখ? সাথে এদের সংরক্ষণের প্রচেষ্টা সম্পর্কে লেখ।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF টি নিচে দেওয়া হল।
_________________________________________________________________________________________________________
Madhyamik Life Science Suggestion 2024 PDF Free Download
Madhyamik Life Science Suggestion 2024 free pdf download link is given below.👇
অন্যান্য সাবজেক্ট সাজেশন:
- Madhyamik History Suggestion 2024 PDF Download
- Madhyamik Geography Suggestion 2024 PDF Download
- Madhyamik Bengali Suggestion 2024 PDF Download
- Madhyamik Rachana Suggestion 2024 PDF Download
এই Madhyamik Life Science Suggestion 2024 / মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৪ সাজেশনে প্রশ্ন উত্তরটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অন্যান্য শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করো।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.