মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় সাজেশন: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে সঙ্গে PDF।
প্রিয় ছাত্র-ছাত্রী এই আর্টিকেলটিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা নির্মিত তোমাদের দশম শ্রেণী ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ২০২৪ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সাজেশন টি দেওয়া হয়েছে এবং একটু নিচের দিকে এই সাজেশন এর সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF লিংকটির দেওয়া হয়েছে।
দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রশ্ন উত্তর
Class 10 History: Suggestion 2024
দশম শ্রেণী : ইতিহাস : ষষ্ঠ অধ্যায়
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
শ্রেণী | মাধ্যমিক দশম শ্রেণী |
বিষয় | মাধ্যমিক ইতিহাস |
অধ্যায় | ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন |
প্রশ্নের ধরণ | Only সাজেশন ভিত্তিক |
Target | মাধ্যমিক 2024 |
Created By | Moneygita Team |
অভিজ্ঞ শিক্ষকদের রচিত দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় সাজেশন টি নিচে দেওয়া হল। এই সাজেশনে উল্লেখিত- অতিরিক্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা সমান গুরুত্ব সহকারে পড়বে।
Table of Contents
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় 4 নম্বরের প্রশ্ন উত্তর
বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর…………………………………..…………. (প্রশ্নমাণ 4)
১) অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখ।
ভূমিকা:
অসহযোগ আন্দোলনের সময়কালে উত্তর বিহারের দ্বারভাঙ্গা, ভাগলপুর, মজ:ফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের প্রভৃতি অঞ্চল জুড়ে এক কৃষক আন্দোলন শুরু হয়।
ক) যুক্ত প্রদেশ:
অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল যুক্ত প্রদেশ। ১৯২০ খ্রিস্টাব্দে অযোধ্যা অঞ্চলে ঝিঙগুর সিং ও দুর্গাপাল সিং কৃষকদের ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেন। এরপর বাবা রামচন্দ্র এই আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন তিনি অযোধ্যা কৃষক সভা গঠন করেন।
খ) বাংলা:
অসহযোগ আন্দোলনের সময় বাংলায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কাঁথি ও তমলুক মহাকুমার কৃষকেরা ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন করে এবং চৌকিদারী কর দেওয়া বন্ধ করে। পূর্ব বাংলার রাজশাহী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর প্রভৃতি স্থানের কৃষকেরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল।
গ) অন্ধ্রপ্রদেশ:
দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষকরা ১৯২১ খ্রিস্টাব্দে ডিসেম্বর থেকে ১৯২২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে খাজনা দেওয়া বন্ধ রেখেছিল। তবে ফেব্রুয়ারি মাসে অসহযোগ আন্দোলন প্রত্যাহত হলে এখানকার কৃষকেরা তাদের আন্দোলন বন্ধ করে দেয় ।
ঘ) বিহার:
বিহারের ভাগলপুর, মজ:ফরপুর ,পূর্ণিয়া, মুঙ্গেরে সক্রিয়ভাবে কৃষক আন্দোলন করে কৃষকেরা। এই আন্দোলনে মধ্যবিত্ত কৃষক ও সাধারন কৃষক উভয়ই একসঙ্গে যোগ দিয়েছিল। কৃষকেরা সকল প্রকার কর দেওয়া বন্ধ করে দেয় ।
—————————-
২) টীকা লেখ: একা আন্দোলন
ভূমিকা:
১৯২১ খ্রিস্টাব্দের শেষের দিকে ১৯২২ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর প্রদেশের, উত্তর পশ্চিম অযোধ্যায় হরদই, বারাবাকি, সীতাপুর, বাহরাইচ জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তা পরিচিত ছিল একা আন্দোলন নামে ।
ক) নামকরণ:
আন্দোলনকারী কৃষকেরা ঐক্যবদ্ধ ভাবে থাকার শপথ নেওয়ায় এই আন্দোলনের নাম ‘একা আন্দোলন’।
খ) নেতৃত্ব:
একা বা ঐক্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাদারী পাসি। এ ছাড়া অনগ্রসর শ্রেণীর কিছু নেতা এবং কিছু ছোট জমিদারের এই আন্দোলন সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিল।
গ) প্রতিজ্ঞা:
- ক) কৃষকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করে যে তারা বেশি হারে রাজস্ব দেবে না।
- খ) বেগারশ্রম করবে না ।
- গ) জমি থেকে উৎখাত মানবে না।
- ঘ) অন্যায় কারীদের কোন সাহায্য করবে না।
ঘ) আন্দোলন দমন:
আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেলে সরকার ১৯২২ খ্রিস্টাব্দের জুন মাসে মাদারি পাসিকে গ্রেফতার করে। তারপর তীব্র দমননীতি প্রয়োগ করে এই আন্দোলন দমন করে।
——————————
৩) টীকা লেখ: ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি
ভূমিকা:
ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কমিউনিস্টদের উদ্ভবে শ্রমিক আন্দোলন এক নতুনমাত্রায় লাভ করে। শ্রমিক আন্দোলনের স্বার্থে কমিউনিস্টদের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে উঠতে থাকে। এরকম একটি সংগঠন হলো ১৯২৫ খ্রিস্টাব্দ ১ নভেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় দি লেবার স্বরাজ পার্টি।
ক) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল:
১৯২৫ খ্রিস্টাব্দ ১ নভেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় দি লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুতুব উদ্দিন আহমদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার প্রমুখ। পরে দলের নাম পরিবর্তন করে রাখা হয় পেজেন্টস এন্ড ওয়ার্কার্স পার্টি অফ বেঙ্গল।
খ) উদ্দেশ্য:
ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি শ্রমিকদের কল্যাণে ও তাদের সচেতনতা জাগ্রত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল ।
- ক) শ্রমিক ও কৃষকদের কাজের সময়সীমা নির্দিষ্ট করা।
- খ) তাদের জন্য সর্বনিম্ন মজুরি স্থির করা ।
- গ) তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা।
গ) আন্দোলন:
এই দলের পরিচালনায় বোম্বাই রেল ছাপাখানা পৌরসভা বন্দর প্রভৃতি শ্রমিকরা শক্তিশালী সরকার -বিরোধী আন্দোলন করেন।
✔ অতিরিক্ত প্রশ্ন –
- বারদৌলি সত্যাগ্রহ টিকা।
- মিরাট ষড়যতন্ত্র মামলা।
- ভারতে বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়।
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় 2 নম্বরের প্রশ্ন উত্তর
প্রশ্নমান -২…………………………………………………………………………………….
১) মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়?
উত্তর: বামপন্থী রাজনীতি দুর্বল করতে 1929 খ্রিস্টাব্দে মার্চ মাসে ৩৩ জন বামপন্থী নেতাকে গ্রেফতার করে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। বিচারে প্রত্যেককে কারাদণ্ডের দন্ডিত করা হয়। এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন এস এ ডাঙ্গে, এস এস মীরজাকার, নিম্বকার গঙ্গাধর অধিকারী, ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী প্রমূখ ব্রিটিশ কমিউনিস্ট নেতারা।
২) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে ১ নভেম্বর কলকাতায় প্রতিষ্ঠিত হয় দি লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1928 খ্রিস্টাব্দে পুনরায় এই দলের নাম পরিবর্তন করে হয় ‘ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি’।
উদ্দেশ্য:
- ক) শ্রমিক ও কৃষকদের কাজের সময়সীমা নির্দিষ্ট করা ।
- খ) তাদের জন্য সর্বনিম্ন মজুরি স্থির করা ।
- গ) তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা ।
৩) তিন কাঠিয়া প্রথা কি?
উত্তর: বিহারের চম্পারনে ১৯১৮ খ্রিস্টাব্দের চম্পারণ কৃষি ত্রাণ আইন প্রণয়ন করে তিন কাঠিয়া প্রথা তুলে ধরেন। এ প্রথা অনুযায়ী কৃষকদের বীঘা প্রতি তিন কাঠা জমিতে নীল চাষ বাধ্যতামূলক ছিল।
৪) কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা।
উত্তর: অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র যুক্ত প্রদেশে বাবা রামচন্দ্র আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে খাজনা বন্ধ করা থেকে শুরু করে অত্যাচারী জমিদারদের সামাজিক ভাবে বয়কট করা শুরু করেন। বাধ্য হয়ে সরকার ১৯২০ খ্রিস্টাব্দের ১৮ই আগস্ট তাকে গ্রেফতার করে। ওই বছরের অক্টোবর মাসে তিনি গঠন করেন অযোধ্যা কিষান সভা।
৫) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রেস কি উদ্দেশ্যে গড়ে ওঠে ?
উত্তর: বাল গঙ্গাধর তিলকের উদ্যোগে ১৯২০ খ্রিস্টাব্দে ৭ জুলাই প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ।
উদ্দেশ্য :
- ক) শ্রমিক শ্রেণীর মধ্যে সমাজতান্ত্রিক ভাব দ্বারা জাগরণ ঘটানো।
- খ) ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলনের প্রসার ঘটানো ।
- গ) শ্রমিক শ্রেণীর আর্থসামাজিক উন্নত সাধন করা।
৬) মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন?
উত্তর: মানবেন্দ্রনাথ রায় তাসখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের পথপ্রদর্শক।
৭) বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব আলোচনা কর।
উত্তর: বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের ব্যাপকতার সরকার আতঙ্কিত ও চিন্তাগ্রস্থ হয়ে পড়ে। ১৯২৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে গভর্নর জেনারেল উইলিংডন সত্যাগ্রহীদের দাবি মেনে সরকারি তদন্তের ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত সরকার কৃষকদের অনেক দাবি বিশেষত অতিরিক্ত খাজনা আদায় রদ ও জোরপূর্বক খাজনা আদায় না করার সিদ্ধান্ত মেনে নেয়।
৮) ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন?
উত্তর: ‘দ্বিজ’ কথার অর্থ হল যার দুবার জন্ম।
প্রথমবার: ভারতের কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় নেতৃত্বে রাশিয়ার তাসখণ্ডে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়বার: ১৯২৫ খ্রিস্টাব্দে ভারতের কানপুরে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
দুবার প্রতিষ্ঠা হওয়ার কারণেই ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়।
✔ অতিরিক্ত প্রশ্ন –
- কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য?
- বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি?
- কৃষক আন্দোলনে আল্লরি সীতারাম রাজুর ভূমিকা কিরূপ ছিল?
- সারা ভারত কিষান সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
_________________________________
দশম শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় MCQ
1) সর্বভারতীয় কিষান সভার প্রথম সম্পাদক ছিলেন- এন জি রঙ্গ।
2) নিখিল বঙ্গ ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়— ১৯২০ খ্রিস্টাব্দে।
3) এ আই টি ইউ সি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন— লালা লাজপত রায়।
4) ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি অফ বেঙ্গল সভাপতি ছিলেন— নরেশ চন্দ্র সেনগুপ্ত
5) 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল–– বোম্বাইতে।
6) মি মার্টিন কার ছদ্মনাম ছিল— মানবেন্দ্র নাথ রায়।
7) কে স্বরবমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন— গান্ধীজী।
8) ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল— মাদ্রাজ লেবার ইউনিয়ন ।
9) তেলেঙ্গানা আন্দোলন হয়— হায়দ্রাবাদের।
10) ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন —মানবেন্দ্রনাথ রায়।
11) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল— মাদ্রাজ লেবার ইউনিয়ন।
12) সারা ভারত কিষান কংগ্রেসের সভাপতি কে ছিলেন – এন জি রঙ্গ।
13) রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল —বোম্বাই।
14) অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় — ঢাকায়।
15) বঙ্গভঙ্গ যেদিন ঘোষিত হয় তা হল— 1905 খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর।
16) লর্ড কার্জন বাংলা দ্বিখন্ডিত করেন— ১৯০৫ খ্রিস্টাব্দে।
17) বাবা গরীব দাস ও মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন —একা আন্দোলন।
18) বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়— ১৯৩০ খ্রিস্টাব্দে।
19) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন —স্বামীসহজানন্দ।
20) রম্পা বিদ্রোহের নেতা ছিল —-আল্লুরি সীতারাম রাজু।
21) তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল– নীল চাষ।
22) মোপলা কৃষক বিদ্রোহ ঘটেছিল— অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে।
23) দেশপ্রাণ নামে পরিচিত— বীরেন্দ্রনাথ শাসমল।
24) ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় —তাস খন্ডে।
25) ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা– এম এন রায়।
26) মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল– ১৯২৯ খ্রিস্টাব্দে।
27) অযোধ্যা কিষান সভা প্রতিষ্ঠা করেন– বাবা রামচন্দ্র।
28) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল– সাইমন কমিশন বিরোধী আন্দোলনে।
29) বল্লভ ভাই প্যাটেলকে সর্দার অভিধায় ভূষিত করেন —বারদৌলি মহিলারা।
30) একা আন্দোলন ঘটেছিল—- অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে।
31) এম এন রায়ের প্রকৃত নাম— নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
32) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন—- প্রিন্টার্স এন্ড কম্পোজিটার্স লিগ।
33) ভারতের প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন— নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
34) মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন —বি)পি ওয়াদিয়া।
35) ভারতে মে দিবস পালনের প্রথম উদ্যোগ নেন —সিঙ্গারাভেলু চেট্টিয়ার।
36) লাঙ্গল পত্রিকার সম্পাদক —কাজী নজরুল ইসলাম।
37) বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল —বাংলার কৃষক শ্রেণী।
38) বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন — যুক্ত প্রদেশে।
39) রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়— গোদাবরী উপত্যকায়।
40) ১৯২০ খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল হয়েছিল —গুজরাটে।
41) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল— ১৯০৫ খ্রিস্টাব্দে।
42) দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন–– বীরেন্দ্রনাথ শাসমল।
43) মোপলা বিদ্রোহ হয়েছিল—-মালবার উপকূলে।
44) মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল— শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
45) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন —– স্বামী সহজানন্দ
46) কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল—- বোম্বাইতে।
বাম স্তম্ভ – ডান স্তম্ভ মেলাও
বীরেন্দ্রনাথ শাসমল | কৃষক আন্দোলন |
বীরেন্দ্রনাথ শাসমল | অসহযোগ আন্দোলন |
কুনবি | পশ্চিম ভারতের নিম্নবর্গের কৃষক |
রায়ত সভা | এন জি রঙ্গ |
গান্ধী দিবস | আইন অমান্য আন্দোলন |
চৌরিচৌরার ঘটনা | অসহযোগ আন্দোলন |
নিখিল ভারত কিষান সভা | ১৯৩৬ খ্রিস্টাব্দ |
তিন কাঠিয়া প্রথা | বিহারের চম্পারন চম্পারন |
কৃষি বিল | ১৯১৭ খ্রিস্টাব্দ |
কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন | ফজলুল হক |
বল্লভ ভাই | প্যাটেল বারদৌলি আন্দোলন |
1. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়?
>নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বোম্বাইতে প্রতিষ্ঠিত হয়
2. ফরোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
> ১৯৩৯ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়
3. নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
>বোম্বাইতে নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল।
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন সাজেশন PDF
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন সাজেশন PDF টি নিচে দেওয়া হল।
___________________________________________
পরের অধ্যায়ের প্রশ্ন সাজেশন লিংক 👇
- মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় সাজেশন
- মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় সাজেশন
তোমাদের দশম শ্রেণী ইতিহাসে অধ্যায় ভিত্তিক সাজেশন গুলি দ্বারা উপকৃত হলে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে লিংকটি শেয়ার করবে।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.