ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য, ঐক্যশ্রী স্কলারশিপ 2022 কত টাকা

উত্তর জানবো- এই ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য এবং ঐক্যশ্রী স্কলারশিপ 2022 কত টাকা করে দেওয়া হবে। কি কি যোগ্যতা থাকলে এই ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়া যায়? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগাম দ্বারা পরিচালিত এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর অন্তর্গত সংখ্যালঘু পড়ুয়াদের শিক্ষার জন্য শুরু করেন এমন এক বৃত্তি ব্যবস্থা বা ইংরেজি তে যাকে স্কলারশিপ বলা হয়। যা স্কুলছুট শিক্ষার্থীদের সংখ্যা যেমন কমিয়েছে ,পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার প্রবণতা কেউ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 

সবার প্রথমে আমরা জেনে নেই এই স্কলারশিপের জন্য কারা যোগ্য অথবা ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য? এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো:

ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য

Sl No.ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য
1পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ শিখ, বৌদ্ধ, জৈন, মুসলিম, পার্সি, প্রমূখ পড়ুয়ারা এই স্কলারশিপ এর সুবিধা পাবেন।
2বিগত পরীক্ষার নম্বর 50% হতে হবে।
3যাদের বার্ষিক আয় দুই লক্ষ টাকার মধ্যে।
4যারা পশ্চিমবঙ্গের যে কোন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যেমন- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠন রত।
5সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে PHD কোর্স পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপ টি পাবেন। 
6অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ এর ভাগ গুলি

ঐক্যশ্রী স্কলারশিপ কে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-

  1. Pre matric scholarship
  2. Post matric scholarship
  3. Merit-cum-Means Scholarship

ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনকারী শিক্ষার্থীদের যোগ্যতার বিবরণ দেওয়া হলো:

Pre matric scholarship যোগ্যতা :

  • শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 
  • Minority বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। 
  • শিক্ষার্থীকে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের স্বীকৃত শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। 
  • পূর্ববর্তী ফাইনাল পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বরে পাশ করতে হবে। 
  • পরিবারের বার্ষিক আয় দু লাখ লাখ টাকার মধ্যে হতে হবে।

Post matric scholarship যোগ্যতা:

  • অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • Minority বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। 
  • শিক্ষার্থীকে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের স্বীকৃত শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত বিদ্যালয়ে, কলেজ, বিশ্ব -বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। 
  • একাদশ শ্রেণি থেকে পোস্ট গ্রাজুয়েশনে পাঠরত শিক্ষার্থী রা এই স্কলারশিপের জন্য যোগ্য । 
  • পূর্ব বর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 
  • বার্ষিক আয় দুই লাখ টাকার মধ্যে হতে হবে।

Merit-cum-Means Scholarship যোগ্যতা:

  • মেরিটকাম মেন্স স্কলার্শিপ এর জন্য শিক্ষার্থীকে অবশ্যই কোনো টেকনিক্যাল কিংবা প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত থাকতে হবে অথবা পড়াশোনা করতে হবে। 
  • শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে । 
  • শিক্ষার্থী যেন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে । 
  • Higher Secondary, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে 
  • বার্ষিক আয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে।

ঐক্যশ্রী স্কলারশিপ 2022 কত টাকা

আগের পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী 50% এর বেশি নাম্বার পেয়েছে এবং এই স্কলারশিপের জন্য যোগ্য সে সকল ছাত্র-ছাত্রীদের টাকাটিকে দুটি গ্রুপে ভাগ করে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে। যথা- (1)Day scholars এবং (2)Hostellers

নিচের এই দুটি গ্রুপের টাকার পরিমান গুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হলো-

Day scholars জন্য টাকার পরিমান

Scholarship nameclass of studyAdmission Fees and Tuition FeeMaintenance FeeTotal
Pre matric scholarship1 থেকে 51100 1100
Pre matric Scholarship6 থেকে 1044001100 5500
Post matric scholarship11 থেকে 127700250010200
Post matric scholarship11 থেকে 12 (Technical,  Vocational Courses)11000250013500
Post matric scholarshipUndergraduate এবং Post Graduate Course330033006600
Post matric scholarshipM.Phil.330060009300
Merit-cum-Means ScholarshipMedical Engineering, Management, Law, Chartered Accountant, etc. courses22000550027500

Hostellers জন্য টাকার পরিমান

Scholarship nameclass of studyAdmission Fees and Tuition FeeMaintenance FeeTotal
Pre matric scholarship1 থেকে 500
Pre matric Scholarship6 থেকে 104400660011000
Post matric scholarship11 থেকে 127700420011900
Post matric scholarship11 থেকে 12 (Technical,  Vocational Courses)11000420015200
Post matric scholarshipUndergraduate এবং Post Graduate Course330063009600
Post matric scholarshipM.Phil.33001320016500
Merit-cum-Means ScholarshipMedical Engineering, Management, Law, Chartered Accountant, etc. courses220001100033000

Leave a Comment