প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023: অনলাইন আবেদন (ফর্ম ফিলাপ) | Apply Pradhan Mantri Awas yojana

আলোচ্য বিষয়: প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম ফিলাপ(অনলাইন আবেদন), Pradhan Mantri Awas Yojana in Bengali, প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন।

আজকে আমরা কথা বলবো Pradhan Mantri Awas Yojana বা প্রধান মন্ত্রী আবাস যোজনা সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকে হয়তো pm awas yojana সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকের অনেক doubtt আছে তাই এই পোস্ট মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদের PM Awas Yojana সম্পর্কে সম্পূর্ণ ভাবে পুরো তথ্য গুলি বিস্তারিত ভাবে জানাবার। তাহলে এবার আজকের আলোচনা শুরু করা যাক – 

Table of Contents

প্রধানমন্ত্রী আবাস যোজনা কি ?  

ভারতের প্রধানমন্ত্রী এখনকার নাগরিকদের জন্য Pradhan Mantri Awas Yojana চালু করেছেন। এর উদ্দেশ্য হলো ভারতের প্রত্যেক নাগরিক যাতে তাদের নিজেদের বাড়ি বানানো থেকে বঞ্চিত না হয়। এটা কেন্দ্র সরকার দ্বারা প্রতিষ্ঠিত একটি যোজনা। এখানে আপনাকে ব্যাংক থেকে লোন দেওয়া হয়, এবং সেই সঙ্গে সুদের একটি পরিমাণ ও চাওয়া হয় যেটা সময় মতো ব্যাংকে ফেরত দিতে হয়। এই সুদের পরিমাণ বেশিরভাগ সময়ই 9% হয়ে থাকে, এবং এই সুদের হারের উপর ব্যাংক আপনাকে 6.5% পর্যন্ত একটি subsidy দেবে। এর পর বাকি জে 2.5% বা 3% এর সুদ টা থাকবে সেটা আপনাকে pay করতে হবে।

Pradhan Mantri Awas Yojana 2023

যোজনা নাম-প্রধানমন্ত্রী আবাস যোজনা
শুরু করেন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
স্কিম্মটি শুরু হয়-22 জুন 20215
শ্রেণী-কেন্দ্র সরকার
সুবিধাটি পাবেন-দেশের নিম্নবিত্ত মানুষ
উদ্দেশ-নাগরিকদের পাকা বাড়ি প্রদান
আবেদন-অনলাইন/অফলাইন
সরকারি ওয়েবসাইট-https://pmaymis.gov.in/
হেল্পলাইন নম্বর-011-23063285, 011-23060484

PM Modi Awas Yojana in Bengali Benefits

  • একজন মানুষের বেছে থাকার জন্য সাধারণত খাদ্য, বস্ত্র ও বাসস্থান এই তিনটি জিনিস তো লেগেই থাকে। এবার যাতে প্রত্যেক সাধারণ মানুষ নিজের তৈরি একটি বাড়ি বানাতে পারে তার জন্য ভারত সরকার একটি scheme চালু করেছেন। যেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ( pm awas Yojana ) নামে পরিচিত। এর প্রধান উদ্দেশ্য হলো
  • এক একটি ভারতীয় নাগরিকদের যাতে নিজের নিজের বাড়ি থাকে। সেই জন্য এই যোজনা সমস্ত নাগরিক দের এক প্রকারের loan দিয়ে থাকে সুদের বিনিময়ে। 
  • এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আপনাকে কয়েকটি সাধারণ ডকুমেন্ট দিতে হবে।
  •  আপনি এখানে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন জানাতে পারেন।
  • যারা EWS ( Economically weaker section) এর under এ আছেন এবং প্রপার্টি কিনতে চাইছেন তাদের পরিবার মুখ্য সদস্য হিসাবে অবশ্যই একজন মহিলা কে উপস্থিত থাকতে হবে। 

এই loan এর দুটি category হয়ে থাকে। একটি হলো শহর ভিত্তিক loan আরেকটি হলো গ্রামীণ ভিত্তিক loan। শহর ভিত্তিক নাগরিকদের জন্য এই স্কিম June 2015 তে প্রথম বার চালু করা হয়। আর গ্রামীণ নাগরিকদের জন্য  আগে এই ব্যবস্থা একটি আলাদা স্কিম এর নামে চালানো হতো , এবং এখন এটি প্রধানমন্ত্রী আবাস যোজনা এর under এ যোগ করা হয়েছে।

How to check PAN link with Aadhar in Bengali

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম

প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জন্য যোগ্যতা

  • আপনার বয়স 25 years থেকে 55 years পর্যন্ত হতে হবে।
  • income certificate –  এখানে আবেদনকারী দের income কে 4 টি ভাগে ভাগ করা হয়েছে। যথা
  • EWS ( Economically weaker section ) এ যারা আছেন তাদের salary minimum 3 lakhs এর মধ্যে হতে হবে।
  • LIG ( Lower Income Group ) এ যারা আছেন তাদের salary 3 lakhs থেকে 6 lakhs এর মধ্যে হতে হবে।
  • MIG 1 ( Middle Income Group 1 ) এ যারা আছেন তাদের salary 6 lakhs থেকে 12 lakhs পর্যন্ত হতে হবে। 
  • MIG 2 ( Middle Income Group 2 ) এ যারা আছেন তাদের salary 12 lakhs থেকে 18 lakhs এর মধ্যে হতে হবে। 
  • আপনার কাছে আগে থেকে কোনো নিজস্ব ঘর থাকা যাবে না , আর যদি থাকে তাহলে আপনি এখানকার সুবিধা পাবেন না। 
  • আপনি আগে যদি কখনো কোনও scheme এর দ্বারা টাকা না নিয়ে থাকেন তাহলে ই আপনি এর সুবিধা পাবেন।  
  • আপনার কাছে অবশ্যই আঁধার কার্ড থাকতে হবে।
  • EWS আর LIG বিভাগে থাকা ব্যাক্তিরা যদি কোনো property কিনতে চান তাহলে তাদের পরিবারের মুখ্য সদস্য হিসাবে একজন মহিলা কে থাকতে হবে। 
  • আর যদি আপনি construction করাতে চান  বা others কোনো extension করাতে চান তাহলে কোনো মহিলার মালিকানা না থাকলেও হবে। 

আপনি যদি এই শর্ত গুলির অধীন হয়ে থাকেন তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ( pradhan mantri Awas Yojana ) পেয়ে যাবেন।

Pradhan Mantri Awas Yojana PMAY(Urban) Subsidy

Sectionবার্ষিক household আয়Carpet Area-Max Interest Subsidy (%)Subsidy calculated on a max loan ofMax Subsidy (Rs.)
EWS and LIG6 লাখ পর্যন্ত60 sqm6.50 %6 লাখ2.67 লাখ
MIG 16 থেকে 12 লাখ160 sqm4.00 %9 লাখ2.35 লাখ
MIG 212থেকে18 লাখ200 sqm3.00 %12 লাখ2.30 লাখ

প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pradhan Pantri Awas Yojana ) এর জন্য প্রয়োজনীয় Documents

আপনার পরিচয় এর প্রমাণ :- 

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • Pan card
  • Driving licence
  • সরকার দ্বারা জারি করা আপনার যেকোনো ফটোর পরিচয় পত্র
  • যেকোনো গেজেটেড অফিসার বা জনগণ দ্বারা স্বীকৃত একটি পরিচয় পত্র যা আপনাকে সমর্থন করে। 

আপনার ঠিকানার প্রমাণ :- 

  • পাসপোর্ট
  • রেশন কার্ড
  • Driving licence
  • আধার কার্ড
  • বিদ্যুৎ বিল 
  • টেলিফোন বিল
  • ভোটার কার্ড
  • ইউটিলিটি বিল
  • স্ট্যাম্প পেপারে ভাড়ার চুক্তি 
  • আপনার আবাসিক ঠিকানার প্রমাণ
  • সরকারি ভাবে স্বীকৃত একটি প্রমাণ পত্র যা আপনার ঠিকানা কে যাচাই করে নেয়। 
  • আপনার employer এর দ্বারা company letterhead কে দেওয়া একটি চিঠি। 
  • ব্যাংকের statement গুলো আপনার ঠিকানার details check করে। 
  • এবং সবার শেষে ক্রেডিট কার্ড statement গুলি আপনার ঠিকানা কে প্রদর্শন করে। 
  • পৌরসভা ও সম্পত্তির tax এর রশিদ। 
  • সম্পত্তি কেনার সময় চুক্তির প্রমাণপত্র।
  • পোস্ট অফিস থেকে জারি করা আপনার সেভিংস একাউন্ট এর ব্যাংক statement। সরকার বা পাবলিক সেক্টর থেকে জারি করা আপনার বা আপনার পরিবারের পেনশনের কাগজ পত্র।
  • আপনার employer এর কাছ থেকে licence এর চুক্তি পত্র।
  • আপনি যদি ভারতীয় না হয়ে থাকেন তাহলে ভারত সরকার দ্বারা জারি করা আপনার অনুমতি পত্র। 

এবার দেখা যাক কিভাবে আপনি online এর মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( pradhan mantri Awas Yojana ) পেতে পারেন ?

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন এপ্লিকেশন কিভাবে করবো

VISIT: pmaymis.gov.inCitizen AssessmentApply OnlineIn Situ Slum Redevelopment(ISSR)

(1)সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ( Pradhan Mantri Awas Yojana ) এর অরিজিনাল ওয়েবসাইট www.pmaymis.gov.in এ যেতে হবে। এরপর সেখানে গিয়ে সিটিজেন এসেসমেন্ট(Citizen Assessment) এ যেতে হবে। 

pmay apply

(2)এবার সেখানে online apply অপশন এ ক্লিক করতে হবে।  ক্লিক করার পর এখানে চারটি বিকল্প দেখাবে তার মধ্যে আপনার যোগ্য অনুযায়ী আপনার সঠিক বিকল্প টি তে ক্লিক করবেন। তারপর আপনার কাছে আধার কার্ড কিংবাভার্চুয়াল আইডি চাওয়া হবে, আপনি যেটা সুবিধা মনে করবেন সেটি দিয়ে ফিল করুন।

 (3)এবার আপনার কাছে একটি OTP আসবে যেটা দিয়ে আপনি পরের স্টেপ এ যেতে পারবেন। OTP দেওয়ার পর আপনার সামনে আবেদন করার জন্য একটি form চলে আসবে, যেখানে আপনার কাছে সাধারণ কয়েকটি ডকুমেন্ট চাওয়া হবে।

 সেগুলো ঠিকঠাক ভাবে ফিল আপ করা হয়ে গেলে সাবমিট করে দিন, তাহলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা লোন কিভাবে পাবো 

 প্রধানমন্ত্রী আবাস যোজনা লোন পাওয়ার জন্য় প্রথমত আপনি প্রধান মন্ত্রী আবাস যোজনা লোন এর নিজস্ব ওয়েবসাইট www.pmaymis.gov.in এ যান। সেখানে সিটিজেন এসেসমেন্ট অপশন টিতে গিয়ে এপ্লাই টিতে ক্লিক করুন। সেখানে আপনাকে ISSR বলে একটি অপশন দেখানো হবে সেখানে ক্লিক করলে আপনার কাছে তারা আপনার আধার কার্ড ও ভার্চুয়াল আইডি চাইবে আপনি আপনার সুবিধা মত একটি দিতে পারেন এরপর আপনার কাছে একটি OTP পাঠানো হবে, যেটা দিয়ে আপনি আবেদন এর র্ফম পাবেন। 

এবার OTP ঠিকঠাক বসিয়ে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে আবেদন এর জন্য এপ্লাই ফর্ম টি ওপেন হয়ে গেছে। এবার সেই form এ গিয়ে আপনার কাছ থেকে যা যা চাওয়া হবে সব তথ্য গুলো সঠিক ভাবে ঠিকঠাক করে বসিয়ে form টি পুরো ফিল আপ করে নিন তারপর submit এ ক্লিক করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অনলাইন এপ্লাই

ভারত সরকার দ্বারা প্রচলিত প্রধান মন্ত্রী আবাস যোজনা এর সাহায্য পাওয়ার জন্যে প্রথমে আপনাকে এর অনলাইন এ একটি অরিজিন্যাল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন সিটিজেন এসেসমেন্ট বলে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করে পর আপনার সামনে ISSR বলে একটি নতুন অপশন চলে আসবে। 

সেখানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে তারা আপনার কাছে আধার কার্ড বা ভার্চুয়াল আইডি চাইবে এবার আপনাকে এর মধ্যে যেকোনো একটি দিয়ে ফিল আপ করতে হবে তাহলে তারা আপনার কাছে একটি OTP পাঠাবে সেটা বসিয়ে দিয়ে আপনাকে আবেদন করার জন্য জে form টি আছে সেটি নিতে হবে। সেখানে আপনার কাছে খুবই কমন কয়েকটি ডকুমেন্ট চাওয়া হবে। সেগুলো ঠিকঠাক বসিয়ে দিলে সাবমিট এ ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে আবেদন করবো 

প্রধান মন্ত্রী আবাস যোজনা এর সাহায্য নিজের বাড়ি তৈরি করতে হলে,  এখানে যদি আপনি অনলাইন এর মাধ্যমে আবেদন জানতে চান তাহলে আপনাকে প্রথমেই এর জে অরিজিন্যাল ওয়েবসাইট টি আছে সেখানে গিয়ে ভিজিট করতে হবে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন সিটিজেন এসেসমেন্ট বলে একটি বিকল্প রয়েছে। 

সেখানে এপ্লাই বলে একটি অপশন রয়েছে, এবার ওখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ISSR বলে একটি অপশন  রয়েছে। সেখানে গেলে আপনাকে আধার কার্ড বা ভার্চুয়াল আইডি যেকোনো একটি দিতে হবে। 

তাহলে আপনার কাছে তারা একটি OTP পাঠাবে যেটা দিয়ে আপনি আবেদন এর জন্য form পেতে পারেন। এবার সেই OTP বসিয়ে আপনাকে আবেদনের জন্য র্ফম টি নিতে হবে। সেখানে আপনার কাছে কয়েকটি ডকুমেন্ট চাওয়া হয়। সেগুলো ঠিকঠাক ভাবে পূরণ করার পর সাবমিট বলে একটা অপশন আপনি ওখানে দেখতে পাবেন সেটিতে ক্লিক করলে আপনার এপ্লাই এর কাজ শেষ। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইনে ফর্ম ফিলাপ 

PM awas Yojana এর সাহায্যে নিজের বাড়ি তৈরি করতে হলে এখানে আবেদন করার জন্য আপনাকে এর জে অরিজিন্যাল ওয়েবসাইট টি আছে সেখানে ভিজিট করতে হবে। সেখানে আপনি সিটিজেন এসেসমেন্ট বলে একটা অপশন থাকবে। ওখানে ক্লিক করার পর এপ্লাই বলে একটি অপশন থাকবে। সেখানে গিয়ে ISSR নামে একটি অপশন পাবেন। সেখানে আপনার কাছে আধার কার্ড বা ভার্চুয়াল আইডি এর যেকোনো একটি ডকুমেন্ট দিতে হবে। তারপর আপনার কাছে কিছুক্ষনের মধ্যেই একটি OTP আসবে। OTP বসিয়ে আপনাকে আবেদন এর জন্য জে form টি আছে সেটি নিতে হবে। সেখানে আপনাকে সাধারণ কয়েকটি ডকুমেন্টস দিয়ে পুরো form টি ফিলাপ করতে হবে। তারপর সাবমিট বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার আবেদন গ্রহণ করা হবে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন 

প্রধান মন্ত্রী আবাস যোজনা এর দ্বারা নিজের বাড়ি বানানোর জন্য আপনাকে এখানে আপনাকে সবার প্রথমে আবেদন জানতে হবে। আর আপনি যদি অনলাইন এ আবেদন জানতে  চান তার জন্য এর জে অরিজিনাল ওয়েবসাইট টি আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে সিটিজেন এসেসমেন্ট বলে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করলে এপ্লাই বলে অপশন আপনার সামনে চলে আসবে। ক্লিক করলে আপনি ISSR বলে একটি বিকল্প দেখতে পাবেন। সেখানে গেলে আপনাকে আপনার আধার কার্ড বা ভার্চুয়াল আইডি এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট দিতে হবে। তারপর OTP তে ক্লিক করলে আপনার কাছে একটি OTP আসবে যার দারা আপনি আবেদন এর ফর্ম টি পাবেন। এবার সেই OTP বসিয়ে দিলে আপনাকে  আবেদন এর জে আসল ফর্ম টি আছে সেটি দেওয়া হবে। সেখানে আপনার কাছে যা যা ডকুমেন্ট চাওয়া হবে সেগুলো সব ঠিকঠাক বসিয়ে সাবমিট করে দিলে আপনার আবেদন তারা গ্রহণ করবে। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম কোথায় পাওয়া যাবে

ভারত সরকার দ্বারা প্রচলিত প্রধান মন্ত্রী আবাস যোজনা তে অনলাইনে আবেদন জানতে হলে আপনাকে প্রথমে এর জে অরিজিনাল ওয়েবসাইট টি আছে সেখানে যেতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন জে সিটিজেন এসেসমেন্ট বলে একটি বিকল্প আছে। সেখানে ক্লিক করলে এপ্লাই বলে একটি অপশন দেখাবে।

 সেখানে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে ISSR নামে একটি বিকল্প চলে আসবে। সেই অপশন এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে তারা আপনার আধার কার্ড বা ভার্চুয়াল আইডি চাইছে। এবার আপনি এর মধ্যে যেকোনো একটি দিতে পারেন। দিয়ে দিলে তারা আপনাকে একটি OTP পাঠাবে সেটা দিয়ে আপনি আপনার আবেদন এর ফর্ম টি পাবেন। 

সেখানে তারা আপনার কাছে কয়েকটি সাধারণ ডকুমেন্টস দিতে বলবে। সেগুলো আপনাকে সম্পূর্ণ ঠিকঠাক ভাবে বসিয়ে পুরো জে ফর্ম টি আছে সেটি ফিলাপ করতে হবে। তারপর সাবমিট এ ক্লিক করলেই আপনার জে আবেদন প্রক্রিয়া আছে সেটি শেষ হবে। 

  এই ছিল আজকের আলোচনা। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের সহজ ভাষায় পুরো ব্যাপারটা বোঝানোর। তাই তাহলে আশা করি আপনাদের এই প্রধান মন্ত্রী আবাস যোজনা ( PM Awas Yojana ) কে নিয়ে যে যে doubt গুলো ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দিচ্ছে?

MIG 1 এর ক্ষেত্রে 9 লাখ MIG 2 এর ক্ষেত্রে 12 লাখ

প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর্ম ফিলাপ কিভাবে করবো?

প্রধান মন্ত্রী আবাস যোজনা র্ফম ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে এর জে অনলাইন এ অরিজিনাল ওয়েবসাইট টি  আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনি সিটিজেন এসেসমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। 
সেখানে ক্লিক করলে আপনি এপ্লাই বলে একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করার পর আপনি ISSR বলে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে আধার কার্ড ভার্চুয়াল আইডি চাওয়া হয়েছে। 
এবার এর মধ্যে যেকোনো একটি দ্বারা ফিল আপ করলে আপনার কাছে তখনই একটি OTP আসবে যেটা দিয়ে আপনি আবেদন করার র্ফম পাবেন। OTP দেওয়ার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে আবেদন করার জন্য। সেখানে আবেদন করার জন্য কয়েকটি ডকুমেন্ট আপনার কাছে চাওয়া হবে। এবার সেগুলো আপনাকে সঠিক ভাবে পূরণ করে সাবমিট অপশন এ ক্লিক করতে হবে। তাহলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ। 

3 thoughts on “প্রধানমন্ত্রী আবাস যোজনা 2023: অনলাইন আবেদন (ফর্ম ফিলাপ) | Apply Pradhan Mantri Awas yojana”

Leave a Comment