পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এপ্লাই, ফর্ম PDF, যোগ্যতা (West Bengal Bhabishyat Credit card Scheme form, online apply) পশ্চিমবঙ্গের Self-Employment/entrepreneur দের ব্যবসায়িক দিক থেকে আর্থিক সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন স্কিম শুরু করেছেন যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।
এই ক্রেডিট কার্ড দ্বারা ব্যবসার উন্নতির জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। যার মধ্যে ২৫ হাজার টাকার ভুগতান সরকার নিজেই দেবেন।
পশ্চিমবঙ্গে MSMEs এর প্রমোশন এবং ডেভেলপমেন্ট এর জন্য যাতে পশ্চিমবঙ্গের তরুণ যুবক যুবতিরা তাদের স্বনির্ভর ব্যবসা শুরু করতে পারে তার জন্য এই পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের শুরু করা হয়েছে।
এই scheme টির নাম হল West Bengal Bhabishyat Credit card Scheme (যা পরে WBBCCS নামে উল্লেখিত বা short form হবে)। এই স্কিমটির পশ্চিমবঙ্গে তরুণ-যুবক যুবতীদের উন্নত্ত ভবিষ্যতের জন্য গড়ে উঠেছে।
Table of Contents
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম কি?
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম হল পশ্চিমবঙ্গের যুব সমাজের ব্যবসায়িক প্রকল্পের উন্নতি সাধন ও আর্থিক সহায়তার জন্য ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকার লোন দেওয়ার সুব্যবস্থা করেছেন। এই পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এর মাধ্যমে প্রত্যেক বছর 2 লক্ষ যুবকেরা সুবিধা পাবে। এই লোনের একটি প্রধান সুবিধা হল সরকার নিজেই ২৫ হাজার টাকা ভুর্তকি দেবেন।
এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত দু লক্ষ যুবক যুবতীরা তাদের সনিযুক্ত ক্ষুদ্র মূলক কর্মে, ক্ষুদ্রউদ্যক্ত সংস্থা প্রতিস্থাপনের জন্য maximum পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন পাবে। যার ফলে কর্মসংস্থানের একাধিক সুযোগ উপলব্ধ হবে।
রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্পের ব্যায়ের 10% অর্থ মার্জিন money হিসেবে সর্বোচ্চ 25000 টাকার ভর্তুকি বাবদ প্রদান করবে এবং ১৫% গ্যারান্টি দেবে। যার জন্য সাড়ে 300 কোটি টাকা বরাদ্দ করেছে।
West Bengal Bhabishyat Credit card Scheme 2023
স্কিমের নাম | পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম |
শুরু হওয়ার সময় | 1 এপ্রিল 2023 |
সুবিধাটি পাবে | পশ্চিমবঙ্গের ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত যুব সমাজ |
সর্বাধিক লোনের পরিমাণ | 5 লাখ টাকা |
আবেদন পক্রিয়া | দুয়ারে সরকার ও অনলাইন Application |
পরিবারে কতজন পাবে | প্রতিটি পরিবার থেকে একজন |
অফিসিয়াল ওয়েবসাইট | https://bccs.wb.gov.in/ |
স্কিম প্রকার | পশ্চিমবঙ্গ সরকার |
উদ্দেশ্য | ব্যবসাতে আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের বৃদ্ধি ঘটানো |
Bhabishyat Credit card online application process
Bhabishyat Credit card online apply শুরু হয়ে গেছে। এখন online পদ্ধতির মাধ্য়মেও আপনারা Bhabishyat Credit card এর জন্য apply করতে পারবেন। Bhabishyat Credit card এর apply করার জন্য একটি নির্দিষ্ট portal তৈরি করা হয়েছে যেখানে সকলে online apply করতে পারবেন।
Bhabishyat Credit card online Apply:
- Bhabishyat Credit card online apply করার জন্য প্রথমে (https://bccs।wb।gov।in/apply_online) website যান।
- Website এ থাকা apply online- এ click করুন।
- সেখানে apply করার গাইডলাইন দেওয়া হয়েছে, online apply এর সাথে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করতে তার একটি লিস্ট দেওয়া হয়েছে এবং আবেদনের জন্য একটি ব্ল্যাক ফ্রম এর পিডিএফটি দেওয়া হয়েছে।
- Online apply করার পূর্বে আপনার একটি user id ও password দিয়ে sign in করতে হবে।
- User id ও password এর creat করার জন্য red color text এ থাকা “click here to Registration” এ click করুন।
- এরপর Registration form এ আপনার name, email id, mobile number ও OTP fill up করে, ‘I agree to privacy policy” click করে Register হয়ে যাবেন।
- এরপর একটি নতুন password create করে, আপনার প্রাপ্ত User id ও নতুন create করা password দিয়ে পোর্টালে হয়ে যান Bhabishyat Credit card online apply এর জন্য়।
Bhabishyat Credit card online applyটি দুটি স্টেপের সম্পূর্ণ হবে। প্রথম স্টেপে personal details ও project details এবং দ্বিতীয় স্টেপে documents upload।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন এপ্লাই
(1) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন এপ্লাই Step 1 ফর্মে আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবার নাম, আবেদনকারীর date of birth(জন্ম-তারিখ), applicant এর অধার নাম্বার, applicant এর full address, প্রোজেক্টের full address, আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও প্রোজেক্টের নাম এবং ব্যাংকের নাম ও ব্যাংকের full address গুলি লিখতে হবে।
(2) Applicant যদি SC/ST/OBC/PHC/Minority মধ্যে যেটি হবে সেটি tick করবেন. Applicant karmasathi prakalpa apply করেছেন কি না সেটি tick করবেন।
(3) এগুলি fill up করার পর signature এর একটি ছবি আপলোড করে, ওপরের tick box click করে “Proceed to Step 2” click করুন।
(4) Step 2 তে আবেদনকারীর photo identity proof, residence proof, age proof, project report details upload করতে হবে।
এই ছিল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইনে এপ্লাই করার কিছু নির্দেশাবলী।
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম উদ্দেশ্য
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটির উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের যুবক যাদের entrepreneurial দক্ষতা রয়েছে এবং যারা যারা নিজস্ব কোন ব্যবস্থা স্থাপনের মাধ্যমে স্বনির্ভর হতে চায় তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা।
এই স্কিমটি সাহায্য করবে self employment এর বৃদ্ধি ঘটানো, সকলের ইনকামের বৃদ্ধি ঘটানো, যাতে সকলে financially independent হতে পারে এবং এই স্কিমের ফলে পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরে কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি ঘটানো হবে।
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম শুরু হওয়ার সময় কাল
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটি ২০২৩ সালে ১ই এপ্রিল থেকে শুরু হবে। স্কিমটি পশ্চিমবঙ্গের শহর ও গ্রামীণ দুই এলাকাতেই শুরু হবে। প্রতি বছর দু’লক্ষ যুবক এই স্কিমের আওতায় সুবিধা পাবে।
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের যোগ্যতা:
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটির যোগ্যতা হল:
- স্কিম গ্রহণকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর ধরে বসবাস করতে হবে।
- Motor transport workers এবং Building ও অন্যান্য construction workers যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তারা সকলেই যোগ্য।
- একটি পরিবার থেকে কেবল একটি ব্যক্তি এই স্কিমটির জন্য আবেদন করতে পারবে। এখানে family কথার অর্থ self বা spouse।
- পরিবারের বার্ষিক ইনকামের কোন মানদন্ড উল্লেখ নেই অর্থাৎ ইনকাম যাইহোক সকলেই আবেদন করতে পারে।
Bhabishyat Credit card Scheme Applicability
- সকল প্রকার ব্যবসা যার দ্বারা অর্থ উপার্জন করা যায়, এই রুপ সকল ব্যবসার জন্য এই লোন পাওয়া যাবে। যেমন- কোন কিছুর manufacturing, service, trading, Business farm sector (যেমন- দুধ, হাঁস, মুরগি, মাছ ইত্যাদি পালন) সবই গ্রহণযোগ্য হবে।
- Bhabishyat Credit card Scheme এর আন্ডারে new এবং existing উভয় প্রকারের unit এর জন্য term loan or working capital loan বা composite loan এর জন্য আপনারা আবেদন করতে পারবেন।
- যে সকল applicant যারা ‘Karmasathi Prakalpa’ জন্য sponsored করা হয়েছিল কিন্তু 1st এপ্রিল ২০২৩ এর মধ্যে অনুমোদিত হয়নি, তাদের সকলকে এই Bhabishyat Credit card Scheme এর মধ্যস্থ স্থানান্তর করা হবে।
কারা পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে যোগ্য নয় / আবেদন করতে পারবে না
- সরকারি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কোন ব্যক্তি এবং তার পরিবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের জন্য যোগ্য নয়।
- Bank অথবা কোন Financial Institute এর অধীনে থাকা Defaulter borrower রা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের জন্য যোগ্য আবেদন করতে পারবে না।
কোন কোন ব্যাংক দ্বারা Bhabishyat Credit card Scheme লোন প্রদান করা হবে?
Bhabishyat Credit card Scheme এর লোন দেওয়ার জন্য যোগ্য ব্যাংক গুলি হল: সকল Scheduled Public Sector Banks, Private Sector Banks, Regional Rural Banks, Small Finance Banks, Cooperative Banks এছাড়াও নির্ধারণ r Lending Institution দ্বারা Bhabishyat Credit card Scheme স্কিমের লোন প্রদান করা হবে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের পদ্ধতি:
আবেদনের প্রকার:
- সমস্ত জেলার prospective এবং potential entrepreneurs দের কাছ থেকে বিজ্ঞাপন করার মাধ্যমে এই প্রকল্পের প্রস্তাবটি জানানো হবে।
- গ্রামীণ এলাকাগুলিতে পঞ্চায়েত রাজ সংস্থা গুলির দ্বারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এর প্রচার করা হবে।
- ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এর জন্য একটি ডেডিকেটেড পোর্টাল ডেভেলপ করা হবে, যেখানে অনলাইন এপ্লিকেশন গুলি সাবমিট করা হবে।
Screening of Applications:
লোন প্রদানকারী ইনস্টিটিউট গুলিতে এপ্লিকেন্সের গুণগত মান নিশ্চিত করার জন্য MSMET Department দ্বারা preliminary Block Level Screening Committee কে নোটিফাইড করা হবে গ্রামীণ এলাকার application গুলি চেক করার জন্য।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনর জন্য যে ফর্মটি রয়েছে তা নিচে দেওয়া হয়েছে। সেখানে থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। ফর্মটি ফিলাপ কিভাবে করবেন তা সম্পর্কে জেনে নিন।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন ফর্ম ফিলাপ
- এক নম্বরে আবেদনকারী পুরো নামটি লিখতে হবে।
- দু নম্বরে আবেদনকারী পিতা-মাতা বা অভিভাবকের নামটি লিখতে হবে।
- আবেদনকারীর জন্ম তারিখ অর্থাৎ date-of-birth লিখতে হবে।
- আবেদনকারী পুরুষ না মহিলা তা লিখতে হবে। পুরুষ হলে পুরুষের বক্সে right tick এবং মহিলা হলে মহিলার বক্সে right tick দেবে।
- আবেদনকারী বিবাহিত হলে তার স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করতে হবে।
- আবেদনকারী যোগাযোগের সম্পূর্ণ ঠিকানাটি লিখতে হবে, ফোন নাম্বার সহিত।
- প্রকল্পটি যেখানে করা হবে সেখানকার সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার সহিত লিখতে হবে।’
- এরপর আবেদনকারী education qualification টা লিখতে হবে।
- এরপর আবেদনকারী তপঃজাতি/তপঃ-উপজাতি/ বিশেষভাবে সক্ষম/ সংখ্যালঘু/ সাধারণ এর মধ্যে যার অন্তর্গত হবে সেটিকে চিহ্নিত করতে হবে।
- আপনার প্রকল্পের নামটি লিখতে হবে।
- আবেদনকারী লোন নেওয়ার জন্য যে ব্যাংকের মাধ্যমে নেবে সে bank name ও ঠিকানাটি লিখতে হবে।
- এরপর আপনি যদি এর আগে কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন। তাহলে সেটি উল্লেখ করবেন হ্যাঁ বা না আকারে। কর্মসাথী প্রকল্পতে আবেদন করে থাকলে ‘হ্যাঁ’ এবং না করে থাকলে ‘না’।
- ১৮ নম্বরে আবেদনকারীর আধার নাম্বারটি লিখবেন।
এরপর আবেদনকারী কে স্বাক্ষর (signature) করার মাধ্যমে একটি স্বীকারোক্তি স্বীকার করতে হবে। এই স্বীকারোক্তিতে মূলত উল্লেখ রয়েছে যে আবেদনকারী বা তার পরিবারের কোন সদস্য কর্ম সাথী প্রকল্প বা রাজ্য বা কেন্দ্রিক সরকারের ভুর্তুকিযুক্ত কোন প্রকল্প থেকে কোন প্রকারের আর্থিক সহায়তা পায়নি এবং আবেদনকারী ও আবেদনকারী পরিবারের সদস্য ব্যাংকের ঋণখেলাপকারী নয়।
এরপর আশি আবেদনকারীকে আবেদনপত্রের সাথে কোন কোন কোন প্রয়োজনীয় কাগজপত্র গুলি জমা দিতে হবে।
- নিজের সচিত্র পরিচয় পত্র (সংযোজিত তালিকার যেকোনো একটি)
- বসবাসের প্রমাণপত্র ও
- বয়সের প্রমাণপত্র
- প্রকল্পের বিবরণ
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ফর্ম ফিলাপ জমা
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ফিলাপ করা ফর্মটি আপনারা দুই ভাবে জমা দিতে পারবেন।
প্রথমত: আপনার এলাকার নিকটবর্তী দুয়ারের সরকারে আপনি এই ফর্মটি ফিলাপ করে সাথে
প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি অ্যাটাচ করার মাধ্যমে জমা দিতে পারেন।
দ্বিতীয়ত: এই ফর্মটি আপনি অনলাইন ফিলাপ করার মাধ্যমে দিতে পারেন। ফর্মটি অনলাইন সাবমিট করার জন্য সরকার দ্বারা একটি ডেডিকেটেড আলাদা পোর্টাল তৈরি করা হবে। যেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অনলাইন আবেদনপত্র গুলির ফর্ম গুলি সাবমিট করা হবে।
অন্যান্য যোজনা: আধার কার্ড প্যান কার্ড লিংক স্টেটাস
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ফর্ম PDF
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটির (PDF) পিডিএফটি ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্ক উপলব্ধ করা হয়েছে।
Next: Mahila Samman saving certificate How to Open
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পাওয়া যাবে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কারা কারা আবেদন করতে পারবে?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য় 18 থেকে 45 বছর পর্যন্ত পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা তবে আবেদন কারিকে কর্মসাথি প্রকল্পের সুবিধা পেলে যোগ্য় হবে না এছারাও Financial Institute এর Defaulter borrower রাও করতে পারবে না এবং Central/State Government/Government এর Employees ও তাদের পরিবাররা আবেদন করতে পারবে না।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম কবে থেকে শুরু হয়?
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমটি 1st april 2023 থেকে শুরু হয়।
আশা রাখি এই পোষ্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit card Scheme) সম্পর্কে সমস্ত তথ্য জানতে পেরেছেন। এই স্কিমটির আবেদনের যোগ্যতা, স্কিমটির সুবিধা কি কি, ফর্মটি কোথা থেকে পাবেন এ সমস্ত তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে।
আপনার পরিচিত যুবক যুবতী যারা ব্যবসা-বাণিজ্য করতে চান এবং আর্থিক সহায়তার প্রয়োজন তাদের এই Bhabishyat Credit card Scheme টি খুবই সাহায্য করবে। তাই তাদের কাছে Bhabishyat Credit card Scheme টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি শেয়ার করবেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.
500000 lack