e-RUPI in Bengali: আমরা এখন যে নগদ টাকা ব্যবহার করি সেগুলি আসে RBI এর কাছ থেকে। এই নগদ টাকা গুলি RBI ছাপায়, তবে টাকাগুলি আমরা RBI এর কাছ থেকে সরাসরি নিতে পারি না। RBI এর নিচে অনেক ব্যাংক রয়েছে।
এই ব্যাঙ্কগুলিকে RBI টাকা প্রদান করে এবং আমরা ব্যাংকের কাছ থেকে টাকা জমা-তোলা করতে পারি। এক্ষেত্রে প্রথমে RBI নোট গুলিকে ছাপায়, তারপর ব্যাংক গুলি কে দেয় তারপর ব্যাংকের কাছ থেকে মার্কেটে টাকা আসে।
আবার নোট বা টাকা ছিড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে টাকাটি ব্যাংকে জমা দিতে হয় এবং ব্যাংক ছেঁড়া নোট RBI কে ফেরত দেয়। RBI তখন ছেঁড়া নোটের বদলে আবার সমান মূল্যের নতুন নোট ছাপায়।
এই নগদ টাকা গুলি ছাপাতে তার নিজস্ব একটি খরচ রয়েছে। তারওপর নোটের ট্রান্সপোর্টিং এর খরচ রয়েছে। নোটগুলিকে ছাপিয়ে ব্যাংকের কাছে পাঠাতে হয়। আবার যখন ব্যাংকের কাছে টাকা বেশি জমে যায় তখন ব্যাংক টাকা RBI কে দিয়ে দেয়।
গত বছর শুধু নোট ছাপাতে RBI কে প্রায় ৫ হাজার কোটি টাকা স্পেন্ড করতে হয়েছে। কিন্তু digital rupee বাজারে আসার ফলে এই প্রিন্টিং এর খরচ বেঁচে যাবে। এছাড়াও বাজারে অনেক নকলি নোট এর ব্যবহার করা হয় এগুলিও বন্ধ হয়ে যাবে।
Table of Contents
e-RUPI কি
এতসবের বদলে RBI ভাবেন কেননা টাকা ছাপিয়ে দেওয়ার পরিবর্তে টাকার ফটো বানিয়ে এবং প্রত্যেক ফটোর একটি ইউনিক নাম্বার দিয়ে, এই টাকা ব্যাংক গুলির মাধ্যমে না দিয়ে সরাসরি user দেরকে দেবে। এর জন্য RBI এখন physical টাকার বদলে নিয়ে আসেন (e–RUPI) ই-রুপি।
e-RUPI এর অর্থ
e-RUPI বা Digital Rupee ডিজিটাল কারেন্সির মতো কাজ করবে। একে CBDC বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বলা হয়। এই e-RUPI হল ভারতীয় মুদ্রার একটি ডিজিটাল স্বরূপ। এই Digital currency ব্যবহার করা সম্পূর্ণ আইনসম্মত এবং এই e-RUPI কে সরাসরি RBI দ্বারা নিয়ন্ত্রণ করা হবে।
এই cash এর লেনদেন e-RUPI app দ্বারা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে প্রদান করা হবে। সরল ভাষায় আমরা যে নগদ টাকা ব্যবহার করে তার ডিজিটাল রূপ হলো e-RUPI।
কোন ব্যাংকগুলি e-RUPI issue করতে পারবে
NPCI দ্বারা e-RUPI transaction করার জন্য ১১ টি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করা হয়েছে। ব্যাংক যা e-RUPI issue করতে পারবে এমন ১১ টি ব্যাংকের নাম হলো-
State Bank of India | Bank of Baroda | HDFC Bank |
Union Bank of India | Canara Bank | ICICI Bank |
Punjab National Bank | Indian Bank | Axis Bank |
Kotak Mahindra Bank | IndusInd Bank | – |
e-RUPI কিভাবে কাজ করে
ই-রুপির ব্য়বহার হবে RBI এর অ্যাপ দ্বারা। এই অ্যাপ এর মধ্যে Crypto Wallet এর মত ওয়ালেট থাকবে যেখানে ডিজিটাল রুপিগুলি রাখা যাবে।
এর মাঝে কোন ব্যাংক জড়িত থাকবে না। এখানে প্রত্যেক নোটের ফটো থাকবে, দশটি ১০০ টাকার ফটো থাকলে আপনার কাছে এক হাজার টাকা থাকবে। আর প্রত্যেক নোটের একটি ইউনিক নাম্বার থাকবে যা RBI দ্বারা ইশু করা হবে।
ই-রুপি পাইলট প্রজেক্ট কবে থেকে শুরু হবে?
আপতত 1 December থেকে এর পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে। কিছু সিলেক্টেড মার্চেন্ট কে QR code প্রদান করা হয়েছে। যাদের কাছে এই Digital Rupee App রয়েছে তারা এই digital currency টিকে লেনদেন করতে পারবে।
ইরুপি এবং ক্রিপ্টোকারেন্সি কি এক?
ই-রুপি এবং ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ আলাদা। ক্রিপ্টোকারেন্সির মূল্য স্থির নয়, বাড়তে বা কমতে পারে। ই-রুপির মূল্য স্থির, ই-রুপি আমাদের ফিজিক্যাল টাকার মত দশ টাকার ই-রুপির মূল্য ১০ টাকায়।
ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজড এটি লিগাল টেন্ডার নয় যা blockchain technology ব্যবহার করে গড়ে উঠেছে। অন্যদিকে ই-রুপিকে RBI নিয়ন্ত্রণ করে। ই-রুপির ব্যবহার সম্পূর্ণ লিগাল। ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন মাইনিং করা যায়। কিন্তু ই-রুপির মাইনিং করা যাবেনা।
ক্রিপ্টো কারেন্সি ডিসেন্ট্রালাইজড হওয়ায় এটিকে কোন ব্যাংক বা সংস্থা রেগুলেট করে না কিন্তু ই-রুপি সম্পূর্ণভাবে রেগুলেটেড রয়েছে। এটি RBI দ্বারা অনুমতিপ্রাপ্ত।
e-RUPI এবং UPI এর পার্থক্য়
UPI এর মাধ্য়মে টাকা পাঠানোর জন্য় UPI id থাকা প্রয়োজন। UPI এপ্লিকেশনটি তখনি ব্যবহার করতে পারবেন যখন আপনার কাছে কোন ব্যাংকের একাউন্ট খোলা থাকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথমে ফিজিক্যালি টাকা ডিপোজিট করতে হবে।
তখনই আপনি এক UPI থেকে আরেকটি UPI তে টাকা পাঠাতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক টু ব্যাংক টাকা প্রদান করা হচ্ছে। কিন্তু ডিজিটাল রুপি বা ইরুপী এর ক্ষেত্রে ব্যাংকের কোন ভূমিকা থাকবে না। RBI আমাদেরকে ডাইরেক্ট Digital Rupee App এর ওয়ালেটে টাকা পাঠাবে।
এক্ষেত্রে কাউকে যদি এই ডিজিটাল রুপি পাঠাতে হয় তবে তার কাছে ব্যাংকের একাউন্ট থাকুক বা না থাকুক, এতে কোন অসুবিধা হবে না। তার কাছে এই Digital Rupee App এর ওয়ালেট থাকলেই আমরা সহজে আমার ওয়ালেট থেকে তার ওয়ালেটে টাকা পাঠাতে পারবো।
ই-রুপি ব্যবহারের সুবিধা
আসুন এবার জেনে নিই ই-রুপি সুবিধা গুলি। e-RUPI ব্যবহারের বিভিন্ন সুবিধা গুলি হল নিম্নরূপ।
- ই-রুপি ব্যবহারের জন্য কোন প্রকার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই।
- আপনার লিমিটেড অ্যামাউন্ট এর ডিজিটাল কারেন্সি লেনদেনের উপর RBI কোন রেকর্ড রাখবে না।
Consumer দের সুবিধা
- এখানে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষিত থাকে। ব্যবহারকারীকে redemption এর সময় ব্যক্তিগত তথ্য প্রদান করার প্রয়োজন হয় না।
- ই-রুপি Redeem করার পদ্ধতিটি খুবই সহজ। মাত্র দুটি ধাপে এটি সম্পূর্ণ হয়।
- ব্যবহারকারীকে voucher এর প্রিন্ট আউট সঙ্গে নিয়ে ঘোরার প্রয়োজন হয় না।
- ব্যবহারকারীর কাছে ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ না থাকলেও, এই voucher টি redeem করতে পারবে।
Merchaints দের সুবিধা
- Voucher টি ভেরিফিকেশন কোড এর দ্বারা অনুমোদিত যার ফলে এর ব্যবহার খুবই সহজ এবং সুরক্ষিত।
- এটি ব্যবহারের জন্য কোন প্রকার card বা cash এর প্রয়োজন নেই।
- এর redeem করার প্রসেসটি খুবই দ্রুত যা কয়েক সহজ ধাপের সম্পূর্ণ হয়।
ই-রুপি কাকে বলে?
ই-রুপি হল ডিজিটাল লেনদেন করার একটি মাধ্যম। এটি একটি Digital Voucher যা QR কোড বা SMS এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। যা আমাদেরকে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট করার সুবিধা প্রদান করে তুলেছে।
e-RUPI ব্যবহারের জন্য ব্যাংক একাউন্ট এর প্রয়োজন আছে?
e-RUPI ব্যবহারের জন্য ব্যাংক একাউন্ট খোলার কোন প্রয়োজন নেই। এটি SMS এবং QR code দ্বারা হবে।
e-RUPI ফুল ফর্ম কি?
e-RUPI ফুল ফর্ম হল ইলেক্ট্রনিক রুপি (Electronic Rupee)।
আশা রাখি আপনাদেরকে আমাদের এই লেখা ই-রুপি কি এবং এই ই-রুপি কিভাবে কাজ করে ভালো লেগেছে। ই-এছাড়াও ই-রুপি ব্যবহারের সুবিধা গুলি জানতে পেরেছেন। এটি ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
I’m Sourav, (BA) Graduate. Specialized content writer. Get accurate information from Moneygita.
khub sundar bhabe e-RUPI baparta jana galo, many many thanks to you.
Thanks Somen