HS Question Paper 2024 (Science, Arts) West Bengal Board PDF

Download HS Question paper 2024 All Subject (Science, Arts, Commerce) PDF for free.

2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার question paper গুলির PDF ডাউনলোড লিঙ্ক এ আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে. Clas 12 HS Exam এর তিনটি স্ট্রিম যথা- science, arts and commerce এই তিনটি স্ট্রিমের question paper গুলির এখান থেকে ডাউনলোড করতে পারবে।

 প্রতিটি স্ট্রিমের ডিফারেন্ট হেডিং করে তার মধ্যে প্রতিটি সাবজেক্ট এর লিস্ট দেওয়া হয়েছে। সাবজেক্ট গুলিতে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করার পেজে চলে যাবে ও সেখান থেকে ডাউনলোড করতে পারবে। 

পরের বছর ২০২৪ সালে HS exam এর শিক্ষার্থীদের এই বছরের question paper খুবই সাহায্য করবে. এতে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় প্রশ্নের ধরন কেমন। কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশী থাকে ও পরীক্ষার নম্বর বিভাজন কেমন কোন প্রশ্নের কত নম্বর আছে, কোন চ্যাপ্টার থেকে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে।

এছাড়া প্রতিটি কোশ্চেনের question প্যাটার্ন টি কিরূপ হয় তা সম্পর্কে আর্টিকেল গুলিতে লেখা হয়েছে তোমরা অবশ্যই কোশ্চেন প্যাটার্নটি পরবে যার ফলে পরীক্ষা সিলেবাস সম্পর্কে অবগত হতে পারবে।

HS Question Paper 2024 WBCHSE

AboutWest Bengal HS Question Paper 2024
Board NameWest Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
ExamHS Exam 2024
Class12
StreamScience, Arts and Commerce
Exam Date(14 march – 27th march 2024)
FormatPDF
Official Websitehttps://wbchse.wb.gov.in/

HS Question Paper 202৪- Arts

HS Question Paper 2024- Science

HS Question Paper 2024- Commerce

How to download HS Question Paper PDF 2024?

২০২৪ সালের HS exam এর question paper টি সহজে কিভাবে download করবেন pdf টি, তা নিচে আলোচনা করা হলো:

  1.  এই page টিতে তিনটি stream এ question paper গুলির dowanload লিংক লিস্ট অনুযায়ী ওপরে দেয়া হয়েছে।
  2.  যে সকল ছাত্র-ছাত্রীর arts stream এর  question paper dourlad করবে তারা arts stream এর অন্তর্গত list এর subject এ text এ click করবে।
  3.  একই প্রকার যারা science and commerce stream এ subject গুলির pdf downlad করবে তারা সেই stream এর অন্তর্গত listed subjet গুলির blce colour text এ click করবে।
  4.  subject এর blue text এ click করার পর ওই particular subjet এর question paper pdf downla এর page open হয়ে যাবে।
  5.  Page open হলে প্রথমে sudiect টির qustion patterh সম্বন্ধে একটু  আলোচনা করা হয়েছে। Quest pattarn টি scroli করার পর pdf download link table এ দেওয়া হয়েছে। যেখানে click করলে pdf টি downlad হয়ে যাবে।
  6.  এছাড়াও ওই subject টির pdf downlad link এর নিচে ওই stream এর অন্যান্য subjet গুলির pdf downlad link দেওয়া হয়েছে তোমরা ওই link এ ক্লিক করে ওই subject গুলিও question paper pdf downlad করতে পারবে।

এই ছিল ২০২৪ সালের hs question paper pdf downlad করার পদ্ধতি তোমরা এই পদ্ধতি follow করে HS all subject এর question paper গুলি PDF downlad করতে পারবে।

HS Answer sheet change 2024

এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার answer লেখার যে answer sheet টি রয়েছে তা পরিবর্তন হয়েছে।  এই বছর answer sheet এর দুটি part, part A ও part B থাকবে না।  MCQ ও SAQ লেখার জন্য আলাদা কোন পেপার থাকবে না। 

একটিই answer sheet এর পেপার থাকবে তার মধ্যেই তোমাদের MCQ, SAQ ও describetive type answer গুলি লিখতে পারবে।  এই বছরের নতুন answer sheer এর কিছু বৈশিষ্ট্য হলো:

  •  ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য answer সিটের দুটি আলাদা আলাদা part থাকবে না।  একটাই খাতা করা হয়েছে তার মধ্যে দুটি part এর answer লিখতে হবে। 
  • MCQ কোশ্চেন গুলির answer করার জন্য আলাদা যে part B খাতা দেওয়া হতো, তার বদলে এই বছর একটি খাতায় থাকবে, যার প্রথম পেজের মধ্যে MCQ উত্তরগুলি করতে হবে। 
  • ৩০ টি MCQ কোশ্চেন এর জন্য ৩০ টি ছক করা থাকবে।  বাঁদিকে রোমান হরফে কোশ্চেন নাম্বার থাকবে ও ডান দিকে answer লেখার জন্য option বলে একটি বক্স থাকবে। 
  • কোশ্চেনের এর নাম্বার অনুযায়ী answer sheet এর দাগ নাম্বার মিলিয়ে নিয়ে ডান দিকের অপশনের বক্সে সঠিক answer বা সঠিক যে উত্তরের অপশন টি হবে তা লিখতে হবে।
  • একটি আবশ্যক নির্দেশাবলী, MCQ answer লেখার বক্সে প্রয়োজনের বেশি স্পেস নেই তাই ভেবেচিন্তে সঠিক উত্তরটি ক্লিয়ার করে লিখবে। কাটাকাটি করলে answer লেখার জায়গা থাকবে না।
  • SAQ উত্তর লেখার ক্ষেত্রেও same ভাবে left সাইডে কোশ্চেন নাম্বার থাকবে ও right সাইডে answer লেখার জন্য একটি নির্দিষ্ট সাইজের বক্স করা থাকবে। 
  • Answer লেখার জন্য যে স্পেস থাকবে তার মধ্যে answer টিকে সুন্দর করে দুই-তিন লাইনে লিখতে হবে তোমাদের। SAQ ক্ষেত্রেও নির্দিষ্ট স্পেস থাকবে, তাই সাবধানে ২ থেকে ৩ লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে বেশি কাটাকাটি করবে না।
  • Answer লেখা ভুল হয়ে গেলে তা কেটে নতুন করে লেখার কোন জায়গা নেই, তাই তোমাদের ভুল করলে চলবে না।
  • এবারও তোমাদের প্রয়োজনীয় loose sheet দেওয়া হবে। Loose সিটের মধ্যে অবশ্যই রোল নাম্বার ও নাম লিখে তোমরা সুতো দিয়ে বেঁধে নেবে main answer shhet এর সাথে। 
  • মেইন পেপারের সাথে লুজ সিটের মধ্যে নাম ও রোল নাম্বার লেখার একটি বড় সুবিধা হল কোন কারণবশত main answer শীট এর সাথে লুজ সিট আলাদা হয়ে গেলে, শিক্ষকেরা রোল নাম্বারের সাথে মিলিয়ে পুনরায় এটাচ করতে পারবে।

এই ছিল কিছু নির্দেশাবলী HS answer লেখার পেজ সম্পর্কে যা বিগত বছরে তুলনায় এই বছর চেঞ্জ হয়েছে। পরীক্ষা দেওয়া পূর্বে answer এর সম্পর্কে এই ধরনের আশা রাখি সাহায্য করবে তোমাদের।

ছাত্র-ছাত্রীরা তোমরা যারা যারা  2024 সালে HS exam দেবে তোমাদের প্রয়োজনীয় question paper ও সাজেশন গুলির আপডেট পেতে আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। সেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা নির্মিত সাজেশন গুলি প্রোভাইড করে থাকি। HS Question paper 2024 PDF পোস্টটি তোমাদের সাহায্য করে থাকলে এই পোস্টটি শেয়ার করবে।

Leave a Comment